মাইক্রোবাস চালকের হামলার শিকার কুবি শিক্ষার্থী

কুমিল্লায় এক মাইক্রোবাস চালকের হামলায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) এক শিক্ষার্থী আহত হওয়ার ঘটনা ঘটেছে। ১১ নভেম্বর (বৃহস্পতিবার) বিকাল সাড়ে চারটার দিকে কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীর নাম মাহমুদুল হাসান সুজন। তিনি বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
সূত্র মতে জানা যায়, কোটবাড়ি বিশ্বরোড থেকে পদুয়ার বাজারগামী ঢাকা মেট্রো চ-১৪১৮৭৫ নাম্বারের মাইক্রোবাসে উঠেন সুজন ও তার বন্ধু নূর মোহাম্মদ। সামনের সিটে দুজনের একজনকে বসতে বললে তারা রাজি না হওয়ায় চালক দুর্ব্যবহার করে তাদের সাথে। এ নিয়ে তাদের সাথে চালকের বাকবিতণ্ডা হয়। পদুয়ার বাজার বিশ্বরোডে গাড়ি থেকে নেমে গালি দেওয়ার কারণ জানতে চাইলে সুজনকে আঘাত করেন চালক। এসময় নূর মোহাম্মদ প্রতিবাদ জানালে তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে গাড়ি নিয়ে পালিয়ে যায় মাইক্রোবাসচালক।
আহত সুজন বলেন, সামনের সিটে বসাকে কেন্দ্র করে মাইক্রোবাসচালক আমাদের গালিগালাজ করলে আমরা প্রতিবাদ করতে চাইলে আমাদের মোবাইল নিয়ে নেয়ার হুমকি দেয়। কথা কাটাকাটির এক পর্যায়ে আমার মাথায় আঘাত করে পালিয়ে যায়। এসময় আমার বন্ধু নূর মোহাম্মদকেও মাইক্রোবাসচালক ধাক্কা দিয়ে ফেলে দেয়।নূর মোহাম্মদ বলেন, আমরা ফেনী যাওয়ার উদ্দেশ্যে কোটবাড়ি বিশ্বরোড থেকে পদুয়ারবাজার বিশ্বরোড যেতে এক মাইক্রোবাসে উঠি। এসময় সিটে বসা নিয়ে চালক দুর্ব্যবহার করে আমাদের সাথে। এমনকি আমাদের মোবাইল নিয়ে নিবে বলে হুমকি দেয়, আমরা প্রতিবাদ করতে চাইলে সুজনকে আঘাত করে পালিয়ে যায়।সর্বশেষ জানা যায়, ফার্মাসিতে প্রাথমিক চিকিৎসা শেষে আহত মাহমুদুল হাসান সুজন বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে আছেন।এ বিষয়ে কুমিল্লা সদর দক্ষিণের পুলিশ পরিদর্শক দেবাশিস চৌধুরী বলেন, আমরা এ বিষয়ে অবগত হয়েছি। এ বিষয়টি তখনই ভুক্তভোগীর পক্ষ ও গাড়ির মালিক পক্ষ সবার উপস্থিতিতে ক্ষতিপূরণ দিয়ে আপোস করা হয়েছে। এ নিয়ে আর মামলা হয়নি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও মাইক্রোবাসচালক এই দুই পক্ষের কথাকাটাকাটির জেড়ে এমন ঘটনা ঘটেছে। এরপর মাইক্রোবাসের মালিক পক্ষ, ভুক্তভোগী ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রতিনিধি সকলের সমন্বয়ে ক্ষতিপূরণ নিয়ে বিষয়টা সমাধান করা হয়েছে। এরপরও অভিযুক্ত ড্রাইভারকে খুজে পেলে বিশ্ববিদ্যালয়ে আনা হবে বলে মালিক পক্ষ আমাদের জানিয়েছে।এর আগে গত ৮ অক্টোবর এই পদুয়ার বাজার বিশ্বরোডে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ইমতিয়াজ আহমেদ সুমন নামে এক শিক্ষার্থী ছিনতাই ও মারধরের শিকার হন।
এমএসএম / এমএসএম

মতামতবিহীন মতবিনিময় সভায় পবিপ্রবিতে ইউজিসি চেয়ারম্যান: সাংবাদিকদের প্রশ্নে বাধা

‘সি আর আবরার, আর নেই দরকার’ স্লোগানে শিক্ষকদের পতাকা মিছিল

শাবিপ্রবিতে আন্তর্জাতিক সম্মেলনে গোবিপ্রবি উপাচার্যের প্রবন্ধ উপস্থাপন

২০ বছরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়: অর্জন, সংকট ও নতুন স্বপ্নে একুশে পদার্পণ

রাকসুর ভিপি-এজিএস শিবিরের, জিএস আধিপত্য বিরোধী ঐক্যের

ভুলত্রুটি ছাড়াই ফল প্রস্তুত হয়েছে, বাড়ানো হয়েছে পরীক্ষকদের সম্মানী

২০২ শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই ফেল

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩ শতাংশ

অপেক্ষার অবসান ১২ লাখ শিক্ষার্থীর, সকাল ১০টায় এইচএসসির ফল

পিআরসহ ৫ দফা দাবিতে ঝিনাইদহে জামায়াতের মানববন্ধন

গোবিপ্রবিতে কর্মকর্তাদের ডিজিটাল অফিস ম্যানেজমেন্ট প্রশিক্ষণ শুরু

চাকসুর প্রচারণা শেষ, ভোট আগামীকাল

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, গোবিপ্রবি শাখার নেতৃত্বে ইমন-জান্নাতি
Link Copied