ঢাকা রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫

কুবিতে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা কার্যক্রম সম্পন্ন, উপস্থিতি ৯৬ শতাংশ


কুবি প্রতিনিধি photo কুবি প্রতিনিধি
প্রকাশিত: ২৪-১০-২০২১ দুপুর ৪:০

যথাযথ স্বাস্থ্যবিধি মেনে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) কেন্দ্রে গুচ্ছ পদ্ধতির 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষায় সম্পন্ন হয়েছে। এতে উপস্থিতির হার ছিল ৯৫.৪৪ অর্থাৎ প্রায় ৯৬ শতাংশ।

রবিবার (২৪ অক্টোবর) দুপুর ১২টা থেকে 'বি' ইউনিটের পরীক্ষা কার্যক্রম আরম্ভ হয়ে দুপুর ১টায় শেষ হয়।ভর্তি পরীক্ষা শুরু হওয়ার ৭ মিনিট এবং ২২ মিনিট পরও দুইজন পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেন। পরবর্তীতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মানবিক বিবেচনায় তাদেরকে পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ দেন।

'বি' ইউনিটের পরীক্ষা কমিটির সূত্র মতে, 'বি' ইউনিটের পরীক্ষায় ২৫০৫ জন শিক্ষার্থীর বিপরীতে অংশগ্রহণ করেছে ২৩৯১ জন।  এর মধ্যে অনুপস্থিত ছিল ১১৪ জন এবং উপস্থিতির হার প্রায় ৯৬ শতাংশ।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের আইটি সেলের সূত্র মতে, ২৫০৫ জন পরীক্ষার্থীর মধ্যে মেয়ে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২৩১৮ জন এবং ছেলে পরীক্ষার্থীর সংখ্যা ৭৩ জন।

উম্মে হানি নামক এক পরীক্ষার্থী বলেন, ’পরীক্ষা দিতে এসে কোনো ধরণের সমস্যা হয়নি। স্বাস্থ্যবিধি মেনে সঠিকভাবে পরীক্ষা দিতে পেরেছি এবং সকলেই সহযোগীতাপূর্ণ আচরণ করেছে।’

পরীক্ষা দিতে আসা এক শিক্ষার্থীর অভিভাবক মো. মোস্তফা বলেন, 'পরীক্ষা দিতে আসার পর কোনো প্রতিবন্ধকতা আসে নি। সব কিছু ঠিক ছিল।'

বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাড়াও পরীক্ষার্থীদের সুবিধার জন্য কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগ, বিভিন্ন আঞ্চলিক সংগঠন, রোভার, বিএনসিসি সার্বিক সহায়তা করেছে।

‘বি' ইউনিটের ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক ইংরেজি বিভাগের অধ্যাপক ড. এম এম শরীফুল করীম বলেন, সবার সার্বিক সহযোগিতায় আমরা 'বি' ইউনিটের পরীক্ষা সুষ্ঠভাবে শেষ করতে পেরেছি। সবাইকে ধন্যবাদ। সামনেও এ ধারা অব্যাহত থাকবে বলে আশা করি।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটি ২০২০-২১ এর আহবায়ক উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী বলেন, 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে। সর্বশেষ 'সি'ইউনিটের পরীক্ষা ভালোভাবে সম্পন্ন করতে পারলেই গুচ্ছের এই চ্যালেঞ্জ সম্পন্ন হবে।

এমএসএম / এমএসএম

'ফিজিক্যালি চ্যালেঞ্জড' শিক্ষার্থীদের বৃত্তি ও উপহার সামগ্রী দিল জবি শিবির

মতামতবিহীন মতবিনিময় সভায় পবিপ্রবিতে ইউজিসি চেয়ারম্যান: সাংবাদিকদের প্রশ্নে বাধা

‘সি আর আবরার, আর নেই দরকার’ স্লোগানে শিক্ষকদের পতাকা মিছিল

শাবিপ্রবিতে আন্তর্জাতিক সম্মেলনে গোবিপ্রবি উপাচার্যের প্রবন্ধ উপস্থাপন

২০ বছরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়: অর্জন, সংকট ও নতুন স্বপ্নে একুশে পদার্পণ

রাকসুর ভিপি-এজিএস শিবিরের, জিএস আধিপত্য বিরোধী ঐক্যের

ভুলত্রুটি ছাড়াই ফল প্রস্তুত হয়েছে, বাড়ানো হয়েছে পরীক্ষকদের সম্মানী

২০২ শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই ফেল

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩ শতাংশ

অপেক্ষার অবসান ১২ লাখ শিক্ষার্থীর, সকাল ১০টায় এইচএসসির ফল

পিআরসহ ৫ দফা দাবিতে ঝিনাইদহে জামায়াতের মানববন্ধন

গোবিপ্রবিতে কর্মকর্তাদের ডিজিটাল অফিস ম্যানেজমেন্ট প্রশিক্ষণ শুরু

চাকসুর প্রচারণা শেষ, ভোট আগামীকাল