ঢাকা বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

জবিশিসের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ


ইউছুব ওসমান, জবি  photo ইউছুব ওসমান, জবি
প্রকাশিত: ১৮-১১-২০২১ দুপুর ৩:৩৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির (জবিশিস) নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি-২০২২ দায়িত্ব গ্রহণ করেছে। আগামী এক বছরের জন্য নবনির্বাচিত এ কমিটি দায়িত্ব পালন করবে। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে শিক্ষক সমিতির বার্ষিক সাধারণ সভা শেষে নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়।
 
অনুষ্ঠানে নতুন কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. আবুল হোসেন ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আবুল কালাম মো. লুৎফর রহমানসহ কমিটির নেতৃবৃন্দের হাতে সাবেক কমিটি দায়িত্ব হস্তান্তর করে। এ সময় নতুন কমিটিকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। 
 
নতুন কমিটির সদস্যদের উষ্ণ অভ্যর্থনা জানান জবিশিস-২০২০-এর কার্যনির্বাহী কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্য নেতৃবৃন্দ। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দায়িত্ব হস্তান্তর করা হয়। দায়িত্ব হস্তান্তরের সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষকসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
 
আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ শেষে নবনির্বাচিত সভাপতি অধ্যাপক ড. মো. আবুল হোসেন বলেন, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দায়িত্ব হস্তান্তর হয়েছে। অতীতের ভুলভ্রান্তি থেকে শিক্ষা নিয়ে সবার সহযোগিতায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। যাতে শিক্ষক-শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে পারি সেজন্য সবার সহযোগিতা কামণা করছি।
 
নবনির্বাচিত সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আবুল কালাম মো. লুৎফর রহমান বলেন, অত্যন্ত সুন্দর ও উৎসবমুখর পরিবেশে গত ৮ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আমাদের কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়েছে। আমাদের যে নির্বাচনী ইশতেহার ছিল, শিক্ষকদের কল্যাণে কাজ করার জন্য আমরা যেসব প্রতিশ্রুতি দিয়েছি তা পালনে আমরা যথাসাধ্য চেষ্টা করব। বিশ্ববিদ্যালয়ের কল্যাণে কাজ করতে প্রশাসনসহ সকলের সহযোগিতা কামনা করছি।
 
এর আগে গত ৮ নভেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২২ অনুষ্ঠিত হয়। এতে অধ্যাপক ড. মো. আবুল হোসেন সভাপতি ও অধ্যাপক ড. আবুল কালাম মো. লুৎফর রহমান সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন।
 
জবিশিস ২০২২-এ সহ-সভাপতি পদে পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. ছিদ্দিকুর রহমান, কোষাধ্যক্ষ পদে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক মো. আব্দুল মান্নান এবং যুগ্ম-সাধারণ সম্পাদক পদে দর্শন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ হাফিজুল ইসলাম নির্বাচিত হয়েছেন।
 
এছাড়াও সদস্য পদে ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আব্দুস সামাদ, সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মনিরুজ্জামান খান, উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. এএমএম গোলাম আদম, লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক শামীমা আক্তার, দর্শন বিভাগের সহকারী অধ্যাপক ফরহাদ আহমেদ, ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আব্দুল কাদের, গণিত বিভাগের অধ্যাপক ড. মো. রেজাউল করিম, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুসাররাত শামীম, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মিরাজ হোসেন এবং প্রাণরসায়ণ ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম নির্বাচিত হয়েছেন।
 
এর আগে সবশেষ ২০২০ সালের ২৮ জানুয়ারি শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়।

এমএসএম / জামান

শিক্ষার্থীদের অধিকার ও রেজিস্টারের পদত্যাগের দাবিতে চবি ছাত্রদলের বিক্ষোভ৷

সামুদ্রিক শৈবাল দিয়ে পুষ্টিকর স্যুপ উদ্ভাবন শেকৃবির গবেষকের

প্রকৌশল শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ

নজরুলকে নিয়ে যথাযথ গবেষণা হয়নি: কবির মৃত্যুদিবসে জাককানইবি ভিসি

হত্যাচেষ্টা মামলায় ডাকসু ভিপি প্রার্থী জালাল গ্রেপ্তার

জবির সিন্ডিকেটে জকসু সংবিধির প্রস্তাব গৃহীত

রুমমেটকে ছুরিকাঘাত, ডাকসু ভিপি প্রার্থী জালাল হল থেকে বহিষ্কার

ইবিতে নভেম্বরে ইকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা

ডিআইইউতে হল থেকে হাতেনাতে গাঁজা উদ্ধার, কিন্তু তদন্তে লাগবে ১২ দিন

কম্বাইন্ড ডিগ্রি দাবিতে অচলাবস্থা, উদ্বেগে বাকৃবির পশুপালন অনুষদের শিক্ষকরা

ইবিতে আ'লীগপন্থী শিক্ষকের বহিষ্কারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

চবি মেডিকেলে প্যাথলজি বিভাগ উদ্বোধন, করানো যাবে ২১ ধরনের পরীক্ষা

ইবিতে (ইকসু)গঠনের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন