জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে প্রিন্স মুসা
ভুয়া অতিরিক্ত সচিবের সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য ধনকুবের প্রিন্স মুসা বিন শমসের ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ-ডিবি কার্যালয়ে পৌঁছেছেন।
মঙ্গলবার বিকাল ৩টা ২৫ মিনিটে তিনি মিন্টু রোডের ডিবি কার্যালয়ে প্রবেশ করেন। মেরুন রঙের প্রাইভেটকারে করে অতিরিক্ত কমিশনারের অফিসের সামনে গিয়ে নামেন আলোচিত এই ধনকুবের। এসময় তিনি মেরুন রঙের কোর্ট, কালো মাস্ক এবং কালো চমশা পরা ছিলেন।
স্কুলের গণ্ডি না পেরোনো অতিরিক্ত সচিব পরিচয় দেওয়া আব্দুল কাদের চৌধুরীকে গত বৃহস্পতিবার গ্রেপ্তার করে ডিবি পুলিশ। আব্দুল কাদের চৌধুরী মুসা বিন শমসের আইন উপদেষ্টা পরিচয় দিতেন। এজন্য তাকে (মুসা) ডিবি কার্যালয়ে ডেকে জিজ্ঞাসাবাদ করা হবে।
ডিবি জানিয়েছে, নানামুখী প্রতারণার মাধ্যমে আব্দুল কাদের হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা। চলাফেরা করতেন প্রাডো জিপ গাড়িতে। সঙ্গে রাখতেন বিদেশি পিস্তল, ওয়াকিটকি। রাজধানীর গুলশান, মিরপুর ও কারওয়ান বাজারে আছে বিলাসবহুল অফিস।
ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) এ কে এম হাফিজ আক্তার জানিয়েছেন, আব্দুল কাদের নয়তলা বাড়ি কিনেছেন গাজীপুরের বোর্ডবাজারে। গাজীপুরের পুবাইলে রয়েছে আট বিঘার বাগানবাড়ি। ডাচ্-বাংলা ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, আইএফআইসি ব্যাংক, সোনালী ব্যাংক ও সিটি ব্যাংকসহ আরও কয়েকটি ব্যাংকে রয়েছে তার একাধিক অ্যাকাউন্ট। যেখানে রয়েছে লাখ লাখ টাকা। অঢেল সম্পদের মালিক এই আব্দুল কাদেরের নেই কোনো বৈধ উপার্জন। প্রতারণা ও মিথ্যা তার একমাত্র পুঁজি বলে জানান ডিবিপ্রধান।
আব্দুল কাদেরের বাবা জীবিকার সন্ধানে সন্দ্বীপে পাড়ি জমিয়েছিলেন। মাছ ধরে ও মাঝির কাজ করে জীবিকা উপার্জন করতেন। এমন ভূমিহীন ভাসমান আব্দুল কাদেরের ঢাকা এবং ঢাকার বাইরে রয়েছে কোটি কোটি টাকার সম্পদ। এর মধ্যে গুলশান-১ নম্বরের জব্বার টাওয়ারের প্রায় ছয় হাজার স্কয়ার ফিট আয়তনের তার অফিস রয়েছে। কারওয়ান বাজারেও রয়েছে আরও একটি অফিস। মিরপুর-৬ নম্বরে বসবাস করলেও একাধিক ফ্ল্যাট রয়েছে তার।
প্রীতি / প্রীতি
যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পের নির্মাণ অগ্রগতি পরিদর্শন করলেন সেতু সচিব
দেশের জন্য কিছু করার আন্তরিকতা সবার থাকা উচিত: জাইমা রহমান
নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পুলিশ বাহিনী সম্পূর্ণ প্রস্তুত : স্বরাষ্ট্র উপদেষ্টা
৩ ইস্যুতে নির্বাচন কমিশন ভবন ঘেরাও কর্মসূচি ছাত্রদলের
ইসিতে শেষ দিনের আপিল শুনানি শুরু
দৈনিক আশ্রয় প্রতিদিনের সম্পাদক অ্যাড. বেলায়েত হোসেন টিপু'র ইন্তেকাল
গণমাধ্যম সম্মিলন শুরু
ইসিতে অষ্টম দিনের আপিল শুনানি শুরু
রান্নাঘরে বৈদ্যুতিক ত্রুটি বা গ্যাস লিকেজ থেকে আগুন, ধারণা পুলিশের
ছুটির দিনেও বায়ুদূষণে বিশ্বে শীর্ষে ঢাকা
প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে যমুনায় তারেক রহমান
গণঅভ্যুত্থান সুরক্ষা ও দায়মুক্তি নির্ধারণ আইন অনুমোদন হয়েছে : আসিফ নজরুল