কুবিতে আন্তর্জাতিক সম্মেলন শুরু

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের আয়োজনে ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন মেশিন ইন্টালিজেন্স এন্ড ডাটা সায়েন্স এপ্লিকেশন (মিডাস) ২০২১‘ শীর্ষক দুই দিনব্যাপি আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে। রোববার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় কুবি ভাচুর্য়াল ক্লাস রুমে উক্ত আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির ও ট্রেজারার অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান। সম্মানিত অতিথি হিসেবে ভাচুর্য়াল মাধ্যমে উপস্থিত ছিলেন ভারতের ন্যাশনাল ফিজিকেল ল্যাবরেটরীর দায়িত্বরত ড. ভি. আর. সিং, ফেলো, আইইই এবং ভারতের উত্তরাখন্ড ইউনিভার্সিটি অব পেট্রোলিয়াম এন্ড এনার্জি স্টাডিজ’র অধ্যাপক ড. টি. পি. সিং।
এই সম্মেলনে কি-নোট স্পিকার হিসেবে বক্তব্য রাখবেন- জাপানের ওসাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মো. আতিকুর রহমান আহাদ, ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়ার সহযোগী অধ্যাপক ড. থিনাগারান পেরুমাল, সিঙ্গাপুরের কলেজ অব বিজনেস'র অধ্যাপক ড. থিও থেইক থো , জার্মানির সার্টগার্ট টেকনোলজি ইউনিভার্সিটি অব এপ্লাইড সায়েন্সের অধ্যাপক ড. ফ্রাঞ্জ-জোসেফ বেহর, ভারতের ভারাথিয়ার ইউনিভার্সিটির কম্পিউটার এপ্লিকেশন সহযোগী অধ্যাপক ড. ভি ভুবনেশ্বরী, রাশিয়ার আরইউডিএন বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. আম্মার মুতাহান্ন এবং ইরাকের দিয়ালা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. হুসাইন ফালিহ মাহদি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিএসই বিভাগের চেয়ারম্যান ও কনফারেন্সের কনভেনর এবং অর্গানাইজিং চেয়ারম্যান পার্থ চক্রবর্তী।
অনুষ্ঠানের বিশেষ অতিথি উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, শিক্ষার্থী, কর্মী এবং প্রাক্তণ শিক্ষার্থীদের ক্ষমতায়ন করে ইতিবাচক পরিবর্তনের অনুপ্রেরণামূলক এজেন্ট হয়ে উদ্ভাবনী, সমন্বিত, স্থিতিস্থাপক এবং টেকসই সম্প্রদায়ের দিকে নিয়ে যাওয়া কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য। আজকের সম্মেলনে বিভিন্ন দেশের জাতীয় ও আন্তর্জাতিক গবেষক তাঁদের গবেষণা উপস্থাপন করছেন। আমরা চতুর্থ শিল্প বিপ্লবের যে চ্যালেঞ্জের সম্মুখীন তা মোকাবেলা করতে তাঁদের গবেষণা ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।
অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী সম্মেলনে যোগদানের জন্য জাতীয় ও আন্তর্জাতিক গবেষক ও অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে বলেন, এক হাজার বছরের প্রাচীন বৌদ্ধ বিহার ‘শালবন বিহার’ এর প্রাচীন প্রত্নতাত্ত্বিক স্থানের সংলগ্নে প্রতিষ্ঠিত কুমিল্লা বিশ্ববিদ্যালয় স্থানীয় ও বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ প্রোডাক্ট তৈরি করা ও উন্নতমানের উচ্চ শিক্ষা প্রদানে বদ্ধ পরিকর। প্রতিষ্ঠা লগ্ন থেকে এ পর্যন্ত উল্লেখযোগ্য স্নাতক এই বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে জাতি গঠনে অবদান রাখতে শুরু করেছে। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনুসন্ধানের চেতনা, পেশাদারিত্ব, সামাজিক চেতনা এবং দেশেপ্রেমের গভীর অনুভূতিতে বিশ্বাসী। কুমিল্লা বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করে বিশ্বে নিজেকে সম্পৃক্ত করতে পেরেছে বলে আমি আনন্দিত।
জামান / জামান

পাস্ট ডিবেটিং সোসাইটির নতুন সভাপতি রউফ, সম্পাদক তন্নি

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পবিপ্রবির ৩ শিক্ষার্থী

রাবিতে শাটডাউন প্রত্যাহার, ক্লাস-পরীক্ষা বর্জন জাতীয়তাবাদী শিক্ষকদের

পিছানো হল চাকসু নির্বাচন

রাবিতে দ্বিতীয় দিনের মতো চলছে ‘কমপ্লিট শাটডাউন’

১৬ অক্টোবর রাকসু নির্বাচন

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় বাকৃবির ১২ গবেষক

বিশ্বের শীর্ষ দুই শতাংশ গবেষকদের তালিকায় ইবির দুই অধ্যাপক

আমরা ক্রমশ সাম্য থেকে বৈষম্যের দিকে আগুয়ান হচ্ছি: ড. সলিমুল্লাহ খান

চবির নতুন প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী

পবিপ্রবিতে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর হল ও সুলতানা রাজিয়া হলের নবীনবরণ অনুষ্ঠিত

পবিপ্রবিতে আলোচনা সভা ও পরিচ্ছন্নতা কর্মসূচি পালন
