ঢাকা বৃহষ্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

জবি ক্যাম্পাসের 'দুর্বল' ওয়াই-ফাই : এই আছে, এই নেই


ইউছুব ওসমান, জবি  photo ইউছুব ওসমান, জবি
প্রকাশিত: ২৫-১১-২০২১ দুপুর ৩:৩০

আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে ওয়াই-ফাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চগতির ইন্টারনেট সংযোগের সুবিধা থাকলেও এ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। ক্যাম্পাসে ওয়াই-ফাই (ইন্টারনেট) সেবা থাকলেও দুর্বল ফ্রিকোয়েন্সির কারণে বিড়ম্বনায় পড়ছেন তারা।

রাজধানীতে অবস্থিত দেশের অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে মেলে না উচ্চগতির ওয়াই-ফাই (ইন্টারনেট) সেবা। বিশ্ববিদ্যালয়ের প্রায় ১৬ হাজার শিক্ষার্থীর জন্য রয়েছে একটি মাত্র ওয়াই-ফাই কানেকশন। আর এই লাইনে ল্যাপটপ বা কম্পিউটার তো পরের কথা, মোবাইলেই তা কানেক্ট হয় না। এতে ক্যাম্পাসে এসে ভোগান্তিতে পড়তে হয় শিক্ষার্থীদের।

সারাবিশ্বের সাথে তাল মিলিয়ে তথ্যপ্রযুক্তিতে এগিয়ে যাওয়ার লক্ষ্যে ২০১২ সালে সম্পূর্ণ ক্যাম্পাসকে ওয়াই-ফাই (ইন্টারনেট) সংযোগের আওতায় আনে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কিন্তু ক্যাম্পাসজুড়ে ওয়াই-ফাই জোন করার ঘোষণা দিলেও বাস্তবে তা সীমাবদ্ধ রয়েছে নির্দিষ্ট কয়েকটি স্থানে। পুরো ক্যাম্পাসে ওয়াই-ফাই সংযোগের ৮ বছর পরেও দুর্বল গতির কারণে ইন্টারনেট ব্যবহার করতে পারছেন না শিক্ষার্থীরা। এতে ই-লাইব্রেরিসহ বিভিন্ন অনলাইন শিক্ষা কার্যক্রম থেকে পিছিয়ে পড়ছেন তারা। তবে তথ্যপ্রযুক্তিগত উন্নয়ন পুরো ক্যাম্পাসে দ্রুতগতির ওয়াই-ফাই ইন্টারনেটের ব্যবস্থা করা হয় এবং তা ১৫ এমবিপিএস থেকে ৬০ এমবিপিএস করা হয়েছে।

এদিকে, ২০২১-২২ অর্থ বছরে মূলধন অনুদান (যন্ত্রপাতি, যানবাহন, তথ্য যোগাযোগ প্রযুক্তি, অন্যান্য অনুদান) খাতে ৮ কোটি ৪৬ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। তবুও ক্যাম্পাসে শিক্ষার্থীদের স্মার্টফোনেও মিলছে না ওয়াই-ফাই কানেকশন।

শিক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘ সময় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করার প্রয়োজন হলেও এই সময়টিতে ইন্টারনেট ব্যবহার করতে পারেন না তারা। ওয়াই-ফাই সংযোগ হলেও এর গতি ধীর হওয়ায় ব্যবহার অনুপযোগী হয়ে থাকে। বারবার ওয়াই-ফাই সংযোগ বিচ্ছিন্ন হওয়াসহ দীর্ঘ সময় নিয়ে লোডিং হওয়ায় ইন্টারনেট ব্যবহারে ভোগান্তি পোহাচ্ছেন তারা। তাছাড়াও সংযোগটি খুব ধীরগতি সম্পন্ন এবং দুর্বল ফ্রিকোয়েন্সির কারণে প্রায় সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এতে বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীরা দিন দিন তথ্যপ্রযুক্তির ব্যবহার থেকে পিছিয়ে যাচ্ছে, যার ফলে তাদের মাঝে বিরাজ করছে ক্ষোভ আর হতাশা।

শিক্ষার্থীদের আরো অভিযোগ, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যে ওয়াইফাই আছে তা আসলে অকার্যকর। অনেক সময়ই এর নেটওয়ার্ক পাওয়া যায় না। অন্যদিকে বিভাগীয় ওয়াইফাইগুলোতে পাসওয়ার্ড সিস্টেমের কারণে শিক্ষার্থীরা ইন্টারনেট ব্যবহার করতে পারছেনা। এছাড়া ক্যাম্পাসে সহজেই ওয়াইফাই কানেকশন পাওয়ার কথা থাকলেও সর্বত্র ইন্টারনেট কাজ না করায় শিক্ষার্থীদেরকে পড়তে হচ্ছে বিপাকে।

লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী ছোঁয়া তালুকদার বলেন, ছুটির দিনে ক্যাম্পাসে শিক্ষার্থী কম থাকে, সেদিন তো ইন্টারনেটের গতি ভালো থাকার কথা। কিন্তু থাকে না। ফলে পড়তে গিয়ে কোথাও বুঝতে সমস্যা হলে তা ইন্টারনেটে খুঁজতে পারি না।

সিএসই বিভাগের সারোয়ার নামের এক শিক্ষার্থী অভিযোগ করে বলেন, ‘প্রথম দিকে ওয়াইফাই এর নেটওয়ার্ক কাজ করলেও এখন ঘন্টার পর ঘন্টা বসে থাকার পরও আমরা নেটওয়ার্ক পাই না’। কি ধরণের সমস্যা জানতে চাইলে তিনি বলেন, ‘ওয়াইফাই ওপেন করলেই লিমিট একসেস দেখায়। যার কারণে নেটওয়ার্ক দেখা গেলেও আমরা তা ব্যবহার করতে পারি না’।

মিরপুর থেকে ক্যাম্পাসের বাসে যাতায়াত করা গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের এক শিক্ষার্থী ফারজানা ইয়াসমিন বলেন, পরীক্ষা দুপুরেও থাকলে সকালেই আসতে হয়। অনেকটা সময় বসে থাকতে হয়, কিন্তু এই সময়টাতেও ইন্টারনেট ব্যবহার করতে পারি না।

বিশ্ববিদ্যালয় আইটি সূত্র জানায়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সর্বনিম্ম ৫১২ কিলোবাইট থেকে সর্বোচ্চ ২ মেগাবাইট গতিতে ৫০টি কম্পিউটারের মাধ্যমে ওয়াই-ফাই ব্যবহার করে কাজ সম্পন্ন করতে পারবে। কিন্তু বাস্তবে তা সম্ভব হচ্ছে না।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের আইটি সেলের পরিচালক অধ্যাপক ড. উজ্জ্বল কুমার আচার্য্য জানান, ‘আমরা পুরো ক্যাম্পাস ওয়াইফাইয়ের আওতায় আনবো। ক্যাম্পাসের যেসকল জায়গায় ওয়াইফাই নেই সেসকল জায়গায় ওয়াইফাই লাগিয়ে দিবো।’

কবে নাগাদ এই ওয়াইফাই সংযোগের কাজ বাড়ানো হবে জানতে চাইলে ড. উজ্জ্বল কুমার আচার্য্য বলেন, ‘চলতি অর্থবছরে তথ্য প্রযুক্তি খাতে বরাদ্দ এসেছে। এই অর্থবছরেই ওয়াফাই সংযোগ বাড়ানো হবে।’

এমএসএম / জামান

শিক্ষার্থীদের অধিকার ও রেজিস্টারের পদত্যাগের দাবিতে চবি ছাত্রদলের বিক্ষোভ৷

সামুদ্রিক শৈবাল দিয়ে পুষ্টিকর স্যুপ উদ্ভাবন শেকৃবির গবেষকের

প্রকৌশল শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ

নজরুলকে নিয়ে যথাযথ গবেষণা হয়নি: কবির মৃত্যুদিবসে জাককানইবি ভিসি

হত্যাচেষ্টা মামলায় ডাকসু ভিপি প্রার্থী জালাল গ্রেপ্তার

জবির সিন্ডিকেটে জকসু সংবিধির প্রস্তাব গৃহীত

রুমমেটকে ছুরিকাঘাত, ডাকসু ভিপি প্রার্থী জালাল হল থেকে বহিষ্কার

ইবিতে নভেম্বরে ইকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা

ডিআইইউতে হল থেকে হাতেনাতে গাঁজা উদ্ধার, কিন্তু তদন্তে লাগবে ১২ দিন

কম্বাইন্ড ডিগ্রি দাবিতে অচলাবস্থা, উদ্বেগে বাকৃবির পশুপালন অনুষদের শিক্ষকরা

ইবিতে আ'লীগপন্থী শিক্ষকের বহিষ্কারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

চবি মেডিকেলে প্যাথলজি বিভাগ উদ্বোধন, করানো যাবে ২১ ধরনের পরীক্ষা

ইবিতে (ইকসু)গঠনের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন