ঢাকা সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

নোবিপ্রবিতে দৃষ্টিনন্দন কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন


ফাহাদ হোসেন, নোবিপ্রবি  photo ফাহাদ হোসেন, নোবিপ্রবি
প্রকাশিত: ১০-১২-২০২১ বিকাল ৬:১৭
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থী ও শিক্ষকদের দীর্ঘ প্রতীক্ষিত দৃষ্টিনন্দন কেন্দ্রীয় জামে মসজিদের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১০ ডিসেম্বর) দুপুরে নামফলক উন্মোচন এবং দোয়া-মোনাজাতের মাধ্যমে কেন্দ্রীয় মসজিদের উদ্বোধন করেন নোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মো. গিয়াস উদ্দিন ভূঁইয়া।
 
পবিত্র জুমার নামাজ আদায়ের মাধ্যমে নোবিপ্রবির কেন্দ্রীয় জামে মসজিদের কার্যক্রম শুরু হয়। এতে অংশ নেন- বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সর্বস্তরের সাধারণ মানুষ। জুমার নামাজে দেশ, জাতি ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।
 
বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা উন্নয়ন ও ওয়ার্কার্স দফতর সূত্রে জানা গেছে, ১০ হাজার বর্গফুট আয়তনের একতলাবিশিষ্ট এ মসজিদে একসঙ্গে প্রায় এক হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। ৫ কোটি ৩২ লাখ টাকা ব্যয়ে নির্মিত একতলা মসজিদটি আধুনিক স্থাপত্যশৈলী ও দৃষ্টিনন্দন কারুকার্যসম্পন্ন। সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত মসজিদের মেঝে (ফ্লোর) মার্বেল পাথরখচিত। এর সঙ্গে রয়েছে ৬০ ফুট উচ্চতার একটি মিনার।
 
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রকৌশলী (সিভিল) মাঈন উদ্দিন  বলেন, মসজিদটিতে প্রায় ‍এক হাজার মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন। ইমাম ও মুয়াজ্জিনের জন্য পৃথক থাকার ব্যবস্থা রয়েছে। এছাড়াও অজুখানা ও পয়োনিষ্কাশন ব্যবস্থা রয়েছে।
 
মসজিদ কমিটির সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. শফিকুল ইসলাম  বলেন, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ কেবল একটিই হয়। এক সময় এই মসজিদটির শত বছর হবে। আজকের উদ্বোধন আমাদের কাছে স্মৃতি হয়ে থাকবে।
 
উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম বলেন, দৃষ্টিনন্দন মসজিদটি অসাধারণ কারুকাজে সজ্জিত হয়েছে। মসজিদটি সকলের মন কাড়বে। আশা করি দর্শনার্থীরাও মসজিদটি দেখতে আসবেন।

এমএসএম / জামান

চবি মেডিকেলে প্যাথলজি বিভাগ উদ্বোধন, করানো যাবে ২১ ধরনের পরীক্ষা

ইবিতে (ইকসু)গঠনের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন

জাকসুতে শিবির ও বাগছাসের প্যানেল ঘোষণা, বিলম্ব ছাত্রদল ও বাম সংগঠনের

জকসু নীতিমালা জমা আজ আগামী বুধবার বিশেষ সিন্ডিকেট সভা

চাঁদাবাজির ঘটনায় আলোচিত সেই আফ্রিদির বিরুদ্ধে মানহানীর অভিযোগ

জবি রোভার স্কাউটের বৃক্ষরোপণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি

গকসু নির্বাচন: গঠনতন্ত্র ভেঙে ‘একক প্রার্থী বানানোর খেলা’, পণ্ড বৈঠক

১২৪ শিক্ষাপ্রতিষ্ঠানে বিটিসিএলের আড়াই কোটি টাকার বিল বকেয়া

ইবিতে অ্যাসেট ম্যানেজমেন্ট বিষয়ক সভা অনুষ্ঠিত

ছাত্রদলের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা: ভিপি আবিদুল, জিএস হামিম, এজিএস মায়েদ

ইবিতে জুলাই গণঅভ্যুত্থান বিরোধী ৬১জনকে শাস্তির সুপারিশ

ট্রান্সজেন্ডার কর্তৃক শিক্ষকদের হত্যার হুমকী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ সমাবেশ

জ্ঞানার্জন করো কিন্তু জ্ঞানপাপী হইও না: বাউবি উপাচার্য ড. ওবায়দুল ইসলাম