ঢাকা বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

চিঠি চালাচালিতেই আটকে আছে জবির খেলার মাঠ উদ্ধারের প্রক্রিয়া


ইউছুব ওসমান, জবি  photo ইউছুব ওসমান, জবি
প্রকাশিত: ৭-১১-২০২১ দুপুর ৩:৫৯
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কেন্দ্রীয় খেলার মাঠ দখল করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) কর্তৃক বাণিজ্যিক ভবন নির্মাণের কাজ দ্রুতগতিতে এগিয়ে চললেও মাঠ উদ্ধারের জন্য কোনো পদক্ষেপ গ্রহণের অগ্রগতি নেই বিশ্ববিদ্যালয় প্রশাসনের। সংশ্লিষ্ট মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর অফিসসহ বিভিন্ন দপ্তরে চিঠি চালাচালি পর্যন্তই আটকে রয়েছে মাঠ উদ্ধারের প্রক্রিয়া। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে মাঠ উদ্ধারে সর্বোচ্চ চেষ্টার নানা বুলি আওড়ানো হলেও প্রকৃতপক্ষে কোনো অগ্রগতি না হওয়ায় হতাশ বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা।
 
ইতোমধ্যেই মাঠের এক প্রান্তে মাটি খুঁড়ে পাইলিংসহ ঢালাইয়ের কাজও সম্পন্ন করেছে সিটি কর্পোরেশনের নির্মাতা প্রতিষ্ঠান। পুরো মাঠেই মাটি ও নির্মাণসামগ্রী স্তূপ করে রাখায় খেলার অনুপযুক্ত হয়ে পড়েছে মাঠটি। খেলার মাঠে দৃশ্যমান হয়েছে বাণিজ্যিক ভবনের কাঠামো। খেলতে এসে মাঠের ভেতরের পাহাড়সম মাটি ও নির্মাণসামগ্রী দেখেই ফিরে যেতে হচ্ছে এলাকার শিশু-কিশোরদের।
 
বিষয়টি নিয়ে জানতে চাইলে উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক বলেন, খেলার মাঠ নিয়ে ইতোমধ্যে আমরা মেয়রকে আবার চিঠি দিয়েছি, শিক্ষামন্ত্রীকে চিঠি দিয়েছি, স্থানীয় সরকার মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি, প্রধানমন্ত্রীর অফিসে চিঠি দিয়েছি। তারপরও আইনগত ব্যবস্থা নেয়া যায় কি-না সে ব্য‍াপারেও আমরা পদক্ষেপ নিচ্ছি। 
 
পুরনো খেলার মাঠ উদ্ধারে তেমন তৎপরতা না থাকলেও নতুন মাঠ করার পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন উপাচার্য। ঢাকার কেরানীগঞ্জে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব কেনা জায়গায় খেলার মাঠ তৈরির পরিকল্পনা নেয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।
 
এ বিষয়ে অধ্যাপক ড. মো. ইমদাদুল হক বলেন, আমরা নিজেদের মাঠ নিজেরাই করতে প্ল্যান করছি। কেরানীগঞ্জে নতুন ক্যাম্পাস ছাড়াই আমাদের নিজস্ব কেনা যে জায়গাটা, ওখানে আমাদের ইতোমধ্যে জায়গা নির্ধারণ হয়ে গেছে। সীমানা প্রাচীর হওয়ার পরপরই আমরা নিজেদের মাঠ নিজেরাই করে ফেলব। যত দ্রুত সম্ভব সেই চেষ্টা করছি। দরকার হলে আমরা গাড়ি দেব, খেলাধুলা করে আবার শিক্ষার্থীরা ক্যাম্পাসে চলে আসবে। 
 
তিনি আরো বলেন, এটাও হচ্ছে আমাদের একটা নতুন প্রচেষ্টা। আরেকটা হলো আমাদের ক্যাম্পাস যদি ওখানে যায় তাহলে এখানে কে খেলতে আসবে? এখানে মাঠের যে অবস্থা, খেলার মতো কোনো অবস্থাই নেই। তারপরও আমরা ওই কাজগুলো করছি এবং আমরা আমাদের প্রচেষ্টা অব্যাহত রেখেছি। সাথে সাথে আমরা নিজেদের জায়গায় নিজেরাই মাঠ করব, সে পরিকল্পনা হয়ে গেছে।
 
বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া কমিটির সদস্য সচিব ও শরীরচর্চা কেন্দ্রের সহকারী পরিচালক গৌতম কুমার দাস বলেন, সিটি কর্পোরেশন নির্মাণকাজ অনেকটাই করে ফেলেছে। তারা আমাদের যেটা জানিয়েছে সেটা হলো, কাজ শেষ হলে আমরা মাঠ ব্যবহার করতে পারব। আমাদের যখন প্রয়োজন হবে, তখন তাদের জানালে আমরা মাঠ ব্যবহারের অনুমতি পাব। আমরা সেটার আশায় তো আর থাকতে পারি না। সেজন্য কেরানীগঞ্জে আমাদের নিজস্ব কেনা জায়গায় উঁচু জায়গা সমান করে মাঠ হিসেবে ব্যবহারের জন্য প্রস্তুত করা হবে। ফেব্রুয়ারির মধ্যেই সে কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে।
 
এ বিষয়ে জানতে চাইলে রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান বলেন বলেন, আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরে চিঠি পাঠিয়েছি। এখনো চিঠির জবাব পাইনি। বিশ্ববিদ্যালয়ের নথিপত্রের বিষয়ে তিনি বলেন, এটা যেহেতু সরকারি প্রতিষ্ঠান। এসব নথিপত্র সরকারের কাছে রয়েছে।
 
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ১৯৮৪ সালে তৎকালীন রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ জগন্নাথ কলেজের শিক্ষার্থীদের খেলার কোনো মাঠ না থাকায় পুরান ঢাকার গেন্ডারিয়ায় অবস্থিত ৭ একর আয়তনের মাঠটি তিন ভাগে ভাগ করে এক ভাগ তৎকালীন সরকারি জগন্নাথ কলেজকে ব্যবহারের মৌখিক অনুমতি প্রদান করেন। আর একটি অংশ ‘ইস্ট এন্ড খেলার মাঠ’ নামে একটি ক্লাবের কর্তৃত্বে রয়েছে। অপর অংশটি রাখা হয় জনসাধারণ খেলার জন্য।
 
সিটি কর্পোরেশন সূত্রে জানা যায়, বর্তমানে ধূপখোলা মাঠটি একটি মেগা প্রকল্পের আওতায় রয়েছে। মাঠটিতে নির্মাণ করা হবে একটি বহুতল বাণিজ্যিক ভবন, পাশে একটি খেলার মাঠ, হাঁটার জন্য রাস্তা, ক্যাফেটেরিয়া ও পার্কিং লট। এরই মধ্যে প্রকল্পের প্রাথমিক নির্মাণকাজ শুরু করে দিয়েছে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ।
 
খেলার মাঠ দখল করে মার্কেট নির্মাণ প্রকল্প শুরু করায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকাবাসী এ নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করে আসছে। বিশ্ববিদ্যালয়ের বামপন্থী ছাত্র সংগঠনহ শিক্ষার্থীরা কয়েক দফা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশও করেছে।

এমএসএম / জামান

শিক্ষার্থীদের অধিকার ও রেজিস্টারের পদত্যাগের দাবিতে চবি ছাত্রদলের বিক্ষোভ৷

সামুদ্রিক শৈবাল দিয়ে পুষ্টিকর স্যুপ উদ্ভাবন শেকৃবির গবেষকের

প্রকৌশল শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ

নজরুলকে নিয়ে যথাযথ গবেষণা হয়নি: কবির মৃত্যুদিবসে জাককানইবি ভিসি

হত্যাচেষ্টা মামলায় ডাকসু ভিপি প্রার্থী জালাল গ্রেপ্তার

জবির সিন্ডিকেটে জকসু সংবিধির প্রস্তাব গৃহীত

রুমমেটকে ছুরিকাঘাত, ডাকসু ভিপি প্রার্থী জালাল হল থেকে বহিষ্কার

ইবিতে নভেম্বরে ইকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা

ডিআইইউতে হল থেকে হাতেনাতে গাঁজা উদ্ধার, কিন্তু তদন্তে লাগবে ১২ দিন

কম্বাইন্ড ডিগ্রি দাবিতে অচলাবস্থা, উদ্বেগে বাকৃবির পশুপালন অনুষদের শিক্ষকরা

ইবিতে আ'লীগপন্থী শিক্ষকের বহিষ্কারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

চবি মেডিকেলে প্যাথলজি বিভাগ উদ্বোধন, করানো যাবে ২১ ধরনের পরীক্ষা

ইবিতে (ইকসু)গঠনের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন