ঢাকা রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫

ভারতে মুসলিমদের ওপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে জাককানইবি শিক্ষক সমিতির মানববন্ধন


মো. আরাফাত রহমান, জাককানইবি photo মো. আরাফাত রহমান, জাককানইবি
প্রকাশিত: ৩-১১-২০২১ দুপুর ৪:৮

ভারতে সংখ্যালঘু মুসলিমদের ওপর সাম্প্রদায়িক হামলা, মসজিদ ও বাড়িঘরে লুটপাট, অগ্নিসংযোগ ও নির্যাতনের প্রতিবাদে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) মানববন্ধন পালিত হয়েছে। বিশ্ববিদ্যালয়টির শিক্ষক সমিতির আয়োজনে আজ বুধবার (৩ নভেম্বর) বেলা ১১টায় জয় বাংলা ভাস্কর্যের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। ‘হোক প্রতিবাদ- সকল সাম্প্রদায়িকতা নিপাত যাক। সম্প্রীতির বার্তা ছড়িয়ে পড়ূক দেশ থেকে দেশান্তরে’- ইত্যাদি স্লোগানে প্রায় অর্ধশত শিক্ষক-শিক্ষার্থীরা উক্ত কর্মসূচিতে সমবেত হন। ভারতে সংখ্যালঘুদের ওপর উগ্ৰবাদী হামলার তীব্র নিন্দা ও নির্যাতিত মুসলিমদের প্রতি সহমর্মিতা জানান উপস্থিত বক্তারা।

কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক প্রণব কুমার মণ্ডল বলেন, প্রতিটি মানুষ, রাজনৈতিক দল, ধর্মীয় নেতা সকলেরই এই সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে দাঁড়ানো উচিত। প্রতিটি ব্যক্তিকে যার যার অবস্থান থেকে প্রতিবাদ করতে হবে। আমরা শান্তিপ্রিয়। ধর্মের নামে কোনো উগ্ৰবাদ আমরা চাই না।

বিশ্ববিদ্যালয়ের মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক আলভি রিয়াসাত মালিক বলেন, আমাদের বড় পরিচয় হচ্ছে আমরা মানুষ। ধর্ম, বর্ণ, জাতি, গোত্র নির্বিশেষে 'মানুষ সত্য'- এ বিষয়টিই সবার আগে আসা উচিত। ব্যক্তিগতভাবে বিভিন্ন ধর্মকে আমরা গোষ্ঠীর পর্যায়ে ছুড়ে দিচ্ছি। এর ফলে মানুষে মানুষে বিভেদ-দ্বন্দ্ব ছড়িয়ে পড়ছে। আমরা ভারতে সংখ্যালঘু মুসলিমদের ওপর নির্যাতনের নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি, তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আশা করি ভারত সরকার বিষয়টি গুরুত্বের সাথে দেখবে।

থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান আল-জাবির তার বক্তব্যে বলেন, আজকের এই আয়োজন সকল ধর্মের মানুষকে শান্তির পথে নিয়ে এসে, একে অপরের সাথে হাতে হাত মিলিয়ে, সামাজিক দৃঢ়তার মধ্যদিয়ে জাতিরাষ্ট্র গঠনের দিকে এগিয়ে যাওয়ার প্রত্যয়। এই প্রত্যয়ের মধ্যদিয়ে ভারত, মিয়ানমার, নেপাল, ফিলিস্তিনসহ বিশ্বের সব স্থানে ধর্মীয় উগ্ৰবাদী হামলার নিন্দা জানাই এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

মানববন্ধনে আরো বক্তব্য রাখেন- জাককানইবির ছাত্র পরামর্শক ও উপদেষ্টা তপন কুমার সরকার, প্রক্টর ড. উজ্জল কুমার প্রধান, অগ্নিবীণা হলের প্রভোস্ট নুরে আলম, শিক্ষক সমিতির সভাপতি রাশেদ সুখন, সাধারণ সম্পাদক মো. মাসুদ চৌধুরী, হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের সহযোগী অধ্যাপক প্রহ্লাদ চন্দ্র দাস এবং অন্য শিক্ষকবৃন্দ। কর্মসূচি পরিচালনা ও সঞ্চালনায় ছিলেন সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মো. রিয়াজুল ইসলাম। 

উল্লেখ্য, ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরা ও আসামে গত ২০ অক্টোবর মুসলিম সম্প্রদায়ের ওপর হামলা হয়েছে। রাজ্য দুটিতে চলা এই হামলায় অন্তত ৬টি মসজিদ এবং এক ডজনেরও বেশি বাড়িঘর-দোকানপাট ভাঙচুর করা হয়েছে।

এমএসএম / জামান

মতামতবিহীন মতবিনিময় সভায় পবিপ্রবিতে ইউজিসি চেয়ারম্যান: সাংবাদিকদের প্রশ্নে বাধা

‘সি আর আবরার, আর নেই দরকার’ স্লোগানে শিক্ষকদের পতাকা মিছিল

শাবিপ্রবিতে আন্তর্জাতিক সম্মেলনে গোবিপ্রবি উপাচার্যের প্রবন্ধ উপস্থাপন

২০ বছরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়: অর্জন, সংকট ও নতুন স্বপ্নে একুশে পদার্পণ

রাকসুর ভিপি-এজিএস শিবিরের, জিএস আধিপত্য বিরোধী ঐক্যের

ভুলত্রুটি ছাড়াই ফল প্রস্তুত হয়েছে, বাড়ানো হয়েছে পরীক্ষকদের সম্মানী

২০২ শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই ফেল

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩ শতাংশ

অপেক্ষার অবসান ১২ লাখ শিক্ষার্থীর, সকাল ১০টায় এইচএসসির ফল

পিআরসহ ৫ দফা দাবিতে ঝিনাইদহে জামায়াতের মানববন্ধন

গোবিপ্রবিতে কর্মকর্তাদের ডিজিটাল অফিস ম্যানেজমেন্ট প্রশিক্ষণ শুরু

চাকসুর প্রচারণা শেষ, ভোট আগামীকাল

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, গোবিপ্রবি শাখার নেতৃত্বে ইমন-জান্নাতি