প্রথমবারের মতো আন্তর্জাতিক কনফারেন্সের আয়োজন করছে কুবি'র প্রকৌশল অনুষদ
মেশিন ইন্টালিজেন্স ও ডাটা সায়েন্স এপ্লিকেশনের উপর আন্তর্জাতিক কনফারেন্সের আয়োজন করছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ। এটি বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের আয়োজনে প্রথম আন্তর্জাতিক কনফারেন্স।
আগামী ২৬ ডিসেম্বর সকাল ৯ টা ১৫ তে দুইদিন ব্যাপী 'ইন্টারন্যাশনাল কনফারেন্স অন মেশিন ইন্টালিজেন্স এন্ড ডাটা সায়েন্স এপ্লিকেশনস (মিডাস) ২০২১' শীর্ষক এই কনফারেন্সটি বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল ক্লাসরুমে শুরু হবে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী। পরদিন ২৭ ডিসেম্বর বিকালে সেরা গবেষণাপত্র উপস্থাপনকারীদের সনদ প্রদানের মাধ্যমে এই কনফারেন্স শেষ হবে৷
কনফারেন্সে কি-নোট স্পীকার হিসেবে বক্তব্য রাখবেন ড. জং-সুপ উম (দক্ষিণ কোরিয়া), ওয়েস্ট বোহেমিয়া ইউনিভার্সিটির অধ্যাপক ভ্যাকল্যাভ স্কালা, জাপানের ওসাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক (স্পেশালি এপয়েন্টেড) মো. আতিকুর রহমান আহাদ, সিঙ্গাপুরের প্রফেসর কলেজ অব বিজনেসের ড. থিও থেইক থো, রাশিয়ার আরইউডিএন বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. আম্মার মুতাহান্না, ইরাকের দিয়ালা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. হুসাইন ফালিহ মাহদি, মালেয়শিয়ার ইউনিভার্সিটি পুত্রা মালেয়শিয়ার সহযোগী অধ্যাপক ড. থিনাগারান পেরুমাল, যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব রিডিংয়ের সহযোগী অধ্যাপক ড. বরুণ কুমার ওঝা ও দ্যা ইউনিভার্সিটি অব টেক্সাসের সিনিয়র লেকচারার ড. মুহাম্মদ তৌহিদুর রহমান।
এই কনফারেন্সের আয়োজন নিয়ে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি, কনফারেন্সের কনভেনার ও অর্গানাইজিং চেয়ার পার্থ চক্রবর্ত্তী বলেন, এটি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের আয়োজনে প্রথম আন্তর্জাতিক কনফারেন্স। তাই আশা করছি, সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে এই কনফারেন্স সাফল্যমণ্ডিত হবে এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নাম উজ্জ্বল হবে৷
এমএসএম / এমএসএম
স্কুলে ভর্তিতে ৬৩ শতাংশই কোটা, অভিভাবকদের আপত্তি
বাকৃবিতে গরুর মাংস উৎপাদনে চতুর্থ শিল্পবিপ্লব প্রযুক্তি বিষয়ক কর্মশালা
জকসুর মনোনয়নপত্র বিতরণ শুরু কাল
ইবিতে 'মানবতা ও ইসলাম' শীর্ষক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত
দুুুই হাজারের অধিক শিক্ষার্থীকে নিয়ে জবি শিবিরের ‘রান উইথ শিবির’ কর্মসূচি
ইবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক কমিটি গঠন
প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি শুরু, ৬৫ হাজার স্কুলে ক্লাস বন্ধ
ইবিতে কুরুচিপূর্ণ মন্তব্য করা শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ জমা
জকসু নির্বাচন ছবি যুক্ত ভোটার তালিকার পরিকল্পনা নির্বাচন কমিশনের
ডিজিটাল লেনদেনে আগ্রহ বাড়াতে বাকৃবিতে বাংলাদেশ ব্যাংকের সেমিনার
১৬ নভেম্বর এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ
ইবিতে সাংবাদিক লাঞ্চিতের ঘটনায় তিন শিক্ষার্থী বহিষ্কার
জবিস্থ চট্টগ্রাম জেলা ছাত্রকল্যাণের নেতৃত্বে আরাফাত-নোমান
Link Copied