সারাদেশে সাম্প্রদায়িক হামলা: শাস্তি, ক্ষতিপূরণের দাবিতে জবি শিক্ষার্থীদের মানববন্ধন

দেশব্যাপী সনাতন ধর্মাবলম্বীদের উপর ধর্ম অবমাননার অভিযোগ তুলে মন্দির ভাংচুর, বাড়ি-ঘর ভাংচুর ও অগ্নিসংযোগ, হত্যা ও লুণ্ঠন এর প্রতিবাদে মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচী পালন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাধারণ শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বরে 'একাত্তরের গণহত্যা ও মুক্তিযুদ্ধের প্রস্তুতি' ভাস্কর্যের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এসময় জবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নূরে আলম আব্দুল্লাহ , সাধারণ সম্পাদক অধ্যাপক ড. শামীমা বেগম, প্রক্টর ড. মোস্তফা কামাল, বিভিন্ন বিভাগের শিক্ষকমণ্ডলী এবং সকল ধর্ম-বর্ণের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নূরে আলম আব্দুল্লাহ , সাধারণ সম্পাদক অধ্যাপক ড. শামীমা বেগম এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল।
শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. নূরে আলম আবদুল্লাহ বলেন, বাংলাদেশের যেখানে হামলা, ভাংচুর হয়েছে সব জায়গায় সুষ্ঠু তদন্ত করে হামলাকারীদের সনাক্ত করে আইনের আওতায় আনার জন্য। শুধু এই হামলা নয়, এর আগে যেসব হামলা হয়েছে সেগুলোরও বিচার দাবি জানাচ্ছি। যাতে করে তারা আর এমন ঘটনা না করতে পারে।
শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. শামীমা বেগম বলেন, অন্যান্য ঘটনা নিয়ে এর আগেও আমাদের শিক্ষার্থীরা মানববন্ধন করেছে কিন্তু সঠিক বিচার পায়নি৷ আমি চাই এই এই ঘটনার সাথে যারা জড়িত আছে তাদের সঠিক বিচার হোক এবং আমাদের মানববন্ধন সার্থক হোক৷
প্রক্টর মো. মোস্তফা কামাল বলেন, আজ আমাদের বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধন করছে৷ এভাবে যদি সারা বাংলাদেশের সকল সাধারণ শিক্ষার্থীরা প্রতিবাদ করে তাহলে কুচক্রীরা রক্ষা পাবে না, পালাবার রাস্তা পাবে না। আমি সরকারের কাছে আবেদন করছি যে, যারা এ ঘটনার সাথে জড়িত তাদের কঠোর আইনের আওতায় আনার জন্য। যাতে করে পরবর্তীতে কেউ এমন ঘটনা ঘটানোর চিন্তাও না করতে পারে।
মানববন্ধনে শ্রীচৈতন্য শিক্ষা ও সংস্কৃতি সংঘ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এর সভাপতি অরুপ গোপ অপূর্ব বলেন, মিথ্যে অজুহাতে সংখ্যালঘুদের উপর পরিকল্পিত হামলার সাথে সংশ্লিষ্ট সকলকে বিশেষ ট্রাইব্যুনাল মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতকরণ, ক্ষতিগ্রস্থ মন্দির সংস্কার ও হামলার শিকার নাগরিকদের ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে। সংখ্যালঘুদের নিরাপত্তা প্রদানের জন্য "সংখ্যালঘু সুরক্ষা কমিশন" গঠনের লক্ষ্যেই আমাদের এই মানববন্ধন।
এছাড়াও সাধারণ শিক্ষার্থীদের মধ্য থেকে আরো বক্তব্য রাখেন জবি ছাত্রলীগের সাবেক উপ-আন্তর্জাতিক সম্পাদক ঋত্বিক রায় বাহাদুর ও অভিজিৎ বিশ্বাস, ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি রুহুল আমীন , সাধারণ সম্পাদক খায়রুল হাসান এবনভ সনাতন বিদ্যার্থী সংসদের সাধারণ সম্পাদক অজয় ফাস দেবাশীষ । এছাড়াও বক্তব্য রাখেন অভিজিৎ দাস, অঞ্জন রানা গোস্বামী, অরূপ বর্ধন ও চৈতি পাইক। বক্তারা দেশে ঘটা সাম্প্রদায়িক ঘটনা তুলে ধরে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরণ প্রদানের দাবি জানান ।
প্রসঙ্গত, গত ১৩ অক্টোবর (বুধবার) দুর্গাপূজার অষ্টমীর দিনে ভোরে কুমিল্লা শহরের নানুয়াদিঘির উত্তরপাড়ে দর্পণ সংঘের পূজা মণ্ডপে পবিত্র কোরআন দেখা যায়। এরপর কোরআন অবমাননার অভিযোগ তুলে ওই মণ্ডপে হামলা চালায় একদল লোক। তারপর কুমিল্লা, চাঁদপুর, রংপুর, গাইবান্ধা, পঞ্চগড়, গাজীপুর চট্টগ্রাম ও নোয়াখালীসহ দেশের বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক হামলা ও ভাংচুরের অভিযোগ ওঠে।
এমএসএম / এমএসএম

কম্বাইন্ড ডিগ্রি দাবিতে অচলাবস্থা, উদ্বেগে বাকৃবির পশুপালন অনুষদের শিক্ষকরা

ইবিতে আ'লীগপন্থী শিক্ষকের বহিষ্কারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

চবি মেডিকেলে প্যাথলজি বিভাগ উদ্বোধন, করানো যাবে ২১ ধরনের পরীক্ষা

ইবিতে (ইকসু)গঠনের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন

জাকসুতে শিবির ও বাগছাসের প্যানেল ঘোষণা, বিলম্ব ছাত্রদল ও বাম সংগঠনের

জকসু নীতিমালা জমা আজ আগামী বুধবার বিশেষ সিন্ডিকেট সভা

চাঁদাবাজির ঘটনায় আলোচিত সেই আফ্রিদির বিরুদ্ধে মানহানীর অভিযোগ

জবি রোভার স্কাউটের বৃক্ষরোপণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি

গকসু নির্বাচন: গঠনতন্ত্র ভেঙে ‘একক প্রার্থী বানানোর খেলা’, পণ্ড বৈঠক

১২৪ শিক্ষাপ্রতিষ্ঠানে বিটিসিএলের আড়াই কোটি টাকার বিল বকেয়া

ইবিতে অ্যাসেট ম্যানেজমেন্ট বিষয়ক সভা অনুষ্ঠিত

ছাত্রদলের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা: ভিপি আবিদুল, জিএস হামিম, এজিএস মায়েদ

ইবিতে জুলাই গণঅভ্যুত্থান বিরোধী ৬১জনকে শাস্তির সুপারিশ
Link Copied