আবারও আলোচনায় শিল্পা শেঠি
বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির সময়টা মোটেও ভালো যাচ্ছে না। একের পর এক বিতর্ক যেন পিছু ছাড়ছে না তার। এবার নিজের ব্যবসায়িক প্রতিষ্ঠান নিয়ে বড় ধরনের আইনি ঝামেলার মুখে পড়েছেন এই গ্ল্যামার কন্যা। বেঙ্গালুরুতে শিল্পার মালিকানাধীন রেস্টুরেন্ট ‘বাস্তিয়ান’-এর বিরুদ্ধে সম্প্রতি এফআইআর দায়ের করেছে কর্ণাটক পুলিশ।
ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবদেন বলা হয়, গত ১১ ডিসেম্বর নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরও রেস্তোরাঁটি খোলা রাখা হয়েছিল। গভীর রাত পর্যন্ত সেখানে উচ্চ শব্দে গান-বাজনা এবং নাচ-গান চলার অভিযোগ উঠেছে। আইন অমান্য করে এমন উদযাপনের খবর পাওয়ামাত্রই কঠোর অবস্থানে যায় পুলিশ।
এই ঘটনায় বেঙ্গালুরুর কিউবান পার্ক থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদের জন্য রেস্টুরেন্টের ম্যানেজারকে তলব করা হয়েছে। তবে কেবল সময় অতিক্রম নয়, ‘বাস্তিয়ান’ নিয়ে বিতর্কের শুরু গত সপ্তাহ থেকে। বিগ বসের প্রাক্তন বিজয়ী সত্য ওই রেস্টুরেন্টে ডিনার করতে গেলে বিল পরিশোধ নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে তুঘলকি কাণ্ড ঘটে।
বচসার সেই সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনার মুখে পড়ে রেস্টুরেন্টে কর্তৃপক্ষ। সেই রেশ কাটতে না কাটতেই এবার পুলিশের মামলায় নতুন করে আলোচনায় এলেন শিল্পা।
ব্যক্তিগত জীবন ও ব্যবসা নিয়ে বারবার এমন হোঁচট খাওয়ায় বেশ বিব্রত এই অভিনেত্রী। যদিও এই আইনি জটিলতা নিয়ে এখন পর্যন্ত শিল্পা শেঠির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
Aminur / Aminur
আবারও আলোচনায় শিল্পা শেঠি
কুসুম সিকদারের ফ্যাশন স্টেটমেন্টে মুগ্ধ নেটিজেনরা
‘শীত বিলাসের জোর দাবি জানাই’
‘আমি রাজনৈতিক বিশ্লেষক নই, আমি সাধারণ একজন নাগরিক’
সম্মাননার মুকুটে নতুন পালক: হেদায়েত উল্লাহ তুর্কীর মিজাফ বিজয় অর্জন
ওজন কমিয়ে শুটিংয়ে বাঁধন, মুক্তির অপেক্ষায় আরও দুই সিনেমা
খুবই এক্সসাইটিং একটা জার্নি হবে : সাবিলা নূর
খুবই এক্সসাইটিং একটা জার্নি হবে : সাবিলা নূর
পার্লার উদ্বোধনে গিয়ে বিতর্কে পরীমণি
একক মৌলিক গান 'মন্দ স্বভাব' নিয়ে আসছে রিয়া
তানিয়া’স বিউটি বার পার্লারের আয়োজনে বিশেষ মিটআপ
কোটিপতি হয়েও সুখ নেই অক্ষয়ের!