আড্ডা জমাতে চিকেন মিটবল
চিকেন মিটবল খেতে কে না পছন্দ করে! এটি খেতে সবাই-ই পছন্দ করে। ঝটপট অতিথি আপ্যায়ন এবং বিকেলের নাস্তায় সহজেই তৈরি করে নিতে পারেন দারুণ মজার এই চিকেন মিটবল। এটি খেতে যেমন মজা তেমন সাস্থ্যকর।
চলুন জেনে নেই রেসিপিটি সম্পর্কে-
প্রয়োজনীয় উপকরণ
১. মাটন কিমা ৪ কাপ
২. চিজ ২ চা চামচ
৩. রসুন কুচি ২ টেবিল চামচ
৪. পেঁয়াজ বাটা ৩ চা চামচ
৫. লবণ স্বাদমতো
৬. গোলমরিচ গুঁড়া ২ চা চামচ
৭. অলিভ অয়েল ২ টেবিল চামচ
৮. ডিম ২ টি
৯. টমেটো সস ৬ টেবিল চামচ।
প্রস্তুত পদ্ধতি
প্রথমে কিমা ভালো করে ধুয়ে নিন। এরপর তেল, টমেটো সস ও চিজ ছাড়া বাকি সব উপকরণ দিয়ে ভালো করে মাখিয়ে নিন। এরপর এই মিশ্রণ থেকে ছোট ছোট লেচি করে কেটে বলের আকারে গড়ে নিন। এবার অন্য একটি পাত্রে টমেটো সস তৈরি করে নিন। এবার প্যানে অলিভ অয়েল গরম করে এতে টমেটো সস দিয়ে ভালো করে ভাজতে থাকুন। তেল ছাড়তে শুরু করলে আঁচ বন্ধ করে সরিয়ে রাখুন। এছাড়া মিটবল আপনি ভাঁপেও তৈরি করতে পারবেন। এতে স্বাদও ভালো হবে। এক্ষেত্রে তেল লাগিয়ে স্টিমারে রেখে ভালো করে রান্না করুন। যাতে মাংস সেদ্ধ হয়। এবার একটি পাত্রে অল্প অলিভ অয়েল দিয়ে সেঁকে নিন। আপনি চাইলে মাইক্রোওয়েভেও ১৮০ ডিগ্রিতে ৫-৭মিনিট রান্না করতে পারেন। এবার টমেটো সসের মধ্যে ভালো করে মিটবলগুলো রোল করে নিয়ে প্লেটে সাজিয়ে নিন। তারপর উপরে চিজ ছড়িয়ে দিয়ে পরিবেশন করুন দারুণ মজার চিকেন মিটবল।
প্রীতি / প্রীতি
শীতে এসি যত্নে রাখার কৌশল জানেন তো?
সুজির পুডিং তৈরির সহজ রেসিপি জেনে নিন
ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে যে ফলগুলো খাবেন
ঘুমের আগে আদা চা খাবেন যে কারণে
জীবনে সুখী হওয়ার জন্য যে ৪ কাজ করতে হবে
অতিরিক্ত হাসিই হতে পারে মৃত্যুর কারণ!
শীতের আগেই হাত খসখসে হয়ে যাচ্ছে?
পেট ভালো রাখতে আপনাকে যা করতে হবে
ডিমের বিস্কুট পিঠা তৈরির রেসিপি জেনে নিন
মাছের ভর্তা তৈরির রেসিপি জেনে নিন
লিভার ভালো রাখতে যে তিনটি ফল খাবেন
শুরু হচ্ছে রিয়েলিটিশো ‘সিক্রেট বিউটি এক্সপার্ট’ সিজন–২