ঢাকা সোমবার, ৬ অক্টোবর, ২০২৫

করোনাভাইরাস শনাক্তে ড্রোন


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৭-৬-২০২১ বিকাল ৬:৫৪

মালয়েশিয়ায় কোভিড-১৯ শনাক্তে যুক্ত হল ড্রোন। ভাইরাসের তাপমাত্রা শনাক্তে এ ড্রোন ব্যবহার করছে দেশটির আইন শৃঙ্খলাবাহিনী। এদিকে সংক্রমণ নির্মূলে দেশটিতে চলছে দুই সপ্তাহের কড়া লকডাউন। আর এ লকডাউনের মাঝেও ভ্রমণ নিষেধাজ্ঞা কার্যকর করতে ড্রোন ব্যবহার করবে বলে দেশটির পুলিশ সতর্ক করে দিয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, মালয়েশিয়ার পুলিশ কোভিড-১৯ প্রতিরোধ ব্যবস্থার অংশ হিসেবে প্রকাশ্য স্থানে উচ্চ তাপমাত্রার লোকদের সনাক্ত করতে ড্রোন ব্যবহার করছে। মালয়েশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা বার্নামার উদ্ধৃতি দিয়ে দ্য-গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, ড্রোনগুলো মানুষের তাপমাত্রা স্থল থেকে ২০ মিটার উপরে উচ্চতর তাপমাত্রা শনাক্ত করতে পারে, কর্তৃপক্ষকে সতর্ক করার জন্য একটি লাল আলো প্রদর্শন করবে। এদিকে ১ জুন থেকে ১৪ জুন পর্যন্ত কঠোর লকডাউনের আগে মে মাসের শেষদিকে সংক্রমণের সংখ্যা ছিল ৯ হাজারেরও বেশি। এতে যদিও প্রতিদিনের শনাক্তের হার কমেছে, তবুও স্বাস্থ্য মহাপরিচালক নূর হিশাম আবদুল্লাহ সতর্ক করেছেন, নতুন সংক্রমণ ও মৃত্যুর সিংহভাগই অজানা যোগাযোগের কারণে।  ঘরে থাকার আহ্বান জানিয়ে সোমবার এক বিবৃতিতে নূর হিশাম আব্দুল্লাহ বলেছেন, এর অন্যতম কারণ হল নতুন রোগের উত্থান যার কারণে উচ্চরোগে আক্রান্ত হওয়া এবং মৃত্যুর সম্ভাবনা রয়েছে। 

এদিকে চলমান লকডাউন নিয়মের অধীনে, প্রতিটি পরিবারের কেবল দু'জন ব্যক্তিকে প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে অনুমতি দেয়া হয়েছে। লকডাউনে বন্ধ রয়েছে স্কুল এবং শপিংমলগুলো। তেরেংগানু রাজ্যের পুলিশ প্রধান রোহাইমী মো. ওংধসা জানিয়েছেন, কর্মকর্তারা সাম্প্রতিক দিনগুলোতে তাপমাত্রা পর্যবেক্ষণে ড্রোন ব্যবহার শুরু করেছেন। এদিকে সোমবার ২৪ ঘন্টায় দেশটিতে প্রাণ হারিয়েছেন ৮২ জন। এ নিয়ে করোনায় প্রাণ হারিয়েছেন মোট ৩ হাজার ৪৬০ জন। একদিনে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ২৭১ জন। মোট আক্রান্ত হয়েছেন ৬ লাখ ২২ হাজার ৮৬ জন। সুস্থ হয়েছেন মোট ৫ লাখ ৩৪ হাজার ৩৫৭ জন। 

সাদিক পলাশ / সাদিক পলাশ

ট্রাম্পের যুদ্ধবিরতি চুক্তির সমর্থনে রাস্তায় নেমেছে হাজার হাজার ইসরায়েলি

ভারতে ছোট কাপড় পরা মডেলদের শাসাল হিন্দু শক্তি সংগঠন

উত্তাল ইউরোপের এক দেশ, নেপথ্যে নির্বাচন

হামাস সম্মতি দিলেই সঙ্গে সঙ্গে গাজায় যুদ্ধবিরতি কার্যকর: ট্রাম্প

গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৭০ ফিলিস্তিনি

গাজায় সামরিক অভিযান থামিয়েছে ইসরায়েল

গাজায় অভিযান বন্ধ : ট্রাম্পের আহ্বানে সাড়া নেতানিয়াহুর

ইসরায়েলি জিম্মি মুক্তি ও গাজা যুদ্ধ বন্ধে আগ্রহী হামাস

ইসরায়েলকে অবিলম্বে গাজায় বোমাবর্ষণ বন্ধ করতে বললেন ট্রাম্প

গাজা সিটিতে সবাইকে ‘সন্ত্রাসী’ বলল ইসরায়েল, নিহত আরও ৫৩

ইসলামী ব্যাংকের ফেসবুক পেজ হ্যাকড, ওয়েবসাইটে হামলার হুমকি

মার্কিন সরকারে দ্বিতীয় দিনের মতো চলছে শাটডাউন

গাজায় পৌঁছানোর আগেই ফ্লোটিলার যাত্রা ‘শেষ’