জবিতে গুচ্ছ ভর্তি পরীক্ষা, যানজটে শিক্ষার্থীদের ভোগান্তি

গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষার দ্বিতীয় ধাপে আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা। সারাদেশে ২২ টি কেন্দ্রে দুপুর ১২ টা থেকে ১ টা পর্যন্ত একযোগে মোট ৬৭ হাজার ১১৭ জন শিক্ষার্থী পরীক্ষা দিবেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রে পরীক্ষা দিবেন ৮ হাজার পরিক্ষার্থী। তবে পরীক্ষার্থীরা জবি কেন্দ্রে পৌঁছাতে যানজটের কারণে ভোগান্তিতে পড়ছেন বলে জানিয়েছেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় পুরান ঢাকার জনবহুল এলাকায় অবস্থিত হওয়ায় এমন সমস্যার সৃষ্টি হয়েছে নলে জানা গেছে। বিশ্ববিদ্যালয়ের পাশেই সদরঘাট লঞ্চ টার্মিনাল হওয়ায় এর সামনের রাস্তায় যানজট লেগে থাকে নিয়মিতই। গুলিস্তান থেকে সদরঘাট রোডে তীব্র যানজটের সৃষ্টি হওয়ায় কেন্দ্রে পৌঁছাতে ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা। পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর জন্য ভর্তি পরীক্ষা কমিটির নির্ধারিত সময়ের ১ ঘন্টা পূর্বে কেন্দ্রে পৌঁছানোর নির্দেশনা থাকলেও সময়মত পৌঁছাতে পারেনি অনেকেই।
ভর্তি পরীক্ষা দিতে আসা মিরপুর বাংলা কলেজের শিক্ষার্থী সাকিব সকালের সময়কে বলেন, মিরপুর থেকে গুলিস্তান পর্যন্ত আসতে আমার প্রায় ৩ ঘন্টা সময় লেগেছে। গুলিস্তান থেকে জবিতে আসতে আরও ১ ঘন্টা, রাস্তায় অনেক জ্যাম ছিল। সকাল সাড়ে সাতটায় বাসা থেকে বের হয়েছি, মাত্র পৌঁছালাম। যানজট নিরসনে কোনো ব্যবস্থা গ্রহণ করা হলে আমাদের ভোগান্তি কম হতো।
আরেক ভর্তি পরীক্ষার্থী মাইলস্টোন কলেজের শিক্ষার্থী অনিক বলেন, পরীক্ষাটা শুক্রবারেহলে ভালো হতো। রাস্তায় এখন প্রচুর যানযট। উত্তরা থেকে পুরান ঢাকা আসতে আসতেই প্রায় অসুস্থ হয়ে গেছি। এতোটা সময় তীব্র যানজটে বাসে আসা অনেক ভোগান্তির।
ভর্তি পরীক্ষা দিতে আসা লুবনা নামের আরেক শিক্ষার্থী বলেন, খিলগাঁও থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আসতে আমাকে অনেক ভোগান্তিতে পরতে হয়েছে। রাস্তায় অনেক যানজট। গুলিস্তান আসার পর এদিকে আর ঢুকাই যায়না। বাসের পাশাপাশি রিক্সা রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি করেছে।
এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের সাথে আগেই যোগাযোগ করা হয়েছে বলে জানানো হয়েছে। গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রথমদিনে বিষয়টি নিশ্চিত করেছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল। কর্মদিবসের কারণে যানজট হওয়ায় কোনো শিক্ষার্থীর কেন্দ্রে পৌঁছাতে দেরি হলে পুলিশের গাড়িতেই কেন্দ্রে পৌঁছানো হবে বলে জানিয়েছেন প্রক্টর। যানজটের কারণে শিক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছাতে দেরি হলেও পরীক্ষা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হকে। গত ১৭ অক্টোবর 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষার দিনেও দেখা গেছে এমন নজির। যানজটের কারণে শিক্ষার্থীরা দেরিতে পৌঁছালেও নেওয়া হয় তাদের পরীক্ষা।
এমএসএম / এমএসএম

শিক্ষার্থীদের অধিকার ও রেজিস্টারের পদত্যাগের দাবিতে চবি ছাত্রদলের বিক্ষোভ৷

সামুদ্রিক শৈবাল দিয়ে পুষ্টিকর স্যুপ উদ্ভাবন শেকৃবির গবেষকের

প্রকৌশল শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ

নজরুলকে নিয়ে যথাযথ গবেষণা হয়নি: কবির মৃত্যুদিবসে জাককানইবি ভিসি

হত্যাচেষ্টা মামলায় ডাকসু ভিপি প্রার্থী জালাল গ্রেপ্তার

জবির সিন্ডিকেটে জকসু সংবিধির প্রস্তাব গৃহীত

রুমমেটকে ছুরিকাঘাত, ডাকসু ভিপি প্রার্থী জালাল হল থেকে বহিষ্কার

ইবিতে নভেম্বরে ইকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা

ডিআইইউতে হল থেকে হাতেনাতে গাঁজা উদ্ধার, কিন্তু তদন্তে লাগবে ১২ দিন

কম্বাইন্ড ডিগ্রি দাবিতে অচলাবস্থা, উদ্বেগে বাকৃবির পশুপালন অনুষদের শিক্ষকরা

ইবিতে আ'লীগপন্থী শিক্ষকের বহিষ্কারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

চবি মেডিকেলে প্যাথলজি বিভাগ উদ্বোধন, করানো যাবে ২১ ধরনের পরীক্ষা

ইবিতে (ইকসু)গঠনের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন
Link Copied