ঢাকা বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬

১৪ ফেব্রুয়ারিতে "আজ ভালোবাসার দিন"


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৭-১-২০২৬ দুপুর ৩:৫০

সারাবিশ্বে ভালোবাসার প্রতীক হিসেবে পালন করা হয় হ্যাপি ভ্যালেনটাইন ডে। সময়ের ধারাবাহিকতায় এই দিবসটি বাংলাদেশেও পেয়েছে ভিন্নমাত্রা। বিশেষ করে দেশের তরুণ-তরুণীদের কাছে ভ্যালেনটাইন ডে এখন শুধু একটি দিন নয়, বরং ভালোবাসা প্রকাশের সবচেয়ে কাঙ্ক্ষিত উপলক্ষ। ফুল, গান, কবিতা আর প্রিয়জনের সঙ্গে কাটানো মুহূর্তে এই দিনে ভিন্ন এক আবেগ ছড়িয়ে পড়ে চারপাশে। ‎এই ভালোবাসা দিবসকে ঘিরে এবার বাংলাদেশের সংগীতাঙ্গনে আসছে নতুন চমক। ১৪ ফেব্রুয়ারি উপলক্ষে মুক্তি পেতে যাচ্ছে একটি নতুন গান, যা প্রকাশিত হবে বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে। গানটি বাংলাদেশের ভ্যালেনটাইন ডে সংস্কৃতিতে নতুন মাত্রা যোগ করবে।
‎‎মিলন মাহমুদ রবি'র কথায় গানটির সুর করেছেন আশরাফ বাবু এবং সংগীতায়োজন করেছেন অপু আমান। গানটিতে কণ্ঠ দিয়েছেন অপু আমান ও সুজানা রূপা। মিউজিক ভিডিওতে মডেলিং করেছে আমির পারভেজ ও জাকিয়া ইমি। ‎‎আগামী ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে দেশের দর্শক-শ্রোতারা এই নতুন গানটি দেখতে ও শুনতে পাবেন ডিজিটাল প্ল্যাটফর্মে। ভ্যালেনটাইন ডে উপলক্ষে বিনোদনপ্রেমীদের জন্য গানটি  সময়োপযোগী সংগীত উপহার। গানটির মিউজিক ভিডিওর দৃশ্য ধারণ করা হয়েছে রাজধানীর বিভিন্ন লোকেশনে। 

এমএসএম / এমএসএম