ঢাকা সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫

জার্মানির করোনা পরিস্থিতি নাটকীয় : মেরকেল


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ১৭-১১-২০২১ বিকাল ৭:৪১

নাগরিকদের করোনা টিকার বুস্টার ডোজ দেয়ার গতি বাড়ানোর আহ্বান জানিয়ে জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মেরকেল বলেছেন, জার্মানির করোনা ভাইরাস পরিস্থিতি নাটকীয় অবস্থায় রয়েছে। একই সঙ্গে টিকার কার্যকারিতা নিয়ে দ্বিধায় থাকা লোকজনকে তাদের চিন্তা-ভাবনা পরিবর্তনের আহ্বান জানিয়েছেন তিনি। বুধবার (১৭ নভেম্বর) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

বুধবারও ইউরোপের এই দেশটিতে নতুন করে ৫২ হাজার ৮২৬ জনের করোনা শনাক্ত হয়েছে। দৈনিক এই সংক্রমণ গত সপ্তাহের তুলনায় এক-তৃতীয়াংশ বেশি। এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশটিতে এই ভাইরাসে মারা গেছেন ২৯৪ জন। এ নিয়ে জার্মানিতে করোনায় মারা গেছেন ৯৮ হাজার ২৭৪ জন। সম্প্রতি ইউরোপে করোনা ভাইরাস মহামারীর চতুর্থ ঢেউ আছড়ে পড়েছে।

জার্মানির সিটি মেয়রদের এক কংগ্রেসে মেরকেল বলেছেন, ভ্যাকসিনের প্রথম ডোজ নিতে বেশি দেরি করা যাবে না। যারা ভ্যাকসিন নেন, তারা নিজেদের এবং অন্যদের সুরক্ষিত করেন। যদি পর্যাপ্ত মানুষ ভ্যাকসিন নেন, তাহলে সেটাই হবে মহামারী থেকে বেরিয়ে আসার উপায়।

ইউরোপের অন্যতম জনবহুল এই দেশটির মাত্র ৬৮ শতাংশ মানুষ ইতোমধ্যে করোনা ভাইরাসের উভয় ডোজ নিয়েছেন। কার্যকারিতা নিয়ে দ্বিধার কারণে জার্মানিতে ভ্যাকসিন নেয়ার এই হার পশ্চিম ইউরোপের দেশগুলোর তুলনায় কম। তবে দেশটির ৫ শতাংশ মানুষ এখন পর্যন্ত করোনার একটি করে বুস্টার ডোজ নিয়েছেন।

গত সেপ্টেম্বরের নির্বাচনের পর জোট সরকার গঠনের আলোচনা চলায় বর্তমানে তত্ত্বাবধায়ক হিসেবে দেশ শাসন করছেন মেরকেল। তিনি বলেছেন, ভ্যাকসিনের বুস্টার ডোজ ব্যাপক বিতরণের জন্য জাতীয় উদ্যোগ নেয়া দরকার। এর আগে গত বৃহস্পতিবার ফেডারেল ও আঞ্চলিক নেতাদের বৈঠকে এক সপ্তাহের মধ্যে হাসপাতালে যেতে হবে এমন আক্রান্ত মানুষের সংখ্যার ভিত্তিতে কঠোর বিধিনিষেধমূলক পদক্ষেপ চালুর নির্দেশ দেন তিনি।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী জিনস স্প্যান বলেছেন, বুস্টার দেয়ার জন্য জার্মানির পর্যাপ্ত ডোজ আছে।

বিশ্বের দরিদ্র দেশগুলোতে করোনা ভাইরাসের টিকার সুষম বণ্টনের প্লাটফর্ম কোভ্যাক্সে ভ্যাকসিন দানের পরিকল্পনা পিছিয়ে দেয়ায় জার্মানির যথেষ্ট ভ্যাকসিন মজুদ আছে।

দেশটিতে পরবর্তী সরকার গঠনের আলোচনায় যুক্ত সোশ্যাল ডেমোক্র্যাটস, গ্রিনস এবং ফ্রি ডেমোক্র্যাটস মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে বেশকিছু নতুন পদক্ষেপ নেয়ার প্রস্তাব তৈরি করেছে। আগামী বৃহস্পতিবার দেশটির পার্লামেন্টে এ সংক্রান্ত একটি খসড়া আইনের বিষয়ে ভোটাভুটি অনুষ্ঠিত হবে।

জামান / জামান

দলে ভাঙন ঠেকাতে পদত্যাগ করছেন জাপানের প্রধানমন্ত্রী

‘ট্রাম্পকে বিদায় করো’— প্রতিবাদ-বিক্ষোভে উত্তাল ওয়াশিংটন ডিসি

ধ্বংসস্তূপে চাপা মরদেহ, ক্ষুধায় প্রাণহানি—গাজায় মৃত্যুমিছিল থামছে না

থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী হলেন আনুতিন চার্নভিরাকুল

বিশ্বমঞ্চে শি জিনপিংয়ের শক্তি প্রদর্শন, দেখালেন কূটনৈতিক দাপট

যুদ্ধের পর ইউক্রেনকে নিরাপত্তা নিশ্চয়তা দেবে ২৬ দেশ: ম্যাক্রোঁ

লাগাতার হামলায় গাজায় নিহত আরও ৭৫, নিরাপদ আশ্রয় মিলছে না কোথাও

ট্রাম্পের শুল্কে বিপর্যস্ত দিল্লি, প্রতিশোধ নয় নতুন বাজার খুঁজছে ভারত

পশ্চিম তীর দখল নিয়ে ইসরায়েলকে কড়া বার্তা আরব আমিরাতের

জাতিসংঘ প্রতিষ্ঠার ৮০ বছর: আধুনিক আন্তর্জাতিক সম্পর্কের ভিত্তি এসসিও নেতারা

পাকিস্তান থেকে ভারতে গিয়ে মিলল না নাগরিকত্ব, রাষ্ট্রবিহীন দুই বোন

ভুয়া ভোটার ধরা পড়তেই কোণঠাসা বিজেপি

মালয়েশিয়ায় রাতের আঁধারে ব্যাপক ধরপাকড়, ৪০০ বাংলাদেশি আটক