ঢাকা সোমবার, ২০ অক্টোবর, ২০২৫

জবির মালামাল গায়েব, নিরাপত্তাকর্মীকে আটকে রাখার অভিযোগ


ইউছুব ওসমান, জবি  photo ইউছুব ওসমান, জবি
প্রকাশিত: ২৯-৯-২০২১ দুপুর ১:৩২
রাজধানীর পুরান ঢাকার গেন্ডারিয়ায় অবস্থিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কেন্দ্রীয় খেলার মাঠ থেকে বিশ্ববিদ্যালয়ের মালামাল গায়েব ও নিরাপত্তাকর্মীকে আটকে রাখার অভিযোগ উঠেছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) কর্তৃপক্ষের বিরুদ্ধে। মালামাল উদ্ধারে বিশ্ববিদ্যালয় প্রশাসন পুলিশের শরণাপন্ন হলেও দিনভর বসিয়ে রেখেও মামলা নেয়নি গেন্ডারিয়া থানা পুলিশ। 
 
জানা যায়, সোমবার (২৭ সেপ্টেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ ধূপখোলা মাঠে বিশ্ববিদ্যালয়ের অংশের সীমানা প্রাচীরের লোহা, গোলবার ফেরত নেওয়ার জন্য সিটি কর্পোরেশনের মেগাপ্রজেক্ট সংশ্লিষ্টদের সাথে কথা বলতে যায় রুবেল নামের একজন নিরাপত্তাকর্মী। এসময় রাত ১২টার দিকে (২৮ সেপ্টেম্বর) মোবাইল কেড়ে নিয়ে রাত ৩টা পর্যন্ত তাকে আটকে রাখা হয়।
 
পরবর্তীতে সকালে মালামাল উদ্ধারের জন্য গেন্ডারিয়া থানায় মামলা করতে যায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে দিনভর বসিয়ে রেখেও  মামলা নিতে রাজি হয়নি পুলিশ। রাত ৯টা পর্যন্ত থানায় অপেক্ষা করলেও কোনো সমাধান না পেয়ে থানা থেকে বেরিয়ে আসেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সম্পত্তি শাখার সহকারী রেজিস্ট্রার কামাল হোসেন, শারীরিক শিক্ষা কেন্দ্রের সহকারী পরিচালক গৌতম কুমার দাসসহ অন্যান্যরা।
 
বিশ্ববিদ্যালয়ের সম্পত্তি শাখার সহকারী রেজিস্ট্রার কামাল হোসেন সকালের সময়কে বলেন, সারাদিন চেষ্টা করেছি। মামলা-সাধারণ ডাইরি কোনটাই তারা নেয়নি। তারা বলছেন দুইটা প্রতিষ্ঠানই সরকারি, মামলা নেবেন না। আমাদের কথা হলো, তারা আইনানুযায়ী ব্যবস্থা নেবে, আমাদের জিনিসগুলো ফিরিয়ে দেবে।'
 
বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রের সহকারী পরিচালক গৌতম কুমার দাস বলেন, ' আমরা মালামাল উদ্ধারে মামলা ক্ল্রতে গিয়েছিলাম। ওনারা মামলা নেয়নি, আমরা চেষ্টা করছি।'
 
নিরাপত্তাকর্মীকে আটকে রাখার বিষয়ে তিনি বলেন, 'আমাদের সীমানা প্রাচীরের গ্রীলগুলো সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ নিয়ে গেছে, সেটা ফিরিয়ে নিতে কথা বলতে ওকে পাঠিয়েছিলাম। রাত ১২টার দিকে ওর ফোন কেড়ে নিয়ে ওখানেই আটকে রাখে যেনো আমাদের সাথে যোগাযোগ না করতে পারে। পরে রাত ৩টার দিকে ওকে ছেড়ে দেয়।'
 
মামলা না নেওয়ার বিষয়টি নিয়ে জানতে চাইলে, গেন্ডারিয়া থানার ওসি (তদন্ত) নূর আলম সিদ্দিক বলেন, 'ওনারা অবগত করার জন্য আসছিলো, মামলা হয় নাই। যেহেতু দুইটাই সরকারি প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় ও সিটি কর্পোরেশন নিজেদের মধ্যে কথাবার্তা বলে হয়তো সিদ্ধান্তে আসবেন। তবে আমরা তদন্ত করছি। বিস্তারিত ওসি স্যার বলতে পারবেন।' এবিষয়ে কথা বলতে গেন্ডারিয়া থানার ওসি সুজা মিয়াকে বেশ কয়েকবার ফোন দেওয়ার পর তার দেহরক্ষী ফোন ধরে জানান তিনি ব্যস্ত আছেন।
 
এর আগে রবিবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে ধূপখোলা মাঠের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অংশে সীমানাপ্রাচীর ও গোলপোস্ট তুলে ফেলে খনন কাজ করে মাঠের সংস্কারের দায়িত্বে থাকা ঠিকাদার প্রতিষ্ঠান। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠ দখল করে বাণিজ্যিক ভবন নির্মাণ কাজ শুরু করায় ক্ষোভে  ফেটে পড়েছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। মাঠ উদ্ধারে আইনে লড়াইয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এমএসএম / এমএসএম

অগ্নি দুর্ঘটনা: শিক্ষক-কর্মচারীদের সতর্ক থাকতে বলল মাউশি

বর্ষা মাহিরের প্রেমের বলি জবি ছাত্রদল নেতা জোবায়েদ

জবি শিক্ষার্থী জুবায়েদ হত্যার ঘটনায় তার ছাত্রী আটক

'ফিজিক্যালি চ্যালেঞ্জড' শিক্ষার্থীদের বৃত্তি ও উপহার সামগ্রী দিল জবি শিবির

মতামতবিহীন মতবিনিময় সভায় পবিপ্রবিতে ইউজিসি চেয়ারম্যান: সাংবাদিকদের প্রশ্নে বাধা

‘সি আর আবরার, আর নেই দরকার’ স্লোগানে শিক্ষকদের পতাকা মিছিল

শাবিপ্রবিতে আন্তর্জাতিক সম্মেলনে গোবিপ্রবি উপাচার্যের প্রবন্ধ উপস্থাপন

২০ বছরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়: অর্জন, সংকট ও নতুন স্বপ্নে একুশে পদার্পণ

রাকসুর ভিপি-এজিএস শিবিরের, জিএস আধিপত্য বিরোধী ঐক্যের

ভুলত্রুটি ছাড়াই ফল প্রস্তুত হয়েছে, বাড়ানো হয়েছে পরীক্ষকদের সম্মানী

২০২ শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই ফেল

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩ শতাংশ

অপেক্ষার অবসান ১২ লাখ শিক্ষার্থীর, সকাল ১০টায় এইচএসসির ফল