ঢাকা সোমবার, ২০ অক্টোবর, ২০২৫

জবি প্রেসক্লাবের ‘বঙ্গবন্ধু ও গণমাধ্যম’ শীর্ষক ওয়েবিনার


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪-১০-২০২১ বিকাল ৫:৩৩

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী  ও ৮ম বর্ষে পদার্পণ উপলক্ষে ‘বঙ্গবন্ধু ও গণমাধ্যম’ শীর্ষক বিশেষ ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩ অক্টোবর) রাতে এ বিশেষ ওয়েবিনারটি অনুষ্ঠিত হয়। ওয়েবিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও দায়িত্বপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ।

প্রধান বক্তা তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু সাংবাদিকতার সাথে ওতপ্রোতভাবে যুক্ত ছিলেন। তিনি সব সময় সাংবাদিকদের পা‌শে রেখে কাজ করেছেন। তি‌নি আশাবাদ ব্যক্ত ক‌রে ব‌লেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাংবাদিকরা বলিষ্ঠতা এবং দৃঢ়তা ধরে রাখবেন। আপনাদের হাত ধরে অনুসন্ধানী সাংবাদিকতা আরো বাড়‌বে।

ওয়েবিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নূরে আলম আব্দুলাহ, নগদের হেড অব পাবলিক কমিউনিকেশন কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম সজল, সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. আবুল হোসেন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভপতি কুদ্দুস আফ্রাদসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, সাংবাদিক ও শিক্ষার্থীবৃন্দ।

জ‌বি শিক্ষক স‌মি‌তির সভাপ‌তি অধ্যাপক ড. নূরে আলম আব্দুলাহ ব‌লেন, বঙ্গবন্ধুর সা‌থে সাংবাদিক‌দের সুসম্পর্ক ছিল। তি‌নি অ‌নেক বিষ‌য়ে সিদ্ধান্ত নি‌তে আশপা‌শের সাংবাদিক‌দের পরামর্শ নি‌তেন। বি‌শেষ ক‌রে তফাজ্জল হো‌সেন মা‌নিক মিয়া ও এবিএম মূসা প্রমুখ। জ‌বি প্রেসক্লাব ইউ‌নিভা‌র্সি‌টির সুনাম বজায় রাখ‌বে এবং প্রগ‌তি‌শীল সাংবা‌দিকতার চর্চা কর‌বে এই আশা ক‌রি।

সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. আবুল হোসেন বলেন, যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশে সাংবাদিকতার রাস্তাকে সুগম করেছিলেন বঙ্গবন্ধু। সাংবাদিকদের মাধ্যমেই তিনি দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তের মানুষের খোঁজখবর রাখতেন। স্বাধীনতার পর দেশে প্রচুর ভুঁইফোঁড় পত্রিকা প্রকাশিত হতে থাকে, যাদের অধিকাংশের উদ্দেশ্য ছিল বাংলাদেশকে সাম্প্রদায়িক দেশ হিসেবে গড়ে তোলা। বঙ্গবন্ধু যখন এটা আঁচ করতে পারেন তখন ওই পত্রিকাগুলো বন্ধ করে দেন। এই মহৎ কাজটিকে নিয়েও বর্তমানে কুচক্রী মহল মিথ্যাচার করে বেড়ায়।

নগদের হেড অব পাবলিক কমিউনিকেশন কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম বলেন, দেশের ক্রমবর্ধমান ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস (ডিএফএস) বিপ্লবকে নেতৃত্ব দেয়ার লক্ষ্যে নগদ বাংলাদেশ ডাক বিভাগের এমন একটি উদ্যোগ, যা মানুষের প্রতিদিনের আর্থিক লেনদেনকে সহজ করে তুলেছে। নগদ সব সময়ই এমন সৃজনশীল উদ্যোগ, স্বাধীনতা ও বঙ্গবন্ধু বিষ‌য়ে সবার পা‌শে ‍আছে। আগামী দি‌নে জগন্নাথ বিশ্ব‌বিদ্যালয় প্রেসক্লাবের সাথে নগদের সুসম্পর্ক বজায় থাক‌বে।

অনুষ্ঠা‌নে শু‌ভেচ্ছা  বক্তব্য রা‌খেন- উ‌দ্ভিদ‌বিজ্ঞান বিভা‌গের চেয়ারম্যান অধ্যাপক ড. সাখাওয়াত ‌হোসেন, ম‌নো‌বিজ্ঞান বিভা‌গের চেয়ারম্যান অধ্যাপক ড. নূর মোহাম্মাদ, ভূ‌গোল ও প‌রি‌বেশ বিভাগের চেয়ারম্যান মোহাম্মাদ আব্দুল কা‌দের প্রমুখ।

ওয়েবিনারে আরো বক্তব্য রাখেন- জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের প্রধান পৃষ্টপোষক ও বিডি নিউটুয়েন্টিফোর ডটকমের স্টাফ রিপোর্টার কাজী মুবারক হোসেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ইমরান আহমেদ অপুসহ অতিথিবৃন্দ। জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের বর্তমান সাধারণ সম্পাদক জগেশ রায়ও শুভেচ্ছা বক্তব্য রাখে।

ওয়েবিনারে সভাপতিত্ব করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম সাদেক, সঞ্চালনা করেন প্রেসক্লাবের সিনিয়র সদস্য নোমান আল আব্দুল্লাহ।

এমএসএম / জামান

জবি শিক্ষার্থী জুবায়েদ হত্যার ঘটনায় তার ছাত্রী আটক

'ফিজিক্যালি চ্যালেঞ্জড' শিক্ষার্থীদের বৃত্তি ও উপহার সামগ্রী দিল জবি শিবির

মতামতবিহীন মতবিনিময় সভায় পবিপ্রবিতে ইউজিসি চেয়ারম্যান: সাংবাদিকদের প্রশ্নে বাধা

‘সি আর আবরার, আর নেই দরকার’ স্লোগানে শিক্ষকদের পতাকা মিছিল

শাবিপ্রবিতে আন্তর্জাতিক সম্মেলনে গোবিপ্রবি উপাচার্যের প্রবন্ধ উপস্থাপন

২০ বছরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়: অর্জন, সংকট ও নতুন স্বপ্নে একুশে পদার্পণ

রাকসুর ভিপি-এজিএস শিবিরের, জিএস আধিপত্য বিরোধী ঐক্যের

ভুলত্রুটি ছাড়াই ফল প্রস্তুত হয়েছে, বাড়ানো হয়েছে পরীক্ষকদের সম্মানী

২০২ শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই ফেল

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩ শতাংশ

অপেক্ষার অবসান ১২ লাখ শিক্ষার্থীর, সকাল ১০টায় এইচএসসির ফল

পিআরসহ ৫ দফা দাবিতে ঝিনাইদহে জামায়াতের মানববন্ধন

গোবিপ্রবিতে কর্মকর্তাদের ডিজিটাল অফিস ম্যানেজমেন্ট প্রশিক্ষণ শুরু