ঢাকা সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

পরীক্ষার্থীদের জন্য ৭ অক্টোবর থেকে চলবে জবির বাস


ইউছুব ওসমান, জবি  photo ইউছুব ওসমান, জবি
প্রকাশিত: ৬-১০-২০২১ দুপুর ১১:৩৭
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) আগামীকাল ৭ অক্টোবর থেকে শুরু হচ্ছে স্বশরীরে সেমিস্টার ফাইনাল পরীক্ষা। পরীক্ষার সময়ে শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে বাস সার্ভিস চালু করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরীক্ষা শুরুর দিন থেকেই নির্ধারিত রুটে চলবে এসব বাস। পূর্বে নির্ধারিত পাঁচ দিনের পরিবর্তে এবার শুক্রবার ব্যতীত সপ্তাহে ৬ দিনই পরীক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের পরিবহন সুবিধা পাবেন। বুধবার (৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে৷ এর আগে উপাচার্যের নির্দেশক্রমে বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক আব্দুল্লাহ্-আল্-মাসুদ স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়।
 
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৭ অক্টোবর ২০২১ হতে বিশ্ববিদ্যালয়ের সকল ইনস্টিটিউট ও বিভাগে স্বশরীরে পরীক্ষা গ্রহণ করা হবে মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সকল ইনস্টিটিউট ও বিভাগ হতে প্রাপ্ত বিভিন্ন সেমিস্টার পরীক্ষার জন্য প্রণীত রুটিন অনুযায়ী অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের জানানো যাচ্ছে যে, আগামী ৭ অক্টোবর, ২০২১ খ্রি. (বৃহস্পতিবার) থেকে সপ্তাহে ৬ (ছয়) দিন (শনি থেকে বৃহস্পতিবার) দৈনিক চলমান যানবাহনগুলো পূর্বের কর্মদিবসের ন্যায় যথারীতি একই সময়ে যাত্রা শুরুর স্থান থেকে সকাল ৮টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পৌঁছানোর নিমিত্তে ছেড়ে আসবে এবং ক্যাম্পাস থেকে স্ব-স্ব রুটে বিকেল ৪টায় ছেড়ে যাবে। তবে শুক্রবার বিশ্ববিদ্যায়ের পরিবহন সেবা বন্ধ থাকবে।
 
বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক আব্দুল্লাহ্-আল্-মাসুদ সকালের সময়কে বলেন, বাস যেভাবে আগে চলত এখন সেভাবেই চলবে। কিন্তু শুধু চলবে পরীক্ষার্থীদের জন্য, সব শিক্ষার্থীদের জন্য নয়। মানে শিক্ষার্থীদের মধ্যে যারা পরীক্ষার্থী তাদের জন্য বাস চলবে। কারণ বাসের সংখ্যা প্রতি রুটে একটু কম থাকবে এবং শুধু পরীক্ষার্থীরা যাতায়াত করবে। তাদের অগ্রাধিকার থাকবে।
 
তিনি আরো বলেন, প্রতিটি রুটের বাস কয়টার সময় গন্তব্য থেকে ছাড়বে, কখন রওনা দিলে সঠিক সময়ে আসতে পারবে, এগুলো ছাত্ররা নিজ গুণে ব্যবস্থা করবে। আর ক্যাম্পাসে প্রক্টরিয়াল বডি অন্যদের অযথা থাকতে দেবে না। ছাত্র-ছাত্রী আসবে পূর্বে যত জন আসত তার পাঁচ ভাগের এক ভাগ, সেই হিসেবেই বাস রুটগুলোতে চলবে। বাস একটু বেশিই রাখা হয়েছে, কম নয়। বিআরটিসির সব বাসও লাগবে না। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাসে পরীক্ষার্থীরা ক্যাম্পাসে আসবে। যেখানে একটি দোতলা ও একটি একতলা বাস যেত, সেখানে শুধু একটি একতলা বাস যাবে। পরিবহন অফিসের কর্মকর্তারা হিসাব করে এভাবে ব্যবস্থা করেছেন।
 
শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মেনে চলার জন্যও আহ্বান জানান পরিবহন প্রশাসক। তিনি বলেন, আমাদের হিসেব অনুযায়ী দূরত্ব থাকবে। আর সবাই মুখে মাস্ক পরে আসবে অবশ্যই। নিজেদের স্বাস্থ্যবিধি নিজেদেরই খেয়াল রাখতে হবে।
 
পরীক্ষা দুই শিফটে হলেও বাস একটি শিফটেই সব রুটে যাতায়াত করবে বলে তিনি জানান। তিনি বলেন, বাস একবার করেই যাওয়া-আসা করবে। সকালে আসবে একবার, যাবে একবার। দুবার বাস চালানো সম্ভব নয়।
 
এর আগে গত ১১ আগস্ট থেকে সরকার ঘোষিত বিধিনিষেধ ও লকডাউন শেষ হওয়ার পর শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের যাতায়াতের সুবিধার জন্য পুনরায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাস সার্ভিস চালু হয়। এদিকে বাস রুটে চলাচলের পূর্বে ধোয়া-মোছার কাজ সেরে নিচ্ছেন সংশ্লিষ্ট কর্মচারীরা। বাসের জনবল ও গাড়ির সচলতা ইত্যাদি বিষয়েও তদারকি শুরু করেছে বিশ্ববিদ্যালয়ের পরিবহন কর্মকর্তারা। শেষ সময়ে তাই ব্যস্ত সময় পার করছেন বাস চালক ও তার সহকারীরা।

এমএসএম / জামান

কম্বাইন্ড ডিগ্রি দাবিতে অচলাবস্থা, উদ্বেগে বাকৃবির পশুপালন অনুষদের শিক্ষকরা

ইবিতে আ'লীগপন্থী শিক্ষকের বহিষ্কারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

চবি মেডিকেলে প্যাথলজি বিভাগ উদ্বোধন, করানো যাবে ২১ ধরনের পরীক্ষা

ইবিতে (ইকসু)গঠনের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন

জাকসুতে শিবির ও বাগছাসের প্যানেল ঘোষণা, বিলম্ব ছাত্রদল ও বাম সংগঠনের

জকসু নীতিমালা জমা আজ আগামী বুধবার বিশেষ সিন্ডিকেট সভা

চাঁদাবাজির ঘটনায় আলোচিত সেই আফ্রিদির বিরুদ্ধে মানহানীর অভিযোগ

জবি রোভার স্কাউটের বৃক্ষরোপণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি

গকসু নির্বাচন: গঠনতন্ত্র ভেঙে ‘একক প্রার্থী বানানোর খেলা’, পণ্ড বৈঠক

১২৪ শিক্ষাপ্রতিষ্ঠানে বিটিসিএলের আড়াই কোটি টাকার বিল বকেয়া

ইবিতে অ্যাসেট ম্যানেজমেন্ট বিষয়ক সভা অনুষ্ঠিত

ছাত্রদলের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা: ভিপি আবিদুল, জিএস হামিম, এজিএস মায়েদ

ইবিতে জুলাই গণঅভ্যুত্থান বিরোধী ৬১জনকে শাস্তির সুপারিশ