ঢাকা সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

নোবিপ্রবিতে সাধারণ সম্পাদক ছাড়াই শিক্ষক সমিতির কমিটি ঘোষণা


ফাহাদ হোসেন, নোবিপ্রবি  photo ফাহাদ হোসেন, নোবিপ্রবি
প্রকাশিত: ২৭-১২-২০২১ রাত ১০:২৮

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) শিক্ষক সমিতির নির্বাচনে আওয়ামীপন্থী শিক্ষক প্যানেল নীল দল সংখ্যাগরিষ্ঠ পদে জয়লাভ করেছে। সোমবার (২৭  ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের হাজী মোহাম্মদ ইদ্রিস অডিটোরিয়ামে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার ব্যবসা প্রশাসন বিভাগের শিক্ষক ড. এসএম মাহবুবুর রহমান সন্ধ্যা ৬ টা ৩০ মিনিট নাগাদ ফলাফল ঘোষণা করেন। 

নোবিপ্রবি শিক্ষক সমিতির নির্বাচনে ১১টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছে আওয়ামীপন্থী দুই দল নীল দল ও স্বাধীনতা শিক্ষক পরিষদের মোট ২২ জন পদপ্রার্থী। এতে সভাপতি পদে নীল দলের এপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর পুনরায় জয়লাভ করেছেন।

অন্যদিকে সাধারণ সম্পাদক পদে নীল দল থেকে মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ড. ফিরোজ আহমেদ ও স্বাধীনতা শিক্ষক পরিষদ থেকে ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ারুল বাশারের প্রাপ্ত ভোট সমান হওয়া সাধারণ সম্পাদক পদের  ফলাফল স্থগিত করা হয়েছে। এ নিয়ে শিক্ষকদের দুই প্যানেলের মধ্যে অসন্তুষ্টি লক্ষণীয়। 

অন্যদিকে সহ-সভাপতি পদে নীল দল থেকে বিজিই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আবু নছর মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে নীল দল থেকে আইন বিভাগের সহকারী অধ্যাপক বাদশা মিয়া, কোষাধ্যক্ষ পদে নীল দল থেকে ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক ড. ফাহদ হুসাইন নির্বাচিত হয়েছেন। 

অন্যদিকে, প্রচার সম্পাদক পদে শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক সৈয়দ মো. সিয়াম। সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে নীল দল থেকে ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মারুফ রহমান নির্বাচিত হন। এছাড়াও কার্যকরী পরিষদের সদস্য ১, ২, ৩, ৪ হিসেবে নীল দল থেকে নির্বাচিত হয়েছেন যথাক্রমে অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মো. মজনুর রহমান, এমআইএস বিভাগের প্রভাষক মুহাম্মদ আবদুস সালাম, শিক্ষা বিভাগের সহযোগী অধ্যাপক বিপ্লব মল্লিক ও ফার্মেসি বিভাগের প্রভাষক মো. ছারোয়ার উদ্দিন। 

এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার ড. এসএম মাহবুবুর রহমান বলেন, সাধারণ সম্পাদক পদে দুই প্রার্থীর ভোট সমান হয়েছে, নোবিপ্রবি শিক্ষক সমিতির সংবিধানে এই বিষয়ে সুস্পষ্ট কোনো আইন নেই। তাই পরবর্তীতে সাধারণ সম্পাদক কিভাবে নির্বাচিত করবে এই সিদ্ধান্ত শিক্ষক সমিতির সাধারণ সভায় গ্রহন করবে। নির্বাচন গ্রহণের মাধ্যমে আমরা নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেছি।

উক্ত নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের পাশাপাশি সহকারী নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেছেন এপ্লাইড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং  বিভাগের শিক্ষক সাইফুল ইসলাম ও মাইক্রোবায়োলজি বিভাগের শিক্ষিকা অবন্তি বড়ুয়া।

এমএসএম / জামান

চবি মেডিকেলে প্যাথলজি বিভাগ উদ্বোধন, করানো যাবে ২১ ধরনের পরীক্ষা

ইবিতে (ইকসু)গঠনের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন

জাকসুতে শিবির ও বাগছাসের প্যানেল ঘোষণা, বিলম্ব ছাত্রদল ও বাম সংগঠনের

জকসু নীতিমালা জমা আজ আগামী বুধবার বিশেষ সিন্ডিকেট সভা

চাঁদাবাজির ঘটনায় আলোচিত সেই আফ্রিদির বিরুদ্ধে মানহানীর অভিযোগ

জবি রোভার স্কাউটের বৃক্ষরোপণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি

গকসু নির্বাচন: গঠনতন্ত্র ভেঙে ‘একক প্রার্থী বানানোর খেলা’, পণ্ড বৈঠক

১২৪ শিক্ষাপ্রতিষ্ঠানে বিটিসিএলের আড়াই কোটি টাকার বিল বকেয়া

ইবিতে অ্যাসেট ম্যানেজমেন্ট বিষয়ক সভা অনুষ্ঠিত

ছাত্রদলের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা: ভিপি আবিদুল, জিএস হামিম, এজিএস মায়েদ

ইবিতে জুলাই গণঅভ্যুত্থান বিরোধী ৬১জনকে শাস্তির সুপারিশ

ট্রান্সজেন্ডার কর্তৃক শিক্ষকদের হত্যার হুমকী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ সমাবেশ

জ্ঞানার্জন করো কিন্তু জ্ঞানপাপী হইও না: বাউবি উপাচার্য ড. ওবায়দুল ইসলাম