ঢাকা বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

১৬ বছরেও উপ-উপাচার্য পায়নি জবি, আইন সংশোধনের দাবি


ইউছুব ওসমান, জবি  photo ইউছুব ওসমান, জবি
প্রকাশিত: ১১-১১-২০২১ রাত ১০:৪
প্রতিষ্ঠার ১৬ বছর পরও কোনো উপ-উপাচার্য নেই দেশের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি)। বিশ্ববিদ্যালয়ের আইনে উপ-উপাচার্য নিয়োগের বিধান ও এই পদ না থাকায় বিশ্ববিদ্যালয়কে একাডেমিক, প্রশাসনিকসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজে সমস্যার সন্মুখীন হতে হচ্ছে প্রতিনিয়ত।
 
বিশ্ববিদ্যালয়টির শিক্ষকরাও চান আইন সংশোধন করে উপ-উপাচার্য নিয়োগ দেয়া হোক জবিতে। তাদের দাবি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকেই উপ-উপাচার্য নিয়োগ দিলে কাজের গতিশীলতা বৃদ্ধি পাবে।জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কাজী সাইফুদ্দীন বলেন, জবিতে অবশ্যই উপ-উপাচার্য নিয়োগ হওয়া দরকার। দুইজন দরকার। এটা একটা বড় বিশ্ববিদ্যালয়।
 
জগন্নাথ বিশ্ববিদ্যালয় নীল দলের (একাংশের) সভাপতি অধ্যাপক ড. জাকারিয়া মিয়া বলেন, অবশ্যই উপ-উপাচার্যের প্রয়োজন আছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কাজের গতিশীলতার জন্য নিয়োগের প্রয়োজন রয়েছে এবং এ নিয়োগ জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকেই হোক। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো দুইজন উপ-উপাচার্যের প্রয়োজন। আমাদের আইনও সংশোধন করা দরকার।
 
বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আবুল কালাম মো. লুৎফর রহমান বলেন, আগের শিক্ষক সমিতির কমিটি উপ-উপাচার্য নিয়ে কিছু কাজ করেছিল, আমরা সে কপি নিয়ে আবার কাজ শুরু করব। আমরাও চাই উপ-উপাচার্য নিয়োগ হোক। এ পদে যাতে কমপক্ষে দুইজন নিয়োগ হয়।
 
বিষয়টি নিয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক বলেন, শিক্ষক সমিতি ও শিক্ষকরা দাবি করবে, কারণ তাঁদের লোক দরকার। আইন সংরক্ষণের যে কমিটি তাঁরা তো এখনও সুপারিশও দেয় নাই, তাহলে আমি কী করব? আমার কাজ এটা উপরে পাঠানো। অনেক সময় উপাচার্য কি চাইবে তাঁর প্রতিদ্বন্দ্বী হোক? কিন্তু আমি চাই। নিয়োগ হলে আমার একটু কাজ কমে যায়।
 
এদিকে, গত ৪ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক এবং সিন্ডিকেট সদস্য ড. মোহম্মদ হুমায়ুন কবিরকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। ২০০৬ সালে এই বিশ্ববিদ্যালয়টি দেশের ২৬তম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইন-২০০৬ এর মাধ্যমে যাত্রা শুরু করলেও তখন কোনো উপ-উপাচার্যের পদ ছিলো না। পরবর্তীতে ২০১৩ সালে এ আইনের ১১ ধারা সংশোধন করে উপ-উপাচার্যের পদ সৃষ্টি করা হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়েও আইন সংশোধন করে একাডেমিক ও প্রশাসনিক কাজের গতিশীলতার স্বার্থে একাধিক উপাচার্য নিয়োগের দাবি করছেন শিক্ষকরা।

এমএসএম / এমএসএম

শিক্ষার্থীদের অধিকার ও রেজিস্টারের পদত্যাগের দাবিতে চবি ছাত্রদলের বিক্ষোভ৷

সামুদ্রিক শৈবাল দিয়ে পুষ্টিকর স্যুপ উদ্ভাবন শেকৃবির গবেষকের

প্রকৌশল শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ

নজরুলকে নিয়ে যথাযথ গবেষণা হয়নি: কবির মৃত্যুদিবসে জাককানইবি ভিসি

হত্যাচেষ্টা মামলায় ডাকসু ভিপি প্রার্থী জালাল গ্রেপ্তার

জবির সিন্ডিকেটে জকসু সংবিধির প্রস্তাব গৃহীত

রুমমেটকে ছুরিকাঘাত, ডাকসু ভিপি প্রার্থী জালাল হল থেকে বহিষ্কার

ইবিতে নভেম্বরে ইকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা

ডিআইইউতে হল থেকে হাতেনাতে গাঁজা উদ্ধার, কিন্তু তদন্তে লাগবে ১২ দিন

কম্বাইন্ড ডিগ্রি দাবিতে অচলাবস্থা, উদ্বেগে বাকৃবির পশুপালন অনুষদের শিক্ষকরা

ইবিতে আ'লীগপন্থী শিক্ষকের বহিষ্কারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

চবি মেডিকেলে প্যাথলজি বিভাগ উদ্বোধন, করানো যাবে ২১ ধরনের পরীক্ষা

ইবিতে (ইকসু)গঠনের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন