জবির নতুন ক্যাম্পাসে হচ্ছে অস্থায়ী খেলার মাঠ

ঢাকার কেরানীগঞ্জে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নতুন ক্যাম্পাসে শিক্ষার্থীদের খেলাধুলার জন্য অস্থায়ী খেলার মাঠ নির্মাণ করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মাঠের পাশেই নির্মাণ করা হবে অফিস কক্ষ, থাকছে বিদুৎ সংযোগ। বিশ্ববিদ্যালয়ের বাসেই খেলার মাঠে যাতায়াত করতে পারবেন শিক্ষার্থীরা। নতুন বছরের শুরুতেই অস্থায়ী এই মাঠে আন্তঃবিভাগীয় বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও ক্রীড়া কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ।
খেলার মাঠ নিয়ে পূর্বপরিকল্পনা অনুযায়ী বিকল্প হিসেবে অস্থায়ী এ খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। কোষাধ্যক্ষ জানান, আমরা ফাইল পাস করিয়ে দিয়েছি, চুক্তিও হয়ে গেছে। ওয়ার্ক অর্ডারও দিয়ে দেয়া হবে। জানুয়ারির ১৫ তারিখের মধ্যেই মাঠ প্রস্তুত হয়ে যাবে। শেডসহ বাকি কাজগুলো শেষ করতে একটু সময় লাগবে।
তিনি আরো বলেন, শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বাসে এক অন্যরকম আমেজ নিয়ে খেলার মাঠে যাবে। খেলাধুলা শেষে বিশ্ববিদ্যালয়ের বাসেই ক্যাম্পাসে ফিরে আসবে।
শরীরচর্চা শিক্ষা কেন্দ্রের সহকারী পরিচালক ও ক্রীড়া কমিটির সদস্য সচিব গৌতম কুমার দাস জানান, কেরানীগঞ্জের মুজাহিদনগর (শ্মশানঘাট) এলাকায় খেলার মাঠ তৈরির জায়গার পরিমাপ করা হয়েছে। মাঠটির উত্তর-দক্ষিণে ৮০ গজ বা ২৩৮ ফুট এবং পূর্ব-পশ্চিমে ৬৮ গজ বা ২০৪ ফুট। খেলার মাঠের পরিমাপ অনুযায়ী মাঠটি কিছুটা ছোট হলেও আমরা এর মধ্যেই খেলাধুলা চালিয়ে নিতে পারব। এটি পূর্ববর্তী ধূপখোলা মাঠের চেয়ে পরিমাপে একটু ছোট হবে। আগের মাঠের মতোই একটি জায়গাতেই ক্রিকেট ও ফুটবল খেলার মাঠ করা হবে।
তিনি আরো বলেন, ৩১ জানুয়ারির মধ্যেই খেলার মাঠটি প্রস্তুত করতে হবে। কেননা, এর পরপরই আন্তঃবিভাগীয় ক্রীড়া প্রতিযোগিতা শুরু হবে। কাজটি যাতে দ্রুত সম্পন্ন হয় সেজন্য কাজ শুরু হওয়ার পর আমিও সেখানে নিয়মিত যাব এবং তদারকিতে থাকব।
মাঠ তৈরির কাজটি বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তরের অধীনে রয়েছে বলে জানান তিনি। ইতোমধ্যেই খেলার মাঠের নকশাও প্রণয়ন করা হয়ে গেছে।
এর আগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, কোষাধ্যক্ষ, প্রকৌশল দপ্তর, এস্টেট শাখার সহকারী রেজিস্ট্রার ও শরীরচর্চা শিক্ষা কেন্দ্রের কর্মকর্তারা পুরো নতুন ক্যাম্পাস পরিদর্শন করে উঁচু এই জায়গাটিতে অস্থায়ী মাঠ তৈরির সিদ্ধান্ত নেন।
উল্লেখ্য, ১৯৮৪ সালে তৎকালীন রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ জগন্নাথ কলেজের শিক্ষার্থীদের খেলার কোনো মাঠ না থাকায় পুরান ঢাকার গেন্ডারিয়ায় অবস্থিত ৭ একর আয়তনের মাঠটি তিন ভাগে ভাগ করে এক ভাগ তৎকালীন সরকারি জগন্নাথ কলেজকে ব্যবহারের মৌখিক অনুমতি দিয়েছিলেন। আর একটি অংশ ‘ইস্ট এন্ড খেলার মাঠ’ নামে একটি ক্লাবের কর্তৃত্বে রয়েছে। অপর অংশটি রাখা হয় জনসাধারণের খেলার জন্য। বর্তমানে ধূপখোলা মাঠটি একটি মেগা প্রকল্পের আওতায় রয়েছে। খেলার মাঠ দখল করে মার্কেট নির্মাণ প্রকল্প শুরু করায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকাবাসী এ নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন। শিক্ষার্থীরা কয়েক দফা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশও করেন। তবুও খেলার মাঠ নিয়ে কোনো সমাধান না হওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসন অস্থায়ীভাবে নতুন ক্যাম্পাসে মাঠ তৈরির পরিকল্পনা গ্রহণ করে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, নতুন ক্যাম্পাসের মেগা প্রকল্প সম্পন্ন হলে সে অনুযায়ী নতুন করে খেলার মাঠ নির্মাণ করা হবে। সে পর্যন্ত অস্থায়ী এই মাঠেই খেলাধুলা করবে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা।
এমএসএম / জামান

ইবিতে ইকসু গঠনতন্ত্র প্রণয়নে ১১ সদস্যের কমিটি গঠন

প্রকৌশল শিক্ষার্থীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলছে

শিক্ষার্থীদের অধিকার ও রেজিস্টারের পদত্যাগের দাবিতে চবি ছাত্রদলের বিক্ষোভ৷

সামুদ্রিক শৈবাল দিয়ে পুষ্টিকর স্যুপ উদ্ভাবন শেকৃবির গবেষকের

প্রকৌশল শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ

নজরুলকে নিয়ে যথাযথ গবেষণা হয়নি: কবির মৃত্যুদিবসে জাককানইবি ভিসি

হত্যাচেষ্টা মামলায় ডাকসু ভিপি প্রার্থী জালাল গ্রেপ্তার

জবির সিন্ডিকেটে জকসু সংবিধির প্রস্তাব গৃহীত

রুমমেটকে ছুরিকাঘাত, ডাকসু ভিপি প্রার্থী জালাল হল থেকে বহিষ্কার

ইবিতে নভেