জবিতে করোনার টিকা কেন্দ্র উদ্বোধন
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের করোনার টিকা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে করোনার টিকা কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। এছাড়াও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই শিক্ষার্থীদের জাতীয় পরিচয় পত্র (এনআইডি) কার্যক্রমেরও উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক ভাষা শহীদ রফিক ভবনে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের সামনে এক অনুষ্ঠানের মাধ্যমে টিকা কেন্দ্র ও এনআইডি কার্যক্রমের উদ্বোধন করেন।
এসময় অধ্যাপক ড. মো. ইমদাদুল হক বলেন, আমাদের অনেকদিনের প্রচেষ্টা ছিল আমাদের এখানে একটা টিকা কেন্দ্র হবে। সেটাও কিন্তু আজ উদ্বোধন করলাম। আমরা সবসময়ই কথায় নয়, কর্মে বিশ্বাস করি। মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিতে চাই, যার উদ্যোগেই টিকাদান কেন্দ্র গুলো হচ্ছে। শিক্ষাপ্রতিষ্ঠানসহ সারাদেশে টিকাদান করা হচ্ছে। স্বাস্থ্য মন্ত্রনালয়, স্বাস্থ্য অধিপ্তরের কাছ থেকে আমি সর্বাত্মকভাবে সহযোগিতা পেয়েছি। যখনই যোগাযোগ করেছি, তারা সহযোগিতা করেছেন। যার ফলশ্রুতিতে এতো দ্রুত আমাদের বিশ্ববিদ্যালয়ে টিকা কেন্দ্র হচ্ছে।
উপাচার্য আরো বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, আমাদের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, শিক্ষকমণ্ডলী, আমাদের সাংবাদিকরা, প্রত্যেকের সহযোগিতাতেই আমরা এই কাজটা করতে পেরেছি। সাংবাদিকদের পক্ষ থেকে আমার উপর একটা চাপ ছিল সবসময়ই টিকা কেন্দ্র স্থাপনের ব্যাপারে, যার ফলে দ্রুত কাজটা করতে পেরেছি। আমাদের রেজিস্ট্রার মহোদয়, ছাত্রকল্যাণ পরিচালক তারা খুবই পরিশ্রম করেছেন এজন্য। তাদেরকে ধন্যবাদ জানাতে চাই।
তিনি আরো বলেন, এছাড়াও টিকাদানের জন্য প্রধান যে বিষয় এনআইডি, যেটা না হলে টিকা দিতে পারবোনা সেই কাজটাও আমরা সম্পন্ন করেছি। আজ থেকেই ক্যাম্পাসেই এনআইডি করার কাজ শুরু হবে। ছাত্রছাত্রী, শিক্ষকমণ্ডলী ও কর্মকর্তা-কর্মচারীদের টিকা দেওয়া অব্যাহত থাকবে।
শৃঙ্খলাবদ্ধ হয়ে টিকা গ্রহণের অনুরোধ জানিয়ে উপাচার্য বলেন, আমাদের সবাইকে শৃঙ্খলার মধ্য দিয়ে টিকা নিতে হবে। শৃঙ্খলা বিনষ্ট হলে কিন্তু টিকা কেন্দ্র বন্ধ করে দেওয়া হবে। পরে আর তা স্থাপন করা হবেনা। পর্যাপ্ত পরিমাণে টিকা আছে, যতোদিন লাগবে ততোদিন টিকা দেওয়া হবে। তাই এটা নিয়ে বিশৃঙ্খলা করা যাবেনা। শুধুমাত্র বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টদের এই কেন্দ্রে টিকা দেওয়া হবে বলেও জানান তিনি।
উদ্বোধনের পর প্রথমদিনে প্রায় ১৫০ জন শিক্ষার্থীকে সিনোফার্মের করোনার টিকা প্রদান করা হয়। ২৫ অক্টোবর থেকে পর্যায়ক্রমে এখনও টিকা না পাওয়া সকল শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের টিকা প্রদান করা হবে। প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই কেন্দ্রে সিনোফার্মের টিকাদান কর্মসূচি চলবে। যেসব শিক্ষার্থীর এখনও জাতীয় পরিচয় পত্র (এনআইডি) হয়নি তাদের জন্য ক্যাম্পাসেই এনআইডি রেজিষ্ট্রেশনের বুথ স্থাপন করা হয়েছে। সেখানেই রেজিস্ট্রেশন করে দ্রুততম সময়ের মধ্যে এনআইডি করতে পারবে শিক্ষার্থীরা।
এমএসএম / এমএসএম
ইবি'র তিন বিভাগে ৩০ আসন বৃদ্ধি
জাবি শিক্ষার্থীদের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে আগুন
জবিস্থ চুয়াডাঙ্গা জেলা ছাত্রকল্যাণ পরিষদ নির্বাচন: সাধারণ সম্পাদক পদে তরিকুল ইসলামের ইশতেহার ঘোষণা
মাংসের খাটিয়ায় কুকুর, ছবি তুলতেই সাংবাদিককে হুমকি
ইবি'র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
ঢাবির একাডেমিক কার্যক্রম ২ সপ্তাহ বন্ধ, হল ত্যাগের নির্দেশ
ভিকারুননিসায় রোববারের প্রথম-নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা স্থগিত
ইবি'র ৪৭তম জন্মিদনে নানা কর্মসূচি গ্রহণ
জকসু নিয়ে কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী অবন্তির ভাবনা
জকসু নিয়ে কেন্দ্রীয় পাঠাগার ও সেমিনার সম্পাদক পদপ্রার্থী ইমনের ভাবনা
ছাত্রদলের উদ্যোগে সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল শিশুদের সাপ্তাহিক স্কুল উদ্বোধন
শেকৃবিতে নিয়োগে আওয়ামী পুনর্বাসন, এলাকাপ্রীতি ও অর্থ লেনদেনের অভিযোগ
Link Copied