ঢাকা রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫

দীর্ঘদিন পর ক্লাসে ফিরে উচ্ছ্বসিত জাককানইবি শিক্ষার্থীরা


মো. আরাফাত রহমান, জাককানইবি photo মো. আরাফাত রহমান, জাককানইবি
প্রকাশিত: ২৭-১০-২০২১ বিকাল ৫:৪৬
করোনা মহামারির কারণে দীর্ঘ ১৯ মাস বন্ধ থাকার পর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) সশরীরে ক্লাস শুরু হয়েছে।  ২৫ অক্টোবর ( মঙ্গলবার) বিভিন্ন বিভাগে সশরীরে পাঠদান শুরু হয়। শিক্ষার্থীদের ক্লাসে বরণ করে নিয়েছে বিভাগ ও ইনস্টিটিউট গুলো।এতদিন অনলাইনে ক্লাস চললেও এখন থেকে সশরীরে শ্রেণিকক্ষে উপস্থিত হয়ে ক্লাস ও পরীক্ষায় অংশ নিতে পারবেন শিক্ষক-শিক্ষার্থীরা। এ ছাড়া গত ২৫ অক্টোবর শিক্ষার্থীদের জন্য সব আবাসিক হল খুলে দেওয়া হয়েছে।
 
এদিকে দীর্ঘ সময় ক্যাম্পাস বন্ধ থাকার পর শিক্ষার্থীদের উপস্থিতিতে আবারও প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে নজরুলের সবুজ অঙ্গনে। ক্লাসে ফিরে শিক্ষার্থীরা সেলফি তুলে ব্যস্ত সময় পার করছেন। দীর্ঘ বিরতির পর শ্রেণিকক্ষে ফিরতে পেরে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। শিক্ষকদের আন্তরিক সহযোগিতায় পড়ালেখায় করোনার ক্ষতি পুষিয়ে স্বাভাবিক শিক্ষা ও কর্মজীবনে ফেরার প্রত্যাশা করছেন তারা।বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের শিক্ষার্থী আতিয়া শারমিলা আঁখি বলেন, ‘দীর্ঘ  ১৯ মাস পর বিশ্ববিদ্যালয়ে আবারও ক্লাসে ফিরে মনে হচ্ছে যেন নতুন প্রাণ ফিরে পেলাম, মনে হচ্ছে এখন স্বচ্ছ-পরিশুদ্ধ বাতাস থেকে অক্সিজেন নিতে পারছি। আমি আবারও সেই চিরচেনা প্রাণবন্ত আমিকে খুঁজে পেয়েছি। এ আনন্দ-অনুভূতি সত্যিই বলে প্রকাশ করার মতো নয়।’
 
মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাব্বির হোসেন বলেন, ‘দেড় বছরের বেশি সময় বিশ্ববিদ্যালয় বন্ধ থাকার কারণে শিক্ষার্থীরা দীর্ঘ সেশনজটের মুখে পড়েছেন। হল খোলার পর ক্লাস-পরীক্ষা শুরু হওয়া আমাদের জন্য আনন্দের বিষয়। আমরা দীর্ঘ সেশনজটের কবল থেকে রক্ষা পাবো হয়তো।’
 
উল্লেখ্য, করোনার আগে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে সর্বশেষ ক্লাস হয়েছে গত বছরের ১৬ মার্চ। সম্প্রতি ২৫ অক্টোবর শিক্ষার্থীদের জন্য সব আবাসিক হল খুলে দেওয়া হয়েছে এবং ২৬ অক্টোবর থেকে অধিকাংশ বিভাগে সশরীরে পাঠদান শুরু হয়েছে ।বিশ্ববিদ্যালয় সূত্রে জানানো হয়, ‘কোভিড-১৯ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে অন্তত এক ডোজ টিকা নেওয়ার শর্তে ও মানসম্মত পরিচালনা পদ্ধতি সামনে রেখে নিয়মিত ক্লাস পরিচালিত হচ্ছে ।'

এমএসএম / এমএসএম

'ফিজিক্যালি চ্যালেঞ্জড' শিক্ষার্থীদের বৃত্তি ও উপহার সামগ্রী দিল জবি শিবির

মতামতবিহীন মতবিনিময় সভায় পবিপ্রবিতে ইউজিসি চেয়ারম্যান: সাংবাদিকদের প্রশ্নে বাধা

‘সি আর আবরার, আর নেই দরকার’ স্লোগানে শিক্ষকদের পতাকা মিছিল

শাবিপ্রবিতে আন্তর্জাতিক সম্মেলনে গোবিপ্রবি উপাচার্যের প্রবন্ধ উপস্থাপন

২০ বছরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়: অর্জন, সংকট ও নতুন স্বপ্নে একুশে পদার্পণ

রাকসুর ভিপি-এজিএস শিবিরের, জিএস আধিপত্য বিরোধী ঐক্যের

ভুলত্রুটি ছাড়াই ফল প্রস্তুত হয়েছে, বাড়ানো হয়েছে পরীক্ষকদের সম্মানী

২০২ শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই ফেল

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩ শতাংশ

অপেক্ষার অবসান ১২ লাখ শিক্ষার্থীর, সকাল ১০টায় এইচএসসির ফল

পিআরসহ ৫ দফা দাবিতে ঝিনাইদহে জামায়াতের মানববন্ধন

গোবিপ্রবিতে কর্মকর্তাদের ডিজিটাল অফিস ম্যানেজমেন্ট প্রশিক্ষণ শুরু

চাকসুর প্রচারণা শেষ, ভোট আগামীকাল