ঢাকা সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

সড়ক দুর্ঘটনায় নোবিপ্রবি শিক্ষার্থী নিহতের প্রতিবাদে নোয়াখালীতে সড়ক অবরোধ ও বিক্ষোভ


ফাহাদ হোসেন, নোবিপ্রবি  photo ফাহাদ হোসেন, নোবিপ্রবি
প্রকাশিত: ৭-১২-২০২১ বিকাল ৫:৩৯

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থী অজয় মজুমদার (২৩) ট্রাকের চাপায় নিহতের প্রতিবাদে নোয়াখালী জেলা শহর মাইজদীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার পর থেকে  প্ল্যাকার্ড হাতে নিয়ে সোনাপুর জিরো পয়েন্ট ও সুধারাম থানার সামনে সড়ক অবরোধ করেন তারা। এ সময় তারা ‘অজয় হত্যার বিচার চাই’, ‘উই ওয়ান্ট জাস্টিস’-সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

এ সময় শিক্ষার্থীরা বলেন, দীর্ঘদিন ধরে নোয়াখালীর মাইজদী থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সড়কের বেহাল অবস্থা। বারবার প্রশাসনিক ব্যক্তিবর্গকে এ বিষয়ে জানানো হলেও কোনো ধরনের সহযোগিতা করা হয়নি। নিয়মিত এ সড়কে সাধারণ মানুষ সড়ক দুর্ঘটনার শিকার হন। আজ আমাদের ভাইকে হারালাম। আর কাউকে আমরা সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাতে দেখতে চাই না। আমরা নিরাপদ সড়ক চাই। 

নোয়াখালীর সুধারাম থানার সামনে শিক্ষার্থীদের সড়ক অবরোধে গিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল আলমসহ বিশ্ববিদ্যালয়ের কর্তাব্যক্তিগণ। এ সময় উপাচার্য আগামী ১৫ দিনের মধ্যে বিশ্ববিদ্যালয়গামী সড়কপথের যথাযথ সংস্কারসহ শিক্ষার্থীদের সকল দাবি-দাওয়া মেনে নেয়ার প্রতিশ্রুতি দেন।

এ সময় নোয়াখালীর জেলা প্রশাসক মো. খোরশেদ আলম খান বিক্ষুদ্ধ শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করেন। তিনি বলেন, আগামী ১৫ দিনের মধ্যে সড়কের যথাযথ সংস্কারকাজ সম্পন্ন করতে সড়ক ও পরিবহন অধিদপ্তরের সাথে কথা হয়েছে। অধিদপ্তর থেকে  প্রতিশ্রুতি দেয়া হয়েছে ১৫ দিনের মধ্যে বিশ্ববিদ্যালয়গামী প্রধান সড়কের সংস্কারকাজ সম্পন্ন করার।

উল্লেখ্য, মঙ্গলবার দুপুরে সোনাপুর জিরো পয়েন্টে ট্রাকচাপায় অজয় মজুমদার (২৩) নামে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) এক শিক্ষার্থী নিহত হন। অজয় মজুমদার বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন সায়েন্স ও লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়নের বাদল চন্দ্র মজুমদারের ছেলে।

এমএসএম / জামান

মাংসের খাটিয়ায় কুকুর, ছবি তুলতেই সাংবাদিককে হুমকি

ইবি'র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

ঢাবির একাডেমিক কার্যক্রম ২ সপ্তাহ বন্ধ, হল ত্যাগের নির্দেশ

ভিকারুননিসায় রোববারের প্রথম-নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা স্থগিত

ইবি'র ৪৭তম জন্মিদনে নানা কর্মসূচি গ্রহণ

জকসু নিয়ে কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী অবন্তির ভাবনা

জকসু নিয়ে কেন্দ্রীয় পাঠাগার ও সেমিনার সম্পাদক পদপ্রার্থী ইমনের ভাবনা

ছাত্রদলের উদ্যোগে সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল শিশুদের সাপ্তাহিক স্কুল উদ্বোধন

শেকৃবিতে নিয়োগে আওয়ামী পুনর্বাসন, এলাকাপ্রীতি ও অর্থ লেনদেনের অভিযোগ

উত্তরায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

জকসুতে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করবে সাংবাদিক সম্পদ

দীর্ঘ তিন যুগ পর জাবিতে ইসলামী ছাত্রশিবিরের মিছিল

জকসু নির্বাচন: ছাত্রশিবিরের ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল ঘোষণা