ঢাকা বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬

আলোনসোকে বিদায়ী বার্তায় যা বললেন এমবাপে


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩-১-২০২৬ দুপুর ১২:৩৮

সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে ৩-২ ব্যবধানে হারের পর বরখাস্ত হয়েছেন রিয়াল কোচ জাবি আলোনসো। বেশ কিছুদিন ধরেই তার পদ থাকা না থাকা নিয়ে চলছিল জল্পনা। অবশেষে চাকরি খোয়ালেন তিনি। আলভারো আরবেলোয়াকে নতুন প্রধান কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এল ক্লাসিকোতে পরাজয়ের তিক্ত অভিজ্ঞতার ২৪ ঘণ্টা পেরোনোর আগেই বরখাস্ত হলেন আলোনসো। এদিকে ক্লাব থেকে তার বিদায়ে শ্রদ্ধা জানিয়েছেন ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে।
ইনস্টাগ্রামে এক পোস্টে কিলিয়ান এমবাপে লিখেছেন, ‘আপনার সঙ্গে খেলতে পারা এবং আপনার কাছ থেকে শেখা আমার জন্য সত্যিই আনন্দের ছিল।’
বায়ার লেভারকুসেনের মতো একটি দলকে চ্যাম্পিয়ন করার পর গত গ্রীষ্মে রিয়ালে যোগ দিয়েছিলেন তিনি। কিন্তু মাত্র ৭ মাসেই থেমে গেছে সেই যাত্রা।
এমবাপে তার পোস্টে আরও লেখেন, ‘সময়টা খুব ছোট ছিল, কিন্তু প্রথম দিন থেকেই আমার ওপর আস্থা রাখার জন্য আপনাকে ধন্যবাদ। আপনাকে আমি এমন একজন কোচ হিসেবে মনে রাখব, যার ভাবনা স্পষ্ট এবং ফুটবল সম্পর্কে গভীর জ্ঞান রয়েছে। আপনার আগামী অধ্যায়ের জন্য শুভকামনা।’
যদিও শোনা গেছে, আলোনসোর কিছু কৌশল ও পদ্ধতি নিয়ে দলের একাধিক খেলোয়াড় অসন্তুষ্ট ছিলেন, তবুও এই মৌসুমে দুর্দান্ত ফর্মে রয়েছেন এমবাপে।
ক্লাব বিশ্বকাপ বাদ দিলে, চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৫ ম্যাচে ২৯ গোল করেছেন ফরাসি এই তারকা। ইউরোপের শীর্ষ পাঁচ লিগে খেলা ফুটবলারদের মধ্যে তার চেয়ে বেশি গোল করেছেন কেবল হ্যারি কেন (৩১)।
রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে আলোনসো মোট ৩৪টি ম্যাচ পরিচালনা করেন। এর মধ্যে ২৪টিতে জয়, চারটি ড্র এবং ছয়টি হারের মাধ্যমে তার জয়ের হার ছিল ৭০.৬ শতাংশ।
স্থায়ী কোচদের মধ্যে রিয়াল মাদ্রিদের ইতিহাসে আলোনসোর জয়ের হার পঞ্চম সর্বোচ্চ। তার উপরে আছেন ম্যানুয়েল পেলেগ্রিনি (৭৫%), কার্লো আনচেলত্তি (৭৪.৮%), রাডোমির আন্টিচ (৭২.২%) এবং হোসে মরিনিয়ো (৭১.৯%)।

 

Aminur / Aminur

জ্যোতি-সোবহানার ব্যাটে বড় জয় মেয়েদের

আলোনসোকে বিদায়ী বার্তায় যা বললেন এমবাপে

‘ব্রাজিলের বিপক্ষে খেলা স্বপ্নের মতো’

ক্রিকেট থেকে অবসরের ঘোষণা অস্ট্রেলিয়া অধিনায়কের

মুস্তাফিজকে বিশ্বকাপ দলে রাখলে নিরাপত্তা ঝুঁকি বাড়বে, জানাল আইসিসি

বাংলাদেশের নিরাপত্তা নিয়ে আইসিসির তিন পর্যবেক্ষণ, অনড় ক্রীড়া উপদেষ্টা

রাফিনিয়ার জোড়া গোলে রিয়ালকে হারিয়ে ফের শিরোপা বার্সার

টানা দ্বিতীয় ট্রফি জিতে বয়ফ্রেন্ডকে কী ইঙ্গিত দিলেন সাবালেঙ্কা?

১১৭ বছর আগের স্মৃতি ফিরিয়ে চ্যাম্পিয়নদের হারাল ষষ্ঠ স্তরের দল

তামিমকে ‘ভারতের দালাল’ বলে তোপের মুখে বিসিবি পরিচালক, প্রতিবাদ তাইজুলদের

১৬ মিনিটের মাঝে ৪ গোল, বড় জয়ে ফাইনালে বার্সেলোনা

চোটে পড়ে যে বার্তা দিলেন এমবাপে

ভারতে খেলতে না যাওয়ার বিষয়ে আমরা অনড় : আসিফ নজরুল