ঢাকা সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫

নিবন্ধন করেও টিকা পাননি ১ কোটি ৬৮ লাখ মানুষ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭-১১-২০২১ দুপুর ১১:৩০

প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে টিকার জন্য নিবন্ধন করেও ১ কোটি ৬৮ লাখেরও বেশি মানুষ এখনো টিকা পাননি। এরমধ্যে পঞ্চাশোর্ধ্ব রয়েছেন ৫২ লাখের মতো। স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত টিকা বিষয়ক বিজ্ঞপ্তি বিশ্লেষণে এসব তথ্য জানা গেছে।

অধিদফতর বলছে, টিকার জন্য দেশে এখন পর্যন্ত নিবন্ধন করেছেন ৬ কোটি ১৫ লাখ ৬৮ হাজার ৬১০ জন। তাদের মধ্যে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দিয়ে নিবন্ধন করেছেন ৬ কোটি ৬ লাখ ৭২ হাজার ৮৭৭ জন। আর পাসপোর্ট দিয়ে নিবন্ধন করেছেন ৮ লাখ ৯৫ হাজার ৭৩৩ জন।

নিবন্ধনকারীদের মধ্যে প্রথম ডোজ দেয়া হয়েছে ৪ কোটি ৪৬ লাখ ৮৮ হাজার ৭০ জনকে এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ৩ কোটি ৮ লাখ ৭১ হাজার ২২ জন। তবে এখনও টিকা কর্মসূচির বাইরে রয়েছে এক কোটি ৬৮ লাখ ৮০ হাজার ৫৪০ জন মানুষ।

এ অবস্থায় বিশেষজ্ঞরা বলছেন, করোনা সংক্রমণ থেকে সুরক্ষা নিশ্চিতে যারা নিবন্ধন করেছেন, তাদের প্রথম ডোজ আগে নিশ্চিত করে যথাযথ সময় দ্বিতীয় ডোজের ব্যবস্থা করতে হবে।

এ প্রসঙ্গে স্বাস্থ্য অধিদফতরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিসটেম (এমআইএস) শাখার পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান জানান, আমাদের টিকা কেন্দ্রগুলোতে সক্ষমতার তুলনায় অধিক সংখ্যক মানুষ নিবন্ধন করায় কিছুটা দেরি হচ্ছে। টিকা নিবন্ধনের বয়স কমিয়ে আনার পর থেকেই ব্যাপক হারে নিবন্ধন হচ্ছে।

তিনি বলেন, যে কেন্দ্রে দৈনিক ২০০ জনের টিকা দেওয়ার সক্ষমতা, সে কেন্দ্রে দৈনিক নিবন্ধন হচ্ছে হাজারেরও বেশি। এ অবস্থায় কিছুই তো করার নেই। যারা নিবন্ধন করেছেন, তারা সবাই টিকা পাবেন। পর্যায়ক্রমে সবারই এসএমএস আসবে। এতে দুশ্চিন্তার কোনো কারণ নেই।

শনিবার সারাদেশে (৬ নভেম্বর) ১৬ লাখ ৮১ হাজার ৪২৮ ডোজ টিকা দেয়া হয়েছে। এরমধ্যে প্রথম ডোজ দেয়া হয়েছে ১৩ লাখ ৩১ হাজার ৭৯৭ জনকে এবং দ্বিতীয় ডোজ দেয়া হয়েছে ৩ লাখ ৪৯ হাজার ৬৩১ জনকে।

এদিকে, টিকা কার্যক্রমে গতি আনতে গতকাল (শনিবার) থেকে উপজেলা পর্যায়ে সব কমিউনিটি হেলথ ক্লিনিকে একদিনের জন্য টিকা ক্যাম্পেইন শুরু করার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

জামান / জামান

স্বাস্থ্যখাতে ‘দুর্নীতির হোতা’ মিঠু গ্রেপ্তার

ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু

চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু ১০০ ছুঁইছুঁই

সংখ্যা নিয়ে বিভ্রান্তি, নতুন ব্যাখ্যায় নিহত ৩৪

বিএসএমএমইউয়ে নতুন নামের ব্যানার, বাদ বঙ্গবন্ধু শেখ মুজিব

মেডিকেলে থাকছে মুক্তিযোদ্ধা কোটা, যাচাই-বাছাই ২৯ জানুয়ারি পর্যন্ত

ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৭ রোগী

ডেঙ্গুতে ঢাকায় কর্মক্ষম মানুষের মৃত্যু বেশি

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, শনাক্ত ৮৮৮

বেসরকারি মেডিকেল শিক্ষায় অশনি সংকেত অটোমেশন; ক্ষুব্ধ অভিভাবকরা

ইডেন মাল্টি কেয়ার হাসপাতালের বিরুদ্ধে অপচিকিৎসার অভিযোগ

ক্যানসার রহস্যের জট খোলার নতুন ‘সূত্রের’ সন্ধান মিলেছে

বাংলাদেশ ডেন্টাল সোসাইটির ইসি গঠনে সাত সদস্য বিশিষ্ট সার্চ কমিটি