ঢাকা রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫

সারাদেশে সাম্প্রদায়িক হামলা: শাস্তি, ক্ষতিপূরণের দাবিতে জবি শিক্ষার্থীদের মানববন্ধন


ইউছুব ওসমান, জবি  photo ইউছুব ওসমান, জবি
প্রকাশিত: ২১-১০-২০২১ রাত ৯:১১
দেশব্যাপী সনাতন ধর্মাবলম্বীদের উপর ধর্ম অবমাননার অভিযোগ তুলে মন্দির ভাংচুর, বাড়ি-ঘর ভাংচুর ও অগ্নিসংযোগ, হত্যা ও লুণ্ঠন এর প্রতিবাদে মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচী পালন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাধারণ শিক্ষার্থীরা।
 
বৃহস্পতিবার (২১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বরে 'একাত্তরের গণহত্যা ও মুক্তিযুদ্ধের প্রস্তুতি' ভাস্কর্যের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এসময় জবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নূরে আলম আব্দুল্লাহ , সাধারণ সম্পাদক অধ্যাপক ড. শামীমা বেগম, প্রক্টর ড. মোস্তফা কামাল, বিভিন্ন বিভাগের শিক্ষকমণ্ডলী এবং সকল ধর্ম-বর্ণের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
 
শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নূরে আলম আব্দুল্লাহ , সাধারণ সম্পাদক অধ্যাপক ড. শামীমা বেগম এবং বিশ্ববিদ্যালয়ের  প্রক্টর ড. মোস্তফা কামাল।
 
শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. নূরে আলম আবদুল্লাহ বলেন, বাংলাদেশের যেখানে হামলা, ভাংচুর হয়েছে সব জায়গায় সুষ্ঠু তদন্ত করে হামলাকারীদের সনাক্ত করে আইনের আওতায় আনার জন্য। শুধু এই হামলা নয়, এর আগে যেসব হামলা হয়েছে সেগুলোরও বিচার দাবি জানাচ্ছি। যাতে করে তারা আর এমন ঘটনা না করতে পারে।
 
শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. শামীমা বেগম বলেন, অন্যান্য ঘটনা নিয়ে এর আগেও আমাদের শিক্ষার্থীরা মানববন্ধন করেছে কিন্তু সঠিক বিচার পায়নি৷ আমি চাই এই এই ঘটনার সাথে যারা জড়িত আছে তাদের সঠিক বিচার হোক এবং আমাদের মানববন্ধন সার্থক হোক৷
 
প্রক্টর মো. মোস্তফা কামাল বলেন, আজ আমাদের বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধন করছে৷ এভাবে যদি সারা বাংলাদেশের সকল সাধারণ শিক্ষার্থীরা প্রতিবাদ করে তাহলে কুচক্রীরা রক্ষা পাবে না, পালাবার রাস্তা পাবে না। আমি সরকারের কাছে আবেদন করছি যে, যারা এ ঘটনার সাথে জড়িত তাদের কঠোর আইনের আওতায় আনার জন্য। যাতে করে পরবর্তীতে কেউ এমন ঘটনা ঘটানোর চিন্তাও না করতে পারে।
 
মানববন্ধনে শ্রীচৈতন্য শিক্ষা ও সংস্কৃতি সংঘ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এর সভাপতি অরুপ গোপ অপূর্ব বলেন, মিথ্যে অজুহাতে সংখ্যালঘুদের উপর পরিকল্পিত হামলার সাথে সংশ্লিষ্ট সকলকে বিশেষ ট্রাইব্যুনাল মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতকরণ, ক্ষতিগ্রস্থ মন্দির সংস্কার ও হামলার শিকার নাগরিকদের ক্ষতিপূরণ  নিশ্চিত করতে হবে। সংখ্যালঘুদের নিরাপত্তা প্রদানের জন্য "সংখ্যালঘু সুরক্ষা কমিশন" গঠনের লক্ষ্যেই আমাদের এই মানববন্ধন।
 
এছাড়াও সাধারণ শিক্ষার্থীদের মধ্য থেকে আরো বক্তব্য রাখেন জবি ছাত্রলীগের সাবেক উপ-আন্তর্জাতিক সম্পাদক ঋত্বিক রায় বাহাদুর ও অভিজিৎ বিশ্বাস, ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি রুহুল আমীন , সাধারণ সম্পাদক খায়রুল হাসান এবনভ সনাতন বিদ্যার্থী সংসদের সাধারণ সম্পাদক অজয় ফাস দেবাশীষ । এছাড়াও বক্তব্য রাখেন অভিজিৎ দাস, অঞ্জন রানা গোস্বামী, অরূপ বর্ধন ও চৈতি পাইক। বক্তারা দেশে ঘটা সাম্প্রদায়িক ঘটনা তুলে ধরে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরণ প্রদানের দাবি জানান ।
 
প্রসঙ্গত, গত ১৩ অক্টোবর (বুধবার) দুর্গাপূজার অষ্টমীর দিনে ভোরে কুমিল্লা শহরের নানুয়াদিঘির উত্তরপাড়ে দর্পণ সংঘের পূজা মণ্ডপে পবিত্র কোরআন দেখা যায়। এরপর কোরআন অবমাননার অভিযোগ তুলে ওই মণ্ডপে হামলা চালায় একদল লোক। তারপর কুমিল্লা, চাঁদপুর, রংপুর, গাইবান্ধা, পঞ্চগড়, গাজীপুর চট্টগ্রাম ও নোয়াখালীসহ দেশের বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক হামলা ও ভাংচুরের অভিযোগ ওঠে।

এমএসএম / এমএসএম

'ফিজিক্যালি চ্যালেঞ্জড' শিক্ষার্থীদের বৃত্তি ও উপহার সামগ্রী দিল জবি শিবির

মতামতবিহীন মতবিনিময় সভায় পবিপ্রবিতে ইউজিসি চেয়ারম্যান: সাংবাদিকদের প্রশ্নে বাধা

‘সি আর আবরার, আর নেই দরকার’ স্লোগানে শিক্ষকদের পতাকা মিছিল

শাবিপ্রবিতে আন্তর্জাতিক সম্মেলনে গোবিপ্রবি উপাচার্যের প্রবন্ধ উপস্থাপন

২০ বছরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়: অর্জন, সংকট ও নতুন স্বপ্নে একুশে পদার্পণ

রাকসুর ভিপি-এজিএস শিবিরের, জিএস আধিপত্য বিরোধী ঐক্যের

ভুলত্রুটি ছাড়াই ফল প্রস্তুত হয়েছে, বাড়ানো হয়েছে পরীক্ষকদের সম্মানী

২০২ শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই ফেল

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩ শতাংশ

অপেক্ষার অবসান ১২ লাখ শিক্ষার্থীর, সকাল ১০টায় এইচএসসির ফল

পিআরসহ ৫ দফা দাবিতে ঝিনাইদহে জামায়াতের মানববন্ধন

গোবিপ্রবিতে কর্মকর্তাদের ডিজিটাল অফিস ম্যানেজমেন্ট প্রশিক্ষণ শুরু

চাকসুর প্রচারণা শেষ, ভোট আগামীকাল