ঢাকা বৃহষ্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

প্রথমবারের মতো আন্তর্জাতিক কনফারেন্সের আয়োজন করছে কুবি'র প্রকৌশল অনুষদ


কুবি প্রতিনিধি photo কুবি প্রতিনিধি
প্রকাশিত: ২৪-১২-২০২১ রাত ১১:৪১
মেশিন ইন্টালিজেন্স ও ডাটা সায়েন্স এপ্লিকেশনের উপর আন্তর্জাতিক কনফারেন্সের আয়োজন করছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ। এটি বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের আয়োজনে প্রথম আন্তর্জাতিক কনফারেন্স।
 
আগামী ২৬ ডিসেম্বর সকাল ৯ টা ১৫ তে  দুইদিন ব্যাপী 'ইন্টারন্যাশনাল কনফারেন্স অন মেশিন ইন্টালিজেন্স এন্ড ডাটা সায়েন্স এপ্লিকেশনস (মিডাস) ২০২১' শীর্ষক  এই  কনফারেন্সটি বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল ক্লাসরুমে শুরু হবে।
 
 এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী। পরদিন ২৭ ডিসেম্বর বিকালে সেরা গবেষণাপত্র উপস্থাপনকারীদের সনদ প্রদানের মাধ্যমে এই কনফারেন্স শেষ হবে৷  
 
কনফারেন্সে কি-নোট স্পীকার হিসেবে বক্তব্য রাখবেন  ড. জং-সুপ উম (দক্ষিণ কোরিয়া), ওয়েস্ট বোহেমিয়া ইউনিভার্সিটির অধ্যাপক ভ্যাকল্যাভ স্কালা, জাপানের ওসাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক  (স্পেশালি এপয়েন্টেড) মো. আতিকুর রহমান আহাদ, সিঙ্গাপুরের প্রফেসর কলেজ অব বিজনেসের ড. থিও থেইক থো, রাশিয়ার আরইউডিএন বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. আম্মার মুতাহান্না, ইরাকের দিয়ালা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. হুসাইন ফালিহ মাহদি, মালেয়শিয়ার ইউনিভার্সিটি পুত্রা মালেয়শিয়ার সহযোগী অধ্যাপক ড. থিনাগারান পেরুমাল, যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব রিডিংয়ের সহযোগী অধ্যাপক ড. বরুণ কুমার ওঝা ও দ্যা ইউনিভার্সিটি অব টেক্সাসের সিনিয়র লেকচারার ড. মুহাম্মদ তৌহিদুর রহমান। 
 
এই কনফারেন্সের আয়োজন নিয়ে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি, কনফারেন্সের কনভেনার ও অর্গানাইজিং চেয়ার পার্থ চক্রবর্ত্তী বলেন, এটি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের আয়োজনে প্রথম আন্তর্জাতিক কনফারেন্স। তাই আশা করছি, সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে এই কনফারেন্স সাফল্যমণ্ডিত হবে এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নাম উজ্জ্বল হবে৷

এমএসএম / এমএসএম

পাস্ট ডিবেটিং সোসাইটির নতুন সভাপতি রউফ, সম্পাদক তন্নি

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পবিপ্রবির ৩ শিক্ষার্থী

রাবিতে শাটডাউন প্রত্যাহার, ক্লাস-পরীক্ষা বর্জন জাতীয়তাবাদী শিক্ষকদের

পিছানো হল চাকসু নির্বাচন

রাবিতে দ্বিতীয় দিনের মতো চলছে ‘কমপ্লিট শাটডাউন’

১৬ অক্টোবর রাকসু নির্বাচন

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় বাকৃবির ১২ গবেষক

বিশ্বের শীর্ষ দুই শতাংশ গবেষকদের তালিকায় ইবির দুই অধ্যাপক

আমরা ক্রমশ সাম্য থেকে বৈষম্যের দিকে আগুয়ান হচ্ছি: ড. সলিমুল্লাহ খান

চবির নতুন প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী

পবিপ্রবিতে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর হল ও সুলতানা রাজিয়া হলের নবীনবরণ অনুষ্ঠিত

পবিপ্রবিতে আলোচনা সভা ও পরিচ্ছন্নতা কর্মসূচি পালন

পোষ্য কোটার দাবিতে এবার কর্মবিরতিতে রাবির শিক্ষক-কর্মকর্তারা