কুবিতে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ব্রাহ্মণবাড়িয়া ছাত্রকল্যান পরিষদের উদ্যোগে ও বৃত্ত কুবি'র সহযোগিতায় ব্রাহ্মণবাড়িয়া মুক্ত দিবস উপলক্ষ্যে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে মোমবাতি দিয়ে ব্রাহ্মণবাড়িয়া অংশটি ফুটিয়ে তোলা হয়।
রবিবার(১৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে সংগঠনের সভাপতি মুনিম হাসান ভুঁইয়ার সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক এনায়েত উল্লাহর সঞ্চালনায় বেলুন উড়িয়ে অনুষ্ঠানের সূচনা করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। এরপর পবিত্র কুরআন তিলাওয়াত ও গীতা পাঠ করা হয়।
অনুষ্ঠানের এক পর্যায়ে ফটো কন্টেস্টে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেওয়া হয় এবং অতিথিদের ক্রেস্ট প্রদান করা হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আবদুস সালাম এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের কুমিল্লা জেলার ডেপুটি কমান্ডার নন্দন চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর মো. আবদুস সালাম বলেন, বঙ্গবন্ধু কোনো দলের নয়, বঙ্গবন্ধু জাতির। বঙ্গবন্ধু জাতির নেতা থেকে বিশ্ব নেতায় রুপান্তরিত হয়েছিলেন। বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশ এই তিনটি শব্দ যদি আমরা অনুধাবন করতে পারি, হৃদয়ে ধারণ করতে পারি তাহলে আমাদের দেশ সম্পর্কে অজানার কিছু থাকবে না।
তিনি আরও বলেন, 'দেশ স্বাধীন হওয়ার পর বঙ্গবন্ধু মাত্র সাড়ে তিনবছর বেঁচে ছিলেন। এই সময়ের মধ্যে তিনি অনেক মহা পরিকল্পনা গ্রহণ করেছিলেন যার ফল আমরা এখনও ভোগ করছি।'
প্রধান বক্তার বক্তব্যে নন্দন চৌধুরী বলেন, স্বাধীনতার ইতিহাস এত নাতিদীর্ঘ নয়, অনেক সুদীর্ঘ। ১৯৬৯ এর আন্দোলনের ফলে পাকিস্তানের বেনিয়া গোষ্ঠী মাথা নত করে ১৯৭০ এর নির্বাচন দিতে বাধ্য হয়। ১৯৭০ এর নির্বাচনে বাঙ্গালীরা যখন সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে, তারপর যখন ক্ষমতা দেওয়ার পালা তখন তারা ধানাই পানাই শুরু করে।বিভিন্ন ছুতা-নাতা দিয়ে ক্ষমতা হস্তান্তর করে নাই। যার ফলে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ অনিবার্য হয়ে পড়ে।
আরও বক্তব্য দেন অনুষ্ঠানের বিশেষ অতিথি মুক্তিযোদ্ধা এ কে এম আজিজুল হক সেলিম, বিশেষ অতিথি কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. সফিকুল ইসলাম, বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসান ফেরদৌস, বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার নুর মোহাম্মদ জিসান।
এসময় আরো উপস্থিত ছিলেন কাস্টমস এন্ড ভ্যাট কমিশনারেটের সহকারি রাজস্ব কর্মকর্তা মোঃ মনির হোসেন, মোঃ আল-আমীন ভূইয়াসহ ব্রাহ্মণবাড়িয়া জেলা ও বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীরা।
ব্রাহ্মণবাড়িয়া ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি মুনিম হাসান ভূঁইয়া অনুষ্ঠানে আগত সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
এমএসএম / এমএসএম
স্কুলে ভর্তিতে ৬৩ শতাংশই কোটা, অভিভাবকদের আপত্তি
বাকৃবিতে গরুর মাংস উৎপাদনে চতুর্থ শিল্পবিপ্লব প্রযুক্তি বিষয়ক কর্মশালা
জকসুর মনোনয়নপত্র বিতরণ শুরু কাল
ইবিতে 'মানবতা ও ইসলাম' শীর্ষক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত
দুুুই হাজারের অধিক শিক্ষার্থীকে নিয়ে জবি শিবিরের ‘রান উইথ শিবির’ কর্মসূচি
ইবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক কমিটি গঠন
প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি শুরু, ৬৫ হাজার স্কুলে ক্লাস বন্ধ
ইবিতে কুরুচিপূর্ণ মন্তব্য করা শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ জমা
জকসু নির্বাচন ছবি যুক্ত ভোটার তালিকার পরিকল্পনা নির্বাচন কমিশনের
ডিজিটাল লেনদেনে আগ্রহ বাড়াতে বাকৃবিতে বাংলাদেশ ব্যাংকের সেমিনার
১৬ নভেম্বর এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ
ইবিতে সাংবাদিক লাঞ্চিতের ঘটনায় তিন শিক্ষার্থী বহিষ্কার