শিক্ষার্থীদের আগমনে আনন্দ মিছিল, মাঠ রক্ষায় নিশ্চুপ জবি ছাত্রলীগ
করোনা পরিস্থিতির কারণে প্রায় ১৮ মাস বন্ধ থাকার পর অবশেষে খুলেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। গত ৭ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইন্সটিটিউটের সশরীরে সেমিস্টার ফাইনাল পরীক্ষার মধ্য দিয়ে দীর্ঘদিন পর খুলেছে বিশ্ববিদ্যালয়টি। দেড় বছর পর শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। এদিন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও উপাচার্য (দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ। দীর্ঘদিন পর ক্যাম্পাসে শিক্ষার্থীদের আগমনে আনন্দ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা। তবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃক বিশ্ববিদ্যালয়ের একমাত্র খেলার মাঠ দখল করে মার্কেট নির্মাণ নিয়ে শুরু থেকেই নিরবতা পালন করে আসছে তারা।
বৃহস্পতিবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শিক্ষার্থীদের আগমন উপলক্ষ্যে ক্যাম্পাসে জড়ো হয়ে ব্যাপক শো ডাউনের প্রস্তুতি নিতে থাকে জবি ছাত্রলীগের নেতাকর্মীরা। সকাল ১০টার দিকে পদপ্রত্যাশী কয়েকজন নেতার পক্ষ থেকে শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ এবং মাস্ক বিতরণ করে ছাত্রলীগের কর্মীরা। দুপুর ১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে মিছিল নিয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে জবি ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় স্লোগানে প্রকম্পিত হয়ে উঠে পুরো ক্যাম্পাস। মিছিল শেষে শান্ত চত্বরে জড়ো হয়ে বক্তব্য রাখে। জবি ছাত্রলীগের পদপ্রত্যাশী নেতারা। এসময় লাইনে আগে দাঁড়ানোকে কেন্দ্র হাতাহাতি শুরু করে কয়েকজন কর্মী, পরে সিনিয়রদের হস্তক্ষেপে শান্ত হয় তারা। এ সময় উপস্থিত ছিলেন আশরাফুল ইসলাম টিটন, ইব্রাহীম ফরাজী, নাহিদ পারভেজ, সৈয়দ শাকিল, আল আমিন শেখ এবং জামাল উদ্দিন প্রমুখ।
এদিকে গত ৫ সেপ্টেম্বর থেকে ধূপখোলায় অবস্থিত জবির কেন্দ্রীয় খেলার মাঠ দখল করে সেখানে মার্কেট ও পার্ক নির্মাণ শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে না জানিয়ে মার্কেট নির্মাণের উদ্যোগের বিষয়টি নজরে আসার পর ক্ষোভ প্রকাশ করে আসছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। এ নিয়ে সাধারণ শিক্ষার্থী এবং প্রগতিশীল ছাত্রসংগঠগুলো প্রতিবাদ সমাবেশ করলেও নিশ্চুপ ভূমিকায় দেখা গেছে জবি ছাত্রলীগের নেতাকর্মীদের। নাম প্রকাশে অনিচ্ছুক কিছু কিছু কর্মী সারাবাংলাকে মাঠ দখল নিয়ে তাদের ক্ষোভের কথা জানালেও, কিন্তু সিনিয়রদের আশ্বাস না মেলায় প্রকাশ্যে আন্দোলনে নামতে পারছেন না বলে জানান। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপসের সাথে সম্পর্ক খারাপ হওয়ার আশংকায় জবি ছাত্রলীগ মাঠ দখলের বিষয়টি নিয়ে নিরব ভূমিকা পালন করছে বলেও মনে করছেন অনেকে।
বিষয়টি নিয়ে জানতে চাইলে জবি ছাত্রলীগের পদপ্রত্যাশী নেতা সৈয়দ শাকিল বলেন, মাঠ রক্ষার জন্য আমরা আগামী ১০ তারিখের পর কর্মসূচি দেবো। উপাচার্য স্যার দেশে ফিরলে ওনার সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় করণীয় নির্ধারণ করব। এখনও ক্যাম্পাসে সব শিক্ষার্থীরা না ফেরায় এবং পরীক্ষা থাকার কারণে আন্দোলনে যাওয়া যাচ্ছে না। আশা করি আমরা শিগগিরই কর্মসূচি দিতে পারব। সিটি কর্পোরেশনের কাজ বন্ধ করতে হলে, একটি বড় আন্দোলনের দরকার আছে।
পদপ্রত্যাশী আরেক নেতা আল আমিন শেখ বলেন, আমাদের কমিটি নেই, তাই সাংগঠনিকভাবে কর্মসূচি দিতে পারছি না। আমরা সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে আছি।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ১৯৮৪ সালে তৎকালীন রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ জগন্নাথ কলেজের শিক্ষার্থীদের খেলার কোনো মাঠ না থাকায় পুরান ঢাকার গেন্ডারিয়ায় অবস্থিত ৭ একর আয়তনের মাঠটি তিন ভাগে ভাগ করে এক ভাগ তৎকালীন সরকারি জগন্নাথ কলেজকে ব্যবহারের মৌখিক অনুমতি প্রদান করেন। আর একটি অংশ ‘ইস্ট এন্ড খেলার মাঠ’ নামে একটি ক্লাবের কর্তৃত্বে রয়েছে। অপর অংশটি রাখা হয় জনসাধারণ খেলার জন্য।
সিটি কর্পোরেশন সূত্রে জানা যায়, বর্তমানে ধূপখোলা মাঠটি একটি মেগা প্রকল্পের আওতায় রয়েছে। মাঠটিতে নির্মাণ করা হবে একটি বহুতল বাণিজ্যিক ভবন, পাশে একটি খেলার মাঠ, হাঁটার জন্য রাস্তা, ক্যাফেটেরিয়া ও পার্কিং লট। এরইমধ্যে প্রকল্পের প্রাথমিক নির্মাণ কাজ শুরু করে দিয়েছে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। খেলার মাঠ দখল করে মার্কেট নির্মাণ প্রকল্প শুরু করায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকাবাসী এ নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করে আসছে।
এমএসএম / এমএসএম
ইবি'র তিন বিভাগে ৩০ আসন বৃদ্ধি
জাবি শিক্ষার্থীদের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে আগুন
জবিস্থ চুয়াডাঙ্গা জেলা ছাত্রকল্যাণ পরিষদ নির্বাচন: সাধারণ সম্পাদক পদে তরিকুল ইসলামের ইশতেহার ঘোষণা
মাংসের খাটিয়ায় কুকুর, ছবি তুলতেই সাংবাদিককে হুমকি
ইবি'র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
ঢাবির একাডেমিক কার্যক্রম ২ সপ্তাহ বন্ধ, হল ত্যাগের নির্দেশ
ভিকারুননিসায় রোববারের প্রথম-নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা স্থগিত
ইবি'র ৪৭তম জন্মিদনে নানা কর্মসূচি গ্রহণ
জকসু নিয়ে কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী অবন্তির ভাবনা
জকসু নিয়ে কেন্দ্রীয় পাঠাগার ও সেমিনার সম্পাদক পদপ্রার্থী ইমনের ভাবনা
ছাত্রদলের উদ্যোগে সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল শিশুদের সাপ্তাহিক স্কুল উদ্বোধন
শেকৃবিতে নিয়োগে আওয়ামী পুনর্বাসন, এলাকাপ্রীতি ও অর্থ লেনদেনের অভিযোগ
Link Copied