ঢাকা বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬

হালের ব্যস্ততম প্লেব্যাক শিল্পী নাজমীন নাজু


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৭-১-২০২৬ বিকাল ৫:৩২

প্লেব্যাক সহ অডিও পাড়ায় ব্যস্ততম সময় পার করছেন কণ্ঠশিল্পী নাজমীন নাজু। এছাড়া স্টেজশো,টেলিভিশন লাইভ, রেকর্ডিং প্রোগ্রাম সহ দেশের চলমান জাতীয় সংসদ নির্বাচনের ডিজিটাল প্রচারণামূলক গানে ও ভয়েজ ওভারে  কন্ঠ দেয়ার মাধ্যমে বেশ ব্যাস্ততায় সময় কাটাচ্ছেন এই শিল্পী। নাজমীন নাজুর পুরো নাম নাজমীন নাজু, গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলায় জন্ম নেয়া এই কন্ঠশিল্পীর শৈশব কেটেছে নিজের গ্রামেই। মাত্র ছয় বছর বয়স থেকেই সঙ্গীতে নিজের বাবা মায়ের কাছে গান শিখেন নাজমীন নাজু, পরবর্তীতে স্থানীয় ওস্তাদ নজরুল ইসলামের কাছে গান শিখেন তিনি। এছাড়া সাভারে অবস্থিত সুর লহরী সংগীত একাডেমিতে রিপন মেহবুব এর কাছে নজরুল  সংগীতে এবং জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও শিক্ষক কেন্দ্র থেকে শাস্ত্রীয় সংগীতে ওস্তাদ বাবু রহমানের কাছে চার বছরের কোর্স সম্পন্ন করেন।
পরবর্তীতে বুলবুল ললিত কলা একাডেমি( বাপা)তে নজরুল ও উচ্চাঙ্গ সংগীতে ওস্তাদ লিউজে বাড়ৌইর কাছে পাঁচ বছরের তালিম নেন। এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ওস্তাদ অসীদ দের কাছে শাস্ত্রীয় সংগীতের উপর তালিম নেন তিনি। বর্তমানে আলিয়াস ফ্রসেস দ্যা ঢাকা ধানমন্ডি শাখায় ক্লাসিকাল সংগীতে তালিম নিচ্ছেন। ছোট বেলায় স্কুলের বিভিন্ন প্রোগ্রামে নিয়মিত গান করতেন নাজু এবং নজরুল,আধুনিক ও দেশের গানে  জেলা পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় এবং নতুন কুড়ি প্রতিযোগিতায় ও সাফল্য অর্জন করেছেন তিনি। গানের পাশাপাশি বর্তমানে সাভার দেওয়ান ইদ্রিস ল কলেজে  ফাইনাল ইয়ারে পড়াশোনা করছেন এই শিল্পী। এর আগে তিনি সাভার বিশ্ববিদ্যালয় কলেজ  থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেন। ২০০৪ইং সালে প্রখ্যাত ভায়োলিন বাদক আলমাস আলী খানের সঙ্গীত পরিচালনায় করা 'কোথায় আছো পরদেশী' শিরোনামের এলবামের মাধ্যমে সঙ্গীতাঙনে যাত্রা করেন নাজু। পরবর্তী সময়ে দেশের জনপ্রিয় গীতিকার সুরকারদের লেখা ও সুরে বেশ কয়েকটি মৌলিক গান করেন তিনি। তিনি জনপ্রিয় গীতিকার গাজী মাজহারুল আনোয়ার,শেখ সাদী, প্লাবন কোরেশী,মোর্শেদুল ইসলাম, মিল্টন খন্দকার,আমিনুল,হাসান মতিউর রহমান,ফিরোজ প্লাবন,রওনক রায়হান,এস এম সোহেল, সৈয়দ শফিকুল ইসলাম,কবি মাহমুদুল হাসান নিজামী সহ  অনেকের লেখা ও সুরে গান করেছেন।  এর মধ্যে তার কন্ঠে গাওয়া বেশ কয়েকটি মৌলিক গান জনপ্রিয়তা অর্জন করেছে।
এপর্যন্ত প্রায় দুই শতাধিক মৌলিক গানে কন্ঠ দিয়েছেন নাজমীন নাজু,এবং প্রায় ২৫টি চলচ্চিত্রে গান করেছেন তিনি। 
এছাড়া তিন বাংলাদেশ টেলিভিশনে তালিকাভুক্ত শিল্পী হিসেবে নিয়মিত গান করেন,এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ও তিনি একজন নিয়মিত শিল্পী। 
তার জনপ্রিয় গানের মধ্যে রয়েছে আজব শহর ঢাকা,চলো দুজনে মিলে যাই পলাইয়া,আমি জোয়ান একটা মাইয়া অন্যতম।
সঙ্গীত নিয়ে স্বপ্ন কি? জানতে চাইলে নাজমীন নাজু বলেন,আমৃত্যু সংগীতের সাথে থাকতে চাই, ভালো ভালো কথা সুরের বাংলা গান করে যেতে চাই, বাংলা গানকে বিশ্বের দরবারে তুলে ধরতে চাই।
তিনি আরো বলেন, সুস্থ সংস্কৃতির পক্ষে সব সময় কাজ করতে চাই কারন গান আমার রক্তে মিশে আছে।

এমএসএম / এমএসএম