জবির নতুন ক্যাম্পাসের সীমানা প্রাচীর হতে আরো এক বছর

রাজধানীর কেরানীগঞ্জে নতুন ক্যাম্পাসে সীমানা প্রাচীর নির্মাণ করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় নতুন ক্যাম্পাস স্থাপন : ভূমি অধিগ্রহণ এবং উন্নয়ন’ প্রকল্পের অধীনে ২০০ একর জমির সীমানা প্রাচীর নির্মাণের জন্য গত ২২ সেপ্টেম্বর ঠিকাদারি প্রতিষ্ঠান কিংডম গ্রুপের সঙ্গে চুক্তি করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সীমানা প্রাচীর নির্মাণে এক বছর সময় লাগবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ইতোমধ্যেই ঠিকাদারি প্রতিষ্ঠান সীমানা প্রাচীর নির্মাণের জন্য নির্মাণসামগ্রী নিয়ে যাওয়া শুরু করেছে। শ্রমিকদের থাকার জন্য অস্থায়ী ছাউনির নির্মাণও সম্পন্ন হয়েছে। নির্মাণসামগ্রী বুয়েট থেকে টেস্টের পরই নির্মাণকাজ শুরু হবে বলে প্রকল্প পরিচালক ও ঠিকাদারি প্রতিষ্ঠান সূত্রে জানা যায়।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস স্থাপন প্রকল্পের পরিচালক প্রকৌশলী মো. সাহাদাত হোসেন বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে আমাদের এক বছরের চুক্তি হয়েছে। কাজ করতে গিয়ে হয়তো সময়ের একটু এদিক-সেদিক হতে পারে। যেহেতু প্রায় ৫ কিলোমিটার দীর্ঘ দেয়াল তুলবে, ইতোমধ্যে তারা মালামাল নিয়ে যাওয়া শুরু করেছে। আমরা সেগুলো বুয়েটে টেস্টে পাঠাব। কোয়ালিটি চেক করে তারপর কাজ শুরু হবে। এখন তারা দেয়াল তোলার জন্য লেভেল স্থাপনের কাজ করছে।
তিনি আরো বলেন, যেহেতু ওটা বন্যা কবলিত এলাকা তাই আমরা মাটি ভরাট এর জন্য লেভেল ঠিক রাখার বিষয়টিকে গুরুত্ব দিচ্ছি। পাশের যে পাকা রাস্তাগুলো আছে তা থেকে দুই ফুট উঁচুতে আমরা মাটি ভরাট করবো। তার উপরে আবার বিল্ডিং এর যেই গ্রাউন্ড শেড থাকে সেটা হবে।
কিংডম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নুসরত হোসেন বলেন, ইতোমধ্যে কাজ শুরু হয়েছে। মালামাল সব চলে গেছে, মোবিলাইজেশন হয়ে গেছে। মালামাল টেস্টেও চলে গেছে, টেস্ট রিপোর্ট হয়ে আসলেই ওখানে কাজ শুরু হবে। এখন পাইল কাস্টিং শুরু হবে আর কি। লেবার শেড, লেবার যাওয়া, মোবিলাইজেশন সবকিছুই শেষ। সীমানা প্রাচীরের কাজ শেষ করতে কতোদিন লাগবে এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, বছরখানেক লাগবে অর্থাৎ ১২ মাসের মতো সময় লাগবে। এর মধ্যে সময়ে একটু কম-বেশি হতে পারে।
২০১৮ সালে জমি অধিগ্রহণের পর খুঁটি দিয়ে জমির সীমানা নির্ধারণ করার পর থেকে দৃশ্যমান কোনো কাজই করা হয়নি। সীমানা প্রাচীর না থাকায় ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় এখনও চলমান রয়েছে বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিদের গরু ও হাঁস-মুরগির খামার। নতুন ক্যাম্পাসে রয়েছে শতাধিক পুকুর। সেখানেও মাছ চাষ করে লাভবান হচ্ছেন বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিরা। ক্যাম্পাস দীর্ঘদিন যাবৎ অরক্ষিত পড়ে থাকলেও সে ব্যাপারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নেই কোনো মাথাব্যথা।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ বলেন, আমরা বিভিন্ন সময়ে অনেক অভিযোগ পেয়েছি। আমাদের কানে এসেছে। সীমানা প্রাচীরটা হয়ে গেলে আমাদের নিরাপত্তা ব্যবস্থা কিছুটা হলেও ভালো হবে। আর আমরা ক্যাম্পাসে একটা পুলিশ ফাঁড়ি করার পরিকল্পনা করছি। ইতোমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রনালয়ে ফাইলও পাঠিয়েছি।
এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক বলেন, এক বছর সময় লাগলে লাগুক। এর আগে আমরা খেলার মাঠ টা করে ফেলবো। আর মাস্টারপ্ল্যানের কাজ চলছে, দ্রুতই হয়ে যাবে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস স্থাপনে অধিকৃত ২০০ একর জমিতে প্রায় পৌঁনে ৫ হাজার মিটার সীমানা প্রাচীর নির্মাণের জন্য ৩০ কোটি টাকার ই-টেন্ডার ছাড়া হয়েছিল।
উল্লেখ্য, কেরাণীগঞ্জে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০০ একরের নতুন ক্যাম্পাসে ১৩টি হল ও ৯টি অনুষদ ভবন ছাড়াও উপাচার্য ভবন, আবাসিক ও কোষাধ্যক্ষ ভবন, লেক খনন, ব্রিজ, কালভার্ট, রাস্তা, পানি, ইলেকট্রিসিটি ও ওয়াল তৈরি হবে। এর পরে প্রায় ১০ হাজার কোটি টাকার ম্যাগা প্রকল্পে নতুন ক্যাম্পাসে একাধিক একাডেমিক ভবন, প্রশাসনিক ভবন, ছাত্র-ছাত্রীদের জন্য হল, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের আবাসন ব্যবস্থা, চিকিৎসা কেন্দ্র, ক্যাফেটেরিয়া, খেলার মাঠ, সুইমিং পুল, মসজিদ এবং পরিবহন ব্যবস্থার আধুনিকায়ন করা হবে।
এমএসএম / জামান

