ঢাকা শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

কুবি শিক্ষক সমিতির নির্বাচনে আওয়ামীপন্থী দুপক্ষের মাঝে উচ্চবাচ্য


কুবি প্রতিনিধি photo কুবি প্রতিনিধি
প্রকাশিত: ১৩-১২-২০২১ রাত ১০:৭
কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ-২০২২ নির্বাচনে ভোট গণনা চলাকালে আওয়ামীপন্থী দুপক্ষের শিক্ষকদের মাঝে বাকবিতণ্ডার ঘটনা ঘটেছে। সোমবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে নির্বাচন বুথ টিচার্স লাউঞ্জের সামনে এ ঘটনা ঘটে।
 
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আওয়ামীপন্থী রানা-এমদাদ প্যানেলের পক্ষ থেকে ভোট গণনার প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের কাছে আপত্তি তোলা হয়। তারা প্রতি বছরের মতো একই প্রক্রিয়ায় ভোট গণনা করার দাবি জানান, যাতে মনোনীত এজেন্টরা ভোট গণনার বিষয়টি ভালভাবে পর্যবেক্ষণ করতে পারেন। 
 
এ সময় আওয়ামীপন্থী দুপক্ষের শিক্ষকরা টিচার্স লাউঞ্জের সামনে জড়ো হতে থাকেন। এরপর বেশ কিছুক্ষণ দুপক্ষের শিক্ষক নেতাদের মাঝে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে নির্বাচন কমিশনার সকল প্যানেলের সভাপতি-সম্পাদক প্রার্থীদের ভোট গণনার কক্ষে উপস্থিত থাকার প্রস্তাব দিলে উদ্ভূত পরিস্থিতির সমাধান হয়।
 
আওয়ামীপন্থীদের একটি অংশ নন্দী-বিদ্যুৎ প্যানেলের সভাপতি প্রার্থী ড. দুলাল চন্দ্র নন্দী বলেন, কেউ আপত্তি জানালে প্রয়োজনে সবার সামনে ভোট গণনা হোক। তবুও চাই সুষ্ঠুভাবে হোক। যেমনটা সন্দেহ করছে, বিশ্ববিদ্যালয় পর্যায়ে তেমন কিছু হয় না। নির্বাচন কমিশনের প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে।
 
আওয়ামীপন্থী অন্য একটি অংশ রানা-এমদাদ প্যানেলের সাধারণ সম্পাদক প্রার্থী মো. এমদাদুল হক বলেন, আমরা নির্বাচন কমিশনারের প্রতি কোনো প্রকার অনাস্থা পোষণ করিনি। আমাদের প্রক্রিয়া নিয়ে জিজ্ঞাসা ছিল। নির্বাচন কমিশনার পরবর্তীতে দুপক্ষের সম্মতিতে ভোট গণনার প্রক্রিয়া নতুন করে ঠিক করেছেন।
 
উল্লেখ্য, আজ সকাল ৯টা থেকে শুরু হয়ে দুপুর ২টায় ভোটগ্রহণ সম্পন্ন হয়।

এমএসএম / জামান

স্কুলে ভর্তিতে ৬৩ শতাংশই কোটা, অভিভাবকদের আপত্তি

বাকৃবিতে গরুর মাংস উৎপাদনে চতুর্থ শিল্পবিপ্লব প্রযুক্তি বিষয়ক কর্মশালা

জকসুর মনোনয়নপত্র বিতরণ শুরু কাল

ইবিতে 'মানবতা ও ইসলাম' শীর্ষক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত

দুুুই হাজারের অধিক শিক্ষার্থীকে নিয়ে জবি শিবিরের ‘রান উইথ শিবির’ কর্মসূচি

ইবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক কমিটি গঠন

প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি শুরু, ৬৫ হাজার স্কুলে ক্লাস বন্ধ

ইবিতে কুরুচিপূর্ণ মন্তব্য করা শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ জমা

জকসু নির্বাচন ছবি যুক্ত ভোটার তালিকার পরিকল্পনা নির্বাচন কমিশনের

ডিজিটাল লেনদেনে আগ্রহ বাড়াতে বাকৃবিতে বাংলাদেশ ব্যাংকের সেমিনার

১৬ নভেম্বর এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ

ইবিতে সাংবাদিক লাঞ্চিতের ঘটনায় তিন শিক্ষার্থী বহিষ্কার

জবিস্থ চট্টগ্রাম জেলা ছাত্রকল্যাণের নেতৃত্বে আরাফাত-নোমান