অপু ,পূজা,বুবলীর স্টাইলিং করে আলোচনার তুঙ্গে মাহফুজ কাদরী
শোবিজ অঙ্গনে সেলিব্রিটি স্টাইলিস্ট ও কোরিওগ্রাফার হিসেবে পরিচিত নাম মাহফুজ কাদরী। ক্যারিয়ারের শুরুটা ছিল একজন নৃত্যশিল্পী ও নৃত্যপরিচালক হিসেবে। ছোটবেলা থেকেই নাচের প্রতি ছিল তার প্রবল আগ্রহ। পাশাপাশি সাজসজ্জা ও পোশাকের স্টাইল নিয়েও ছিল আলাদা টান। হাতের কাছে যাকেই পেতেন, তাকে নতুনভাবে সাজিয়ে তোলা বা চুলের স্টাইল বদলে দেওয়াই ছিল তার আনন্দ।
২০১৫ সালে ঢাকায় জনপ্রিয় নৃত্যগুরু শিবলি মোহাম্মদের কাছে তিনি কত্থক নাচের তালিম নেওয়া শুরু করেন। একই সময়ে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আইটি বিষয়ে বিএসসি অধ্যয়ন করেন। পরের বছর ২০১৬ সালে এম আর ওয়াসেক ও ফারহানা চৌধুরী বেবীর কাছে সৃজনশীল ও লোকনৃত্যের প্রশিক্ষণ নেন। নাচের পাশাপাশি পোশাক ও স্টাইল নিয়ে নানা ধরনের এক্সপেরিমেন্ট করে তা কোরিওগ্রাফিতে যুক্ত করার আগ্রহ তার কাজকে আলাদা মাত্রা দেয়।
২০১৮ সালে নিজের উদ্যোগে তিনি গড়ে তোলেন ‘কাদরী ডান্স ট্রুপ’। এই দল নিয়ে নিয়মিত সরকারি ও বেসরকারি বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করে তিনি পরিচিতি পান।
২০২০ সালে করোনা মহামারির কারণে জীবন যখন থমকে যায়, ঠিক তখনই মাহফুজ কাদরীর ক্যারিয়ারে আসে নতুন মোড়। নৃত্যের পাশাপাশি স্টাইলিংয়ে তার কাজ নজর কাড়তে শুরু করে। একের পর এক জনপ্রিয় নায়িকার কাছ থেকে স্টাইলিংয়ের ডাক আসতে থাকে। পূজা চেরির জন্য একটি ব্রাইডাল শুটে দুটি লুক ডিজাইন করেন তিনি। শবনম বুবলীর জন্য একটি ম্যাগাজিন শুটে তিনটি লুকের স্টাইলিং করেন। সবচেয়ে বড় দায়িত্ব আসে মাহিয়া মাহির বিয়ের পুরো লুকের স্টাইলিংয়ের মাধ্যমে।
এরপর আর পেছনে তাকাতে হয়নি। সততা, পরিশ্রম ও সৃজনশীলতার মাধ্যমে অল্প সময়েই তিনি তারকাদের আস্থার জায়গা তৈরি করেন। নিয়মিত ইভেন্ট, ফটোশুট কিংবা বিশেষ আয়োজনের জন্য ‘স্টাইলিং বাই কাদরী’ হয়ে ওঠে অনেক তারকার প্রথম পছন্দ। একের পর এক সফলতা যেন তার অর্জনের তালিকা সমৃদ্ধি করে তুলেছে। পাশাপাশি ক্ষুদ্র উদ্যোক্তা থেকে শুরু করে বড় ব্যবসা প্রতিষ্ঠানগুলো তাদের পিআর ও প্রোমোশনাল কাজেও তাকে যুক্ত করতে শুরু করে।
২০২৪ এর নভেম্বর আর এক নতুন মাত্রা যুক্ত হয়ে তার ক্যারিয়ারে ঢালিউড কুইন অপু বিশ্বাস এর লুক চেঞ্জ করে ফ্যাশন আই কন হিসেবে ঢালিউড কুইন এর স্টাইলিং এর জন্য নেটিজেনদের প্রশংসা আর আলোচনার তুঙ্গে চলে আসেন সেলিব্রিটি স্টাইলিস্ট মাহফুজ কাদরী।
জনপ্রিয় অনেক তারকার নতুন নতুন লুক ডিজাইন ও স্টাইলিংয়ের মাধ্যমে মাহফুজ কাদরী এখন শোবিজ অঙ্গনে আলোচিত একটি নাম। নৃত্যশিল্পী থেকে স্টাইলিং—নিজের আগ্রহ আর কঠোর পরিশ্রমকে শক্তি করে তিনি গড়ে তুলেছেন একটি সফল ও অনুপ্রেরণামূলক ক্যারিয়ার।
২০২৫ শে আন্তর্জাতিক ভাবে নেপালের একটি রিয়েলিটি শোতে প্রশিক্ষক ও স্টাইলিস্ট হিসেবে অংশ নেন। বলিউড এর কিংবদন্তি নায়িকা মন্দাকিনী ঠাকুরের স্টাইলিং করে আবারও নতুন আলোচনা সৃষ্টি করেন।
তার প্রাপ্তি র তালিকায় বেষ্ট সেলিব্রিটি স্টাইলিস্ট হিসেবে রয়েছে অনেক গুলো এওয়ার্ড এর মধ্যে, বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ড ২০২৫, আইকনিক অ্যাওয়ার্ডস ২০২৫,
ডিজিটাল ক্রিয়েটর অ্যাওয়ার্ড ২০২৫, ঢাকা ফ্যাশন ডে ২০২৪: বেস্ট সেলিব্রিটি স্টাইলিস্ট অ্যাওয়ার্ড, গার্লস প্রায়োরিটি চট্টগ্রাম ২০২৩, বাংলাদেশ মেকাপ আর্টিষ্ট এসোসিয়েশন এওয়ার্ড ২০২৫ সহ আরও অসংখ্য প্রাপ্তী রয়েছে।
এমএসএম / এমএসএম
অভিনয় ছাড়ার কারণ জানালেন প্রসূন আজাদ
রাজকীয় সাজে মেহজাবীন চৌধুরী
নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে : হিনা খান
‘সিনেমার মিটিংয়ে বলেছিলাম, অডিশন ছাড়া নিতে পারেন’
চারিদিকে ঠান্ডা কোথাও বসতে পারছি না : জয়া আহসান
আমার হৃদয় এই শীতের চেয়েও ঠান্ডা : সাদিয়া আয়মান
‘হাওয়া’র পর তিন সিনেমা নিয়ে আসছেন তুষি
ব্রাইডাল ফটোশুটে নজর কাড়লেন অপু বিশ্বাস
আকাশচুম্বী পারিশ্রমিক চাইছেন তামান্না!
প্রকাশ পেলো শেখ আলমাছ এর লেখা গান 'তুমি নেই বলে'
অপু ,পূজা,বুবলীর স্টাইলিং করে আলোচনার তুঙ্গে মাহফুজ কাদরী
নীরবে দীর্ঘ পথচলা: ফ্যাশন মডেল রাজ ম্যানিয়া