ঢাকা বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

এখনও হস্তান্তর হয়নি জবির ছাত্রীহল, আটকে আছে সিট বরাদ্দ


ইউছুব ওসমান, জবি  photo ইউছুব ওসমান, জবি
প্রকাশিত: ২৯-১০-২০২১ দুপুর ৩:৪৩

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নবনির্মিত ও একমাত্র ছাত্রী হল বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের সিটের জন্য ছাত্রীদের আবেদন গত ১৫ অক্টোবর শেষ হলেও এখনও আটকে আছে ছাত্রী যাচাই-বাছাইয়ের কাজ। ছাত্রীদের যাচাই-বাছাইয়ের শর্তগুলোর বিষয়ে সিদ্ধান্ত না হওয়ায় এখনও শুরু হয়নি ছাত্রী বাছাইয়ের কাজ। অন্যদিকে এখনও শেষ হয়নি হল হস্তান্তরের কাজও। ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে এখনও বুঝে নেওয়া হয়নি হলের আসবাবপত্র, লিফট, জেনারেটর ও পানির পাম্প।

এদিকে এখনও পর্যন্ত ছাত্রীহলে সিট বরাদ্দের বিষয়ে কোনো অগ্রগতি না দেখায় হতাশ বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। গত ৭ অক্টোবর থেকে সশরীরে পরীক্ষা শুরু হওয়ার পর থেকেই মেস বাসায় অবস্থান করছেন  ছাত্রীরা। সশরীরে পরীক্ষা ও কয়েকটি বিভাগে ক্লাস শুরু হওয়ার পরও হলে সিট বরাদ্দ না পাওয়ায় হতাশ তারা। এর আগে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার সাথে সাথেই ছাত্রীদের হলে তুলার প্রতিশ্রুতি দিলেও এখনও যাচাই-বাছাইয়ের কাজও শুরু করতে পারেনি কর্তৃপক্ষ।বিষয়টি নিয়ে জানতে চাইলে বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট অধ্যাপক ড. শামীমা বেগম বলেন, আবেদন শেষ হয়েছে। এখন সফটওয়্যারের মাধ্যমে বাছাইয়ের কাজ হবে। তবে যেসকল শর্ত সাপেক্ষে ছাত্রীদের হলে সিটের জন্য নির্বাচন করা হবে এসব ভিসি স্যারের সাথে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে। কিন্তু ভিসি স্যার একটু ব্যস্ত থাকার কারণে এসব সিদ্ধান্ত নিতে একটু সময় লাগছে। আমরা আশা রাখছি এসপ্তাহের মধ্যেই কাজটা শেষ করতে পারবো।

হল হস্তান্তরের বিষয়ে প্রভোস্ট  বলেন, আমরা তিনটি কমিটি করেছি। লিফট, জেনারেটর, ফার্নিচার বুঝে নেওয়ার কমিটি হয়ে গিয়েছে। এখন এগুলো শুধু বুঝিয়ে নেওয়া বাকি আছে। ফার্নিচারগুলো একবার দেখা হয়েছে, আবার সরেজমিনে দেখে বুঝে নেওয়া হবে। আর হলের জন্য জনবল দরকার সেটা আমি ভিসি স্যারকেও বলেছি। ফাইলেও উল্লেখ করেছি, কোন পদে কতজন লাগবে। এখন রেজিস্ট্রার সাহেব আমাকে বলেছেন যে, যে কয়টা পদ-পদবী আছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন থেকে আমাকে কিছু দিবে।

বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী মোঃ হেলাল উদ্দিন পাটোয়ারী বলেন, হল এখন হস্তান্তরের পর্যায়ে আছে। বাকি সব কাজ হয়ে গেছে। সিভিল কাজ সহ কিছু সমস্যা ছিল আমরা কয়েকজন লোক পাঠিয়েছিলাম, সেগুলো সলভ হয়েছে। যে সমস্যাগুলো ছিল সেগুলো ঠিক করে দেওয়ার কথা হয়েছিল। আমরা দায়িত্ব দিয়েছি দুইজনকে সেগুলো দেখার জন্য।

এবিষয়ে জবি উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক বলেন, অনলাইনে আবেদন গ্রহণ করা হয়েছে। অনেক শিক্ষার্থী আবেদন করেছে। এখন তো সেগুলো থেকে বাছাই করে নির্বাচন করতে হবে। এর জন্য একটু সময় লাগবে। এটা প্রক্রিয়ার মধ্যে আছে। আমরা দ্রুতই এব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করবো। আমরা চেষ্টা করছি যতো দ্রুত সম্ভব ছাত্রীদের হলে তুলতে।

এদিকে, বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত ও একমাত্র ছাত্রীহলে সিট বরাদ্দের জন্য অনলাইনে আবেদন শুরু হয় গত ১ অক্টোবর যা চলে ১৫ অক্টোবর পর্যন্ত। ৬২৪ টি সিটের বিপরীতে আবেদন পড়েছে প্রায় ৩ হাজার। একটি সিটের বিপরীতে প্রায় ৫ জন ছাত্রী। খেলাধুলা সহ অন্যান্য সহপাঠ্যক্রমিক কার্যক্রমে যুক্তদের জন্যও বিশেষ কোটা রাখা হয়েছে বলে জানা গেছে। তবে সেক্ষেত্রেও মেধাবীদেরই মূল্যায়ন করা হবে। বিভিন্ন ক্ষেত্রে জাতীয় ও আন্তর্জাতিক পদকপ্রাপ্তদের দেওয়া হবে অগ্রাধিকার। প্রতিবন্ধী ও উপজাতিদের জন্যও কিছু কোটা রাখা হয়েছে, তবে সেক্ষেত্রেও মেধাবীদের নেওয়া হবে বলে জানিয়েছেন হল প্রভোস্ট।

এমএসএম / এমএসএম

শিক্ষার্থীদের অধিকার ও রেজিস্টারের পদত্যাগের দাবিতে চবি ছাত্রদলের বিক্ষোভ৷

সামুদ্রিক শৈবাল দিয়ে পুষ্টিকর স্যুপ উদ্ভাবন শেকৃবির গবেষকের

প্রকৌশল শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ

নজরুলকে নিয়ে যথাযথ গবেষণা হয়নি: কবির মৃত্যুদিবসে জাককানইবি ভিসি

হত্যাচেষ্টা মামলায় ডাকসু ভিপি প্রার্থী জালাল গ্রেপ্তার

জবির সিন্ডিকেটে জকসু সংবিধির প্রস্তাব গৃহীত

রুমমেটকে ছুরিকাঘাত, ডাকসু ভিপি প্রার্থী জালাল হল থেকে বহিষ্কার

ইবিতে নভেম্বরে ইকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা

ডিআইইউতে হল থেকে হাতেনাতে গাঁজা উদ্ধার, কিন্তু তদন্তে লাগবে ১২ দিন

কম্বাইন্ড ডিগ্রি দাবিতে অচলাবস্থা, উদ্বেগে বাকৃবির পশুপালন অনুষদের শিক্ষকরা

ইবিতে আ'লীগপন্থী শিক্ষকের বহিষ্কারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

চবি মেডিকেলে প্যাথলজি বিভাগ উদ্বোধন, করানো যাবে ২১ ধরনের পরীক্ষা

ইবিতে (ইকসু)গঠনের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন