ঢাকা বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

১৬ বছরেও উপ-উপাচার্য পায়নি জবি, আইন সংশোধনের দাবি


ইউছুব ওসমান, জবি  photo ইউছুব ওসমান, জবি
প্রকাশিত: ১১-১১-২০২১ রাত ১০:৪
প্রতিষ্ঠার ১৬ বছর পরও কোনো উপ-উপাচার্য নেই দেশের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি)। বিশ্ববিদ্যালয়ের আইনে উপ-উপাচার্য নিয়োগের বিধান ও এই পদ না থাকায় বিশ্ববিদ্যালয়কে একাডেমিক, প্রশাসনিকসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজে সমস্যার সন্মুখীন হতে হচ্ছে প্রতিনিয়ত।
 
বিশ্ববিদ্যালয়টির শিক্ষকরাও চান আইন সংশোধন করে উপ-উপাচার্য নিয়োগ দেয়া হোক জবিতে। তাদের দাবি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকেই উপ-উপাচার্য নিয়োগ দিলে কাজের গতিশীলতা বৃদ্ধি পাবে।জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কাজী সাইফুদ্দীন বলেন, জবিতে অবশ্যই উপ-উপাচার্য নিয়োগ হওয়া দরকার। দুইজন দরকার। এটা একটা বড় বিশ্ববিদ্যালয়।
 
জগন্নাথ বিশ্ববিদ্যালয় নীল দলের (একাংশের) সভাপতি অধ্যাপক ড. জাকারিয়া মিয়া বলেন, অবশ্যই উপ-উপাচার্যের প্রয়োজন আছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কাজের গতিশীলতার জন্য নিয়োগের প্রয়োজন রয়েছে এবং এ নিয়োগ জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকেই হোক। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো দুইজন উপ-উপাচার্যের প্রয়োজন। আমাদের আইনও সংশোধন করা দরকার।
 
বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আবুল কালাম মো. লুৎফর রহমান বলেন, আগের শিক্ষক সমিতির কমিটি উপ-উপাচার্য নিয়ে কিছু কাজ করেছিল, আমরা সে কপি নিয়ে আবার কাজ শুরু করব। আমরাও চাই উপ-উপাচার্য নিয়োগ হোক। এ পদে যাতে কমপক্ষে দুইজন নিয়োগ হয়।
 
বিষয়টি নিয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক বলেন, শিক্ষক সমিতি ও শিক্ষকরা দাবি করবে, কারণ তাঁদের লোক দরকার। আইন সংরক্ষণের যে কমিটি তাঁরা তো এখনও সুপারিশও দেয় নাই, তাহলে আমি কী করব? আমার কাজ এটা উপরে পাঠানো। অনেক সময় উপাচার্য কি চাইবে তাঁর প্রতিদ্বন্দ্বী হোক? কিন্তু আমি চাই। নিয়োগ হলে আমার একটু কাজ কমে যায়।
 
এদিকে, গত ৪ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক এবং সিন্ডিকেট সদস্য ড. মোহম্মদ হুমায়ুন কবিরকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। ২০০৬ সালে এই বিশ্ববিদ্যালয়টি দেশের ২৬তম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইন-২০০৬ এর মাধ্যমে যাত্রা শুরু করলেও তখন কোনো উপ-উপাচার্যের পদ ছিলো না। পরবর্তীতে ২০১৩ সালে এ আইনের ১১ ধারা সংশোধন করে উপ-উপাচার্যের পদ সৃষ্টি করা হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়েও আইন সংশোধন করে একাডেমিক ও প্রশাসনিক কাজের গতিশীলতার স্বার্থে একাধিক উপাচার্য নিয়োগের দাবি করছেন শিক্ষকরা।

এমএসএম / এমএসএম

ইবি'র তিন বিভাগে ৩০ আসন বৃদ্ধি

জাবি শিক্ষার্থীদের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে আগুন

জবিস্থ চুয়াডাঙ্গা জেলা ছাত্রকল্যাণ পরিষদ নির্বাচন: সাধারণ সম্পাদক পদে তরিকুল ইসলামের ইশতেহার ঘোষণা

মাংসের খাটিয়ায় কুকুর, ছবি তুলতেই সাংবাদিককে হুমকি

ইবি'র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

ঢাবির একাডেমিক কার্যক্রম ২ সপ্তাহ বন্ধ, হল ত্যাগের নির্দেশ

ভিকারুননিসায় রোববারের প্রথম-নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা স্থগিত

ইবি'র ৪৭তম জন্মিদনে নানা কর্মসূচি গ্রহণ

জকসু নিয়ে কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী অবন্তির ভাবনা

জকসু নিয়ে কেন্দ্রীয় পাঠাগার ও সেমিনার সম্পাদক পদপ্রার্থী ইমনের ভাবনা

ছাত্রদলের উদ্যোগে সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল শিশুদের সাপ্তাহিক স্কুল উদ্বোধন

শেকৃবিতে নিয়োগে আওয়ামী পুনর্বাসন, এলাকাপ্রীতি ও অর্থ লেনদেনের অভিযোগ