ঢাকা রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫

জবি শিক্ষক সমিতির নির্বাচন, চলছে ভোটগ্রহণ


ইউছুব ওসমান, জবি  photo ইউছুব ওসমান, জবি
প্রকাশিত: ৮-১১-২০২১ দুপুর ১১:৫৬

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির (জবিশিস) কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২২ অনুষ্ঠিত হচ্ছে। বরাবরের মতো এবারো জবি নীল দল ঐকমত্যে পৌঁছাতে পারেনি। দুটি পূর্ণাঙ্গ প্যানেলে বিভক্ত হয়ে তারা নির্বাচনে লড়ছেন। সোমবার (৮ নভেম্বর) সকাল ৯ টা থেকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে স্থাপিত ১২টি বুথে ভোটগ্রহণ শুরু হয়, যা বিরতিহীনভাবে দুপুর ২ টা ৩০ মিনিট পর্যন্ত চলবে। এরপর অপটিক্যাল মার্ক রিডার (ওএমআর)-এর সাহায্যে ভোট গণনা করা হবে।

নির্বাচনের দিন সকাল থেকেই শিক্ষকরা ক্যাম্পাসে আসতে থাকেন। এরপর কেন্দ্রীয় অডিটোরিয়ামের সামনে তাঁরা ভীড় জমাতে থাকেন। এসময় শিক্ষকরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ভোট প্রদানের জন্য অপেক্ষা করেন। নির্বাচন শুরুর কিছু সময় পূর্বে কেন্দ্রীয় অডিটোরিয়ামের সামনে পদপ্রার্থীরা শিক্ষকদের নমুনা ব্যালট বিলি করেন। একাডেমিক ভবনের সামনে ডেস্ক বসিয়ে ভোটার নম্বর খুঁজে দিয়ে সহযোগিতা করেন। এসময় নির্বাচন উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন জবিশিসের এবারের নির্বাচনে ভোট দিবেন ৬৮৪ জন শিক্ষক৷  নির্বাচনে ৬টি পদে মোট ৩০ জন পদ প্রত্যাশী শিক্ষক লড়াই করছেন। এদের মধ্যে থেকে ১৫ জন নির্বাচিত হবেন। সদস্যপদে ১০ জন ও বাকি ৫ পদে একজন করে নির্বাচিত হবেন। নির্বাচনে সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম-সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ নির্বাহী প্রতিটি পদের বিপরীতে দুই প্যানেল থেকে দুই জন পদপ্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়াও প্রতিটি সদস্য পদের বিপরীতে ২ জন করে মোট ২০ জন শিক্ষক নির্বাচনে অংশগ্রহণ করেছেন।

শিক্ষক সংগঠনের এই নির্বাচনে নীল দলের (জাকারিয়া-মোস্তফা) প্যানেল থেকে সভাপতি পদে পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মো. আশরাফুল আলম ও সাধারণ সম্পাদক পদে সমাজকর্ম বিভাগের অধ্যাপক মো. আনোয়ার হোসেন নির্বাচন করছেন। নীল দলের (আবুল হোসেন-কামাল হোসেন) প্যানেল থেকে সভাপতি পদে সমাজকর্ম বিভাগের অধ্যাপক মো. আবুল হোসেন ও সাধারণ সম্পাদক পদে রসায়ন বিভাগের অধ্যাপক ড. আবুল কালাম মো. লুৎফর রহমান নির্বাচন করছেন। তবে বিএনপি-জামায়াতপন্থী সাদা দলের শিক্ষকরা এবারব্র নির্বাচনে অংশগ্রহণ করেন নি।

নির্বাচন ও ভোটগ্রহণের সার্বিক প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে প্রধান নির্বাচন কমিশনার ও পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সুরঞ্জন কুমার দাস সকালের সময়কে বলেন, ভোটগ্রহণ চলছে। শিক্ষকরা শান্তিপূর্ণভাবেই ভোট প্রদান করছেন। শৃঙ্খলা রক্ষার জন্য বিএনসিসি ও রোভার স্কাউট সদস্যরা সহযোগিতা করছেন।

সর্বশেষ ২০২০ সালের ২৮ জানুয়ারি শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। এবছরের জানুয়ারিতে শিক্ষক সমিতির বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়।

এমএসএম / জামান

মতামতবিহীন মতবিনিময় সভায় পবিপ্রবিতে ইউজিসি চেয়ারম্যান: সাংবাদিকদের প্রশ্নে বাধা

‘সি আর আবরার, আর নেই দরকার’ স্লোগানে শিক্ষকদের পতাকা মিছিল

শাবিপ্রবিতে আন্তর্জাতিক সম্মেলনে গোবিপ্রবি উপাচার্যের প্রবন্ধ উপস্থাপন

২০ বছরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়: অর্জন, সংকট ও নতুন স্বপ্নে একুশে পদার্পণ

রাকসুর ভিপি-এজিএস শিবিরের, জিএস আধিপত্য বিরোধী ঐক্যের

ভুলত্রুটি ছাড়াই ফল প্রস্তুত হয়েছে, বাড়ানো হয়েছে পরীক্ষকদের সম্মানী

২০২ শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই ফেল

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩ শতাংশ

অপেক্ষার অবসান ১২ লাখ শিক্ষার্থীর, সকাল ১০টায় এইচএসসির ফল

পিআরসহ ৫ দফা দাবিতে ঝিনাইদহে জামায়াতের মানববন্ধন

গোবিপ্রবিতে কর্মকর্তাদের ডিজিটাল অফিস ম্যানেজমেন্ট প্রশিক্ষণ শুরু

চাকসুর প্রচারণা শেষ, ভোট আগামীকাল

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, গোবিপ্রবি শাখার নেতৃত্বে ইমন-জান্নাতি