নোবিপ্রবিতে সাধারণ সম্পাদক ছাড়াই শিক্ষক সমিতির কমিটি ঘোষণা

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) শিক্ষক সমিতির নির্বাচনে আওয়ামীপন্থী শিক্ষক প্যানেল নীল দল সংখ্যাগরিষ্ঠ পদে জয়লাভ করেছে। সোমবার (২৭ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের হাজী মোহাম্মদ ইদ্রিস অডিটোরিয়ামে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার ব্যবসা প্রশাসন বিভাগের শিক্ষক ড. এসএম মাহবুবুর রহমান সন্ধ্যা ৬ টা ৩০ মিনিট নাগাদ ফলাফল ঘোষণা করেন।
নোবিপ্রবি শিক্ষক সমিতির নির্বাচনে ১১টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছে আওয়ামীপন্থী দুই দল নীল দল ও স্বাধীনতা শিক্ষক পরিষদের মোট ২২ জন পদপ্রার্থী। এতে সভাপতি পদে নীল দলের এপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর পুনরায় জয়লাভ করেছেন।
অন্যদিকে সাধারণ সম্পাদক পদে নীল দল থেকে মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ড. ফিরোজ আহমেদ ও স্বাধীনতা শিক্ষক পরিষদ থেকে ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ারুল বাশারের প্রাপ্ত ভোট সমান হওয়া সাধারণ সম্পাদক পদের ফলাফল স্থগিত করা হয়েছে। এ নিয়ে শিক্ষকদের দুই প্যানেলের মধ্যে অসন্তুষ্টি লক্ষণীয়।
অন্যদিকে সহ-সভাপতি পদে নীল দল থেকে বিজিই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আবু নছর মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে নীল দল থেকে আইন বিভাগের সহকারী অধ্যাপক বাদশা মিয়া, কোষাধ্যক্ষ পদে নীল দল থেকে ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক ড. ফাহদ হুসাইন নির্বাচিত হয়েছেন।
অন্যদিকে, প্রচার সম্পাদক পদে শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক সৈয়দ মো. সিয়াম। সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে নীল দল থেকে ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মারুফ রহমান নির্বাচিত হন। এছাড়াও কার্যকরী পরিষদের সদস্য ১, ২, ৩, ৪ হিসেবে নীল দল থেকে নির্বাচিত হয়েছেন যথাক্রমে অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মো. মজনুর রহমান, এমআইএস বিভাগের প্রভাষক মুহাম্মদ আবদুস সালাম, শিক্ষা বিভাগের সহযোগী অধ্যাপক বিপ্লব মল্লিক ও ফার্মেসি বিভাগের প্রভাষক মো. ছারোয়ার উদ্দিন।
এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার ড. এসএম মাহবুবুর রহমান বলেন, সাধারণ সম্পাদক পদে দুই প্রার্থীর ভোট সমান হয়েছে, নোবিপ্রবি শিক্ষক সমিতির সংবিধানে এই বিষয়ে সুস্পষ্ট কোনো আইন নেই। তাই পরবর্তীতে সাধারণ সম্পাদক কিভাবে নির্বাচিত করবে এই সিদ্ধান্ত শিক্ষক সমিতির সাধারণ সভায় গ্রহন করবে। নির্বাচন গ্রহণের মাধ্যমে আমরা নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেছি।
উক্ত নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের পাশাপাশি সহকারী নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেছেন এপ্লাইড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক সাইফুল ইসলাম ও মাইক্রোবায়োলজি বিভাগের শিক্ষিকা অবন্তি বড়ুয়া।
এমএসএম / জামান

চাকসুর প্রচারণা শেষ, ভোট আগামীকাল

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, গোবিপ্রবি শাখার নেতৃত্বে ইমন-জান্নাতি

জাককানইবি ছাত্রদলনেতা মামুনের নেতৃত্বে ডাইনিং-এ ভাত ফ্রি করার দাবিতে আবেদন

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ১৬ অক্টোবর

শিক্ষা ভবন অভিমুখে সাত কলেজ শিক্ষার্থীদের পদযাত্রা আজ

জবি তরুণ কলাম লেখক ফোরামের দায়িত্বে ইমন-সোহান

নিজ বিশ্ববিদ্যালয়ে বৈষম্যের শিকার শিক্ষার্থীরা, মাত্র ৮ শতাংশ শিক্ষক জবিয়ান

ইউনিসেফের ‘জেনইউ’ প্রোগ্রামে যুক্ত হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়

খাতা দেখা শেষ, ১৮ অক্টোবরের আগেই এইচএসসির ফল

মেডিকেলে ভর্তি পরীক্ষা ১২ ডিসেম্বর

মাতামুহুরি নদীতে গোসলে নেমে সাবেক চবি শিক্ষার্থীর মৃত্যু

রাজনৈতিক দুষ্টচক্র শিক্ষাপ্রতিষ্ঠান দখলে নিয়েছে: শিক্ষা উপদেষ্টা
