ঢাকা সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

নোবিপ্রবিতে দৃষ্টিনন্দন কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন


ফাহাদ হোসেন, নোবিপ্রবি  photo ফাহাদ হোসেন, নোবিপ্রবি
প্রকাশিত: ১০-১২-২০২১ বিকাল ৬:১৭
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থী ও শিক্ষকদের দীর্ঘ প্রতীক্ষিত দৃষ্টিনন্দন কেন্দ্রীয় জামে মসজিদের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১০ ডিসেম্বর) দুপুরে নামফলক উন্মোচন এবং দোয়া-মোনাজাতের মাধ্যমে কেন্দ্রীয় মসজিদের উদ্বোধন করেন নোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মো. গিয়াস উদ্দিন ভূঁইয়া।
 
পবিত্র জুমার নামাজ আদায়ের মাধ্যমে নোবিপ্রবির কেন্দ্রীয় জামে মসজিদের কার্যক্রম শুরু হয়। এতে অংশ নেন- বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সর্বস্তরের সাধারণ মানুষ। জুমার নামাজে দেশ, জাতি ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।
 
বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা উন্নয়ন ও ওয়ার্কার্স দফতর সূত্রে জানা গেছে, ১০ হাজার বর্গফুট আয়তনের একতলাবিশিষ্ট এ মসজিদে একসঙ্গে প্রায় এক হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। ৫ কোটি ৩২ লাখ টাকা ব্যয়ে নির্মিত একতলা মসজিদটি আধুনিক স্থাপত্যশৈলী ও দৃষ্টিনন্দন কারুকার্যসম্পন্ন। সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত মসজিদের মেঝে (ফ্লোর) মার্বেল পাথরখচিত। এর সঙ্গে রয়েছে ৬০ ফুট উচ্চতার একটি মিনার।
 
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রকৌশলী (সিভিল) মাঈন উদ্দিন  বলেন, মসজিদটিতে প্রায় ‍এক হাজার মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন। ইমাম ও মুয়াজ্জিনের জন্য পৃথক থাকার ব্যবস্থা রয়েছে। এছাড়াও অজুখানা ও পয়োনিষ্কাশন ব্যবস্থা রয়েছে।
 
মসজিদ কমিটির সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. শফিকুল ইসলাম  বলেন, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ কেবল একটিই হয়। এক সময় এই মসজিদটির শত বছর হবে। আজকের উদ্বোধন আমাদের কাছে স্মৃতি হয়ে থাকবে।
 
উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম বলেন, দৃষ্টিনন্দন মসজিদটি অসাধারণ কারুকাজে সজ্জিত হয়েছে। মসজিদটি সকলের মন কাড়বে। আশা করি দর্শনার্থীরাও মসজিদটি দেখতে আসবেন।

এমএসএম / জামান

মাংসের খাটিয়ায় কুকুর, ছবি তুলতেই সাংবাদিককে হুমকি

ইবি'র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

ঢাবির একাডেমিক কার্যক্রম ২ সপ্তাহ বন্ধ, হল ত্যাগের নির্দেশ

ভিকারুননিসায় রোববারের প্রথম-নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা স্থগিত

ইবি'র ৪৭তম জন্মিদনে নানা কর্মসূচি গ্রহণ

জকসু নিয়ে কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী অবন্তির ভাবনা

জকসু নিয়ে কেন্দ্রীয় পাঠাগার ও সেমিনার সম্পাদক পদপ্রার্থী ইমনের ভাবনা

ছাত্রদলের উদ্যোগে সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল শিশুদের সাপ্তাহিক স্কুল উদ্বোধন

শেকৃবিতে নিয়োগে আওয়ামী পুনর্বাসন, এলাকাপ্রীতি ও অর্থ লেনদেনের অভিযোগ

উত্তরায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

জকসুতে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করবে সাংবাদিক সম্পদ

দীর্ঘ তিন যুগ পর জাবিতে ইসলামী ছাত্রশিবিরের মিছিল

জকসু নির্বাচন: ছাত্রশিবিরের ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল ঘোষণা