বাংলাদেশসহ ৪ দেশে টিকা রপ্তানি শুরু করেছে ভারত

দেশের শতকরা কমপক্ষে ৭৭ ভাগ মানুষকে করোনা ভাইরাসের কমপক্ষে এক ডোজ টিকা দেয়ার পর বাংলাদেশসহ এশিয়ার চারটি দেশে টিকা রপ্তানি শুরু করেছে ভারত। অন্য দেশগুলো হলো মিয়ানমার, নেপাল ও ইরান। অন্যদিকে করোনায় আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ার জন্য জম্মুতে নৈশকালীন নতুন কারফিউ ঘোষণা করা হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন টাইমস অব ইন্ডিয়া। এ বছর এপ্রিল-মে সময়ে ভারতে দ্বিতীয় দফা করোনা ঢেউ আঘাত হানে। তাতে ভয়াবহ এক অবস্থার সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে সরকার টিকা রপ্তানি বন্ধ করে দেয়। আভ্যন্তরীণ চাহিদা মিটানোর জন্য বাণিজ্যিক চুক্তি স্থগিত করে কর্তৃপক্ষ।
তবে অ্যাক্সিওস ওয়েবসাইটকে সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ার প্রধান আধার পুনাওয়ালা এ সপ্তাহে বলেছেন, তিনি আশা করছেন কোভিশিল্ড নামের টিকার ডোজ আফ্রিকার দেশগুলোতে পৌঁছে যাবে শিগগিরই। কারণ, ভারত এরই মধ্যে কোভ্যাক্স ফ্যাসিলিটিজে রপ্তানি শুরু করেছে। এর মধ্যে প্রথম ডোজের লট আফ্রিকায় অবতরণ করেছে। আধার পুনাওয়ালা বলেন, আমি মনে করি ১০ই নভেম্বরের মধ্যে প্রথম ডোজ সরবরাহ পৌঁছে যাওয়ার কথা আফ্রিকায়। তিনি বলেন, শিপমেন্ট শুরু হলেই প্রতি মাসে প্রায় ৩ কোটি ডোজ টিকা যুক্ত হবে কোভ্যাক্সে।
ভারতে এখন বেশকিছু টিকা পাইপলাইনে আছে। এর মধ্যে আছে কোভাভ্যাক্স, কোরবেভ্যাক্স, জাইকোভডি, জেনোভাস এমআরএনএ। এগুলো অনুমোদনের বিভিন্ন পর্যায়ে আছে। সেরাম ইনস্টিটিউটের টিকার প্রথম ৫ কোটি ডোজ এ সপ্তাহেই ইন্দোনেশিয়া যাওয়ার কথা রয়েছে। তবে ভারতের ডিসিজিআই, বিশ্ব স্বাস্থ্য সংস্থা অথবা যুক্তরাষ্ট্রের এফডিএ’র পক্ষ থেকে সবুজ সঙ্কেতের ওপর নির্ভর করছে তা।
যদিও ভারত সরকার অধিক পরিমাণ ভারতীয়কে টিকার দ্বিতীয় ডোজ দেয়ার দিকে দৃষ্টি দিয়েছে, তবু সরবরাহে টান পড়বে বলে মনে হয় না। এই মুহূর্তে টিকা উৎপাদনকারীরা তাদের উৎপাদন কিছুটা বাড়িয়েছে বলে মনে করা হচ্ছে। কারণ, তারা উৎপাদন বৃদ্ধির মাধ্যমে বিশ্বের কাছে রপ্তানি বাড়াতে চায়। ওদিকে ভারতে করোনা ভাইরাসের তৃতীয় ঢেউ শুরুর হওয়ার আশঙ্কা রয়েছে। দ্বিতীয় ঢেউয়ের সময় টিকার যে স্বল্পতা দেখা দিয়েছিল, এক্ষেত্রেও তা ঘটতে পারে বলে ভয় আছে অনেকের। সরকারি সূত্রগুলো বলেছেন, টিকা সরবরাহ ধীরগতির হয়েছিল ভারত বায়োটেকের কোভ্যাক্সিন উৎপাদন ধীর গতির কারণে।
ভারতে এখন বেশ কিছু টিকা পাইপলাইনে আছে। এর মধ্যে আছে কোভাভ্যাক্স, কোরবেভ্যাক্স, জাইকোভডি, জেনোভাস এমআরএনএ। এগুলো অনুমোদনের বিভিন্ন পর্যায়ে আছে। সেরাম ইনস্টিটিউটের টিকার প্রথম ৫ কোটি ডোজ এ সপ্তাহেই ইন্দোনেশিয়া যাওয়ার কথা রয়েছে। তবে ভারতের ডিসিজিআই, বিশ্ব স্বাস্থ্য সংস্থা অথবা যুক্তরাষ্ট্রের এফডিএ’র পক্ষ থেকে সবুজ সঙ্কেতের ওপর নির্ভর করছে তা।
যদিও ভারত সরকার অধিক পরিমাণ ভারতীয়কে টিকার দ্বিতীয় ডোজ দেয়ার দিকে দৃষ্টি দিয়েছে, তবু সরবরাহে টান পড়বে বলে মনে হয় না। এই মুহূর্তে টিকা উৎপাদনকারীরা তাদের উৎপাদন কিছুটা বাড়িয়েছে বলে মনে করা হচ্ছে। কারণ, তারা উৎপাদন বৃদ্ধির মাধ্যমে বিশ্বের কাছে রপ্তানি বাড়াতে চায়। ওদিকে ভারতে করোনা ভাইরাসের তৃতীয় ঢেউ শুরুর হওয়ার আশঙ্কা রয়েছে। দ্বিতীয় ঢেউয়ের সময় টিকার যে স্বল্পতা দেখা দিয়েছিল, এক্ষেত্রেও তা ঘটতে পারে বলে ভয় আছে অনেকের। সরকারি সূত্রগুলো বলেছেন, টিকা সরবরাহ ধীরগতির হয়েছিল ভারত বায়োটেকের কোভ্যাক্সিন উৎপাদন ধীর গতির কারণে।
এক্ষেত্রে যদি সেরাম তাদের উৎপাদন বাড়িয়ে না দিতো, তাহলে ভারতে টিকাদান এতটা দ্রুত করা সম্ভব হতো না। মধ্য অক্টোবর পর্যন্ত ভারত বায়োটেক প্রায় ১১ কোটি ডোজ করোনার টিকা সরবরাহ দিয়েছে। পক্ষান্তরে সুপ্রিম কোর্টের কাছে সরকার ৪০ কোটি টিকা সরবরাহ দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। তৃতীয় টিকা হিসেবে রাশিয়ায় তৈরি স্পুটনিক-ভি অনুমোদন দেয় ভারত। তারাও উৎপাদন বন্ধ করে দিয়েছিল।
কারণ, রাশিয়া এক্ষেত্রে যথেষ্ট সরবরাহ দিতে পারছিল না। মধ্য অক্টোবর পর্যন্ত প্রতিশ্রুত ১০ কোটি ডোজ টিকার বিপরীতে তারা সরবরাহ দিয়েছে মাত্র ৪৫ লাখ ডোজ। এসব কারণে আফ্রিকা, লাতিন আমেরিকা এমনকি এশিয়ার বিশাল এলাকায় এখনও টিকা দেয়া সম্ভব হয়নি। তবে আগ্রাসীভাবে এগিয়ে এসেছে চীন। তারা বাজার দখল করছে, যদিও গরপড়তায় তাদের টিকার কার্যকারিতা কম। পক্ষান্তরে ভারত উৎপাদিত টিকা বিশ্বে ভাল অবস্থানে আছে।
জামান / জামান

দলে ভাঙন ঠেকাতে পদত্যাগ করছেন জাপানের প্রধানমন্ত্রী

‘ট্রাম্পকে বিদায় করো’— প্রতিবাদ-বিক্ষোভে উত্তাল ওয়াশিংটন ডিসি

ধ্বংসস্তূপে চাপা মরদেহ, ক্ষুধায় প্রাণহানি—গাজায় মৃত্যুমিছিল থামছে না

থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী হলেন আনুতিন চার্নভিরাকুল

বিশ্বমঞ্চে শি জিনপিংয়ের শক্তি প্রদর্শন, দেখালেন কূটনৈতিক দাপট

যুদ্ধের পর ইউক্রেনকে নিরাপত্তা নিশ্চয়তা দেবে ২৬ দেশ: ম্যাক্রোঁ

লাগাতার হামলায় গাজায় নিহত আরও ৭৫, নিরাপদ আশ্রয় মিলছে না কোথাও

ট্রাম্পের শুল্কে বিপর্যস্ত দিল্লি, প্রতিশোধ নয় নতুন বাজার খুঁজছে ভারত

পশ্চিম তীর দখল নিয়ে ইসরায়েলকে কড়া বার্তা আরব আমিরাতের

জাতিসংঘ প্রতিষ্ঠার ৮০ বছর: আধুনিক আন্তর্জাতিক সম্পর্কের ভিত্তি এসসিও নেতারা

পাকিস্তান থেকে ভারতে গিয়ে মিলল না নাগরিকত্ব, রাষ্ট্রবিহীন দুই বোন

ভুয়া ভোটার ধরা পড়তেই কোণঠাসা বিজেপি