মতামতবিহীন মতবিনিময় সভায় পবিপ্রবিতে ইউজিসি চেয়ারম্যান: সাংবাদিকদের প্রশ্নে বাধা

‘সি আর আবরার, আর নেই দরকার’ স্লোগানে শিক্ষকদের পতাকা মিছিল

শাবিপ্রবিতে আন্তর্জাতিক সম্মেলনে গোবিপ্রবি উপাচার্যের প্রবন্ধ উপস্থাপন

২০ বছরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়: অর্জন, সংকট ও নতুন স্বপ্নে একুশে পদার্পণ

রাকসুর ভিপি-এজিএস শিবিরের, জিএস আধিপত্য বিরোধী ঐক্যের

ভুলত্রুটি ছাড়াই ফল প্রস্তুত হয়েছে, বাড়ানো হয়েছে পরীক্ষকদের সম্মানী

২০২ শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই ফেল

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩ শতাংশ

অপেক্ষার অবসান ১২ লাখ শিক্ষার্থীর, সকাল ১০টায় এইচএসসির ফল

পিআরসহ ৫ দফা দাবিতে ঝিনাইদহে জামায়াতের মানববন্ধন

গোবিপ্রবিতে কর্মকর্তাদের ডিজিটাল অফিস ম্যানেজমেন্ট প্রশিক্ষণ শুরু

চাকসুর প্রচারণা শেষ, ভোট আগামীকাল

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, গোবিপ্রবি শাখার নেতৃত্বে ইমন-জান্নাতি
Link Copied