ক্যাম্পাস রাজনীতিতে জাককানইবি ছাত্রলীগের সাফল্য

শিক্ষা, শান্তি ও প্রগতির পতাকাবাহী সংগঠন, জাতির মুক্তির স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে গড়া, জীবন ও যৌবনের উত্তাপে শুদ্ধ সংগঠন, সোনার বাংলা বিনির্মাণের কর্মী গড়ার পাঠশালা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) শাখা ছাত্রলীগ। বিনয়, শিক্ষার সঙ্গে দীক্ষা, কর্মের সঙ্গে নিষ্ঠা, জীবনের সঙ্গে দেশপ্রেম এবং মানবীয় গুণাবলীর সংমিশ্রণ ঘটিয়ে একটি সুষ্ঠু ধারার ক্যাম্পাস রাজনীতিতে সফল জাককানইবি ছাত্রলীগের বর্তমান কমিটি।
গত ২০১৭ সালের ৭ মে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ এবং সাধারণ সম্পাদক এস. এম. জাকির হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নজরুল ইসলাম বাবু ও রাকিবুল হাসান রাকিবকে সভাপতি-সাধারণ সম্পাদক করে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের এক বছরের জন্য কমিটি ঘোষণা করা হয়। দায়িত্ব গ্রহণের পর থেকেই গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের লক্ষে শিক্ষার্থীদের নিয়ে কাজ করে যাচ্ছে জাককানইবি ছাত্রলীগের বর্তমান কমিটি ।
করোনাভাইরাস মহামারিকালেও শিক্ষার্থীদের পাশে ছাত্রলীগের নেতাকর্মীরা দাঁড়িয়েছে। তারা হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক বিতরণসহ করোনাকালে সাধারণ মানুষকে সচেতন করার সব কৌশল অবলম্বন করেছে। শিক্ষার্থীদের বাড়িভাড়া ও অন্যান্য আর্থিক সমস্যায় তাদের পাশে থেকে সমস্যা সমাধানে চেষ্টা করেছে। সংগঠনের স্বার্থে গ্ৰুপিং, দলীয় কোন্দল ও ভেদাভেদ ভূলে গিয়ে সভাপতি নজরুল ইসলাম বাবু ও সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাকিবের নেতৃত্বে চাঙ্গা জাককানইবি ছাত্রলীগ । নিয়মিত সাংগঠনিক কর্মকাণ্ডের বাইরে বৃক্ষরোপণ কর্মসূচি, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি এবং খেলাধুলার মতো জনকল্যাণমূলক কর্মসূচিতে মনযোগ দিচ্ছে সংগঠনটির বর্তমান কমিটি । বিগত সময়ে আয়োজন করা হয়েছে প্রায় অর্ধ শতাধিক ক্রীড়া প্রতিযোগিতা।
সভাপতি ও সাধারণ সম্পাদক একসাথে একই ব্যানারে, সকল কর্মসূচিতে অংশ নেওয়ায় কর্মীরা উৎসাহিত হচ্ছেন। অতীতের চেয়ে বর্তমান ছাত্রলীগের কমিটি সুসংগঠিত। একঝাঁক তরুণ মেধাবীদের নিয়ে গঠিত জাককানইবি ছাত্রলীগ। বিশ্ববিদ্যালয়টির ছাত্রলীগের নেতাকর্মীরা জানান, শেখ হাসিনার ভিশন ২০২১ সালের ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে জাককানইবি ছাত্রলীগ বদ্ধপরিকর। নেত্রীর যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়নে জাককানইবি ছাত্রলীগ প্রস্তুত।সংগঠনের কার্যক্রম সম্পর্কে জানতে চাইলে জাককানইবি ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম বাবু বলেন, অতীতের যেকোনো সময়ের চাইতে জাককানইবি ছাত্রলীগ শক্তিশালী ছাত্র সংগঠনে পরিণত হয়েছে। আমাদের কমিটির ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে পেশীশক্তি আর চাঁদাবাজির মত কোনো বদনাম নেই। বাংলাদেশ ছাত্রলীগ তার সোনালি অতীতের মতো সমৃদ্ধ ভবিষ্যৎ গড়বে। আর সে জন্যই দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রচেষ্টায় ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মী তাদের মেধা ও শ্রম দিয়ে সর্বোচ্চ অবদান রাখছেন। ‘রূপকল্প-২০২১’ বাস্তবায়নে প্রযুক্তি দক্ষ ছাত্রসমাজ তৈরিতে বাংলাদেশ ছাত্রলীগ কাজ করছে ও করবে।
সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাকিব বলেন, নবীনদের মেধা দেশ গড়ার কাজে লাগুক, স্বাধীনতার মূলমন্ত্রে বিধৌত হোক নতুন প্রজন্মের বিবেক ও চেতনা। অনাগত প্রজন্মের লড়াই হোক সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আর মুক্তিযুদ্ধের সপক্ষে। বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে, সব অশুভ শক্তিকে পেছনে ফেলে, মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রেখে, দেশগড়ার প্রত্যয়ে এগিয়ে যাবে বাংলাদেশ ছাত্রলীগ।
এমএসএম / জামান

ইবিতে নভেম্বরে ইকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা

ডিআইইউতে হল থেকে হাতেনাতে গাঁজা উদ্ধার, কিন্তু তদন্তে লাগবে ১২ দিন

কম্বাইন্ড ডিগ্রি দাবিতে অচলাবস্থা, উদ্বেগে বাকৃবির পশুপালন অনুষদের শিক্ষকরা

ইবিতে আ'লীগপন্থী শিক্ষকের বহিষ্কারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

চবি মেডিকেলে প্যাথলজি বিভাগ উদ্বোধন, করানো যাবে ২১ ধরনের পরীক্ষা

ইবিতে (ইকসু)গঠনের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন

জাকসুতে শিবির ও বাগছাসের প্যানেল ঘোষণা, বিলম্ব ছাত্রদল ও বাম সংগঠনের

জকসু নীতিমালা জমা আজ আগামী বুধবার বিশেষ সিন্ডিকেট সভা

চাঁদাবাজির ঘটনায় আলোচিত সেই আফ্রিদির বিরুদ্ধে মানহানীর অভিযোগ

জবি রোভার স্কাউটের বৃক্ষরোপণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি

গকসু নির্বাচন: গঠনতন্ত্র ভেঙে ‘একক প্রার্থী বানানোর খেলা’, পণ্ড বৈঠক

১২৪ শিক্ষাপ্রতিষ্ঠানে বিটিসিএলের আড়াই কোটি টাকার বিল বকেয়া
