লঞ্চে অগ্নিকাণ্ড : নদীতে ঝাঁপ দিয়ে প্রাণে বেঁচেছেন ফাতেমা
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ব্যবস্থাপনা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ফাতেমা আক্তার। গত বৃহস্পতিবার দ্বিতীয় সেমিস্টার চূড়ান্ত পরীক্ষা দিয়ে গ্রামের বাড়ি বরগুনা থেকে ঘুরে আসার পরিকল্পনা করেছিলেন। সে অনুযায়ী ঢাকায় অবস্থানরত এক ফুফাতো বোনকে সঙ্গে নিয়ে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে এসে 'এমভি অভিযান-১০' লঞ্চে উঠেন। উদ্দেশ্য বরগুনা জেলা শহর।
কিন্তু গ্রামে বাড়ি যাওয়া হয়নি তার। মধ্যরাতে ঝালকাঠির সুগন্ধা নদীতে চলন্ত লঞ্চে হঠাৎ আগুন ধরে যায়। সাঁতার না জানা ফাতেমা আক্তার, মায়ের পরামর্শে ও আগুনে পুড়ে মরার ভয়ে নদীতে ঝাঁপ দিয়ে প্রাণ বাঁচাযন। কিন্তু ততক্ষণে অগ্নিদগ্ধ হন তিনি।
জবির ব্যবস্থাপনা বিভাগের এই শিক্ষার্থী বর্তমানে ঝালকাঠির সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। উন্নত চিকিৎসার জন্য রাজধানীর শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করার পরিকল্পনা করছেন ভুক্তভোগীর মা-বাবা। মা-বাবা দুজনেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কর্মচারী। ফাতেমার সহপাঠী ও বিভাগের শিক্ষার্থীরাও বিষয়টি জানান।
পরিবারের বরাত দিয়ে ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান মো. মহিউদ্দিন এসব তথ্য জানান। তিনি বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় ফাতেমা ও বোন ভয় পেয়ে মায়ের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করে। সাঁতার না জানলেও মায়ের পরামর্শ অনুযায়ী ফাতেমা নদীতে ঝাঁপ দেয়। পরে তার ফুফাতো বোনের সহায়তায় কোনোভাবে নদীর তীরে এসে শেষ রক্ষা হয়েছে। দুইজনের হার না মানা জীবন যুদ্ধের জন্য প্রাণে বেঁচে যায়।
তিনি জানান, আগুনে ফাতেমার হাত-পায়ের অনেকাংশ পুড়ে যায় বলে জানিয়েছে তার বাবা। বর্তমানে সে ঝালকাঠির সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। দীর্ঘক্ষন নদীর পানিতে থাকায় অধিক ঠান্ডায় কারণে শ্বাসকষ্টেও ভুগছেন। রোববার সকালে তার বাবা উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানীর শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করবে বলে জানিয়েছে।
ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান আরো বলেন, ফাতেমার পরিবারের সাথে সার্বক্ষণিক আমি যোগাযোগ করে তার বিষয়ে খোঁজখবর নিচ্ছি। অন্যান্য সুযোগ সুবিধার জন্য কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে। আশাকরি বিশ্ববিদ্যালয় প্রশাসন তার পাশে থাকবে।
জামান / জামান
ইবি'র তিন বিভাগে ৩০ আসন বৃদ্ধি
জাবি শিক্ষার্থীদের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে আগুন
জবিস্থ চুয়াডাঙ্গা জেলা ছাত্রকল্যাণ পরিষদ নির্বাচন: সাধারণ সম্পাদক পদে তরিকুল ইসলামের ইশতেহার ঘোষণা
মাংসের খাটিয়ায় কুকুর, ছবি তুলতেই সাংবাদিককে হুমকি
ইবি'র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
ঢাবির একাডেমিক কার্যক্রম ২ সপ্তাহ বন্ধ, হল ত্যাগের নির্দেশ
ভিকারুননিসায় রোববারের প্রথম-নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা স্থগিত
ইবি'র ৪৭তম জন্মিদনে নানা কর্মসূচি গ্রহণ
জকসু নিয়ে কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী অবন্তির ভাবনা
জকসু নিয়ে কেন্দ্রীয় পাঠাগার ও সেমিনার সম্পাদক পদপ্রার্থী ইমনের ভাবনা
ছাত্রদলের উদ্যোগে সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল শিশুদের সাপ্তাহিক স্কুল উদ্বোধন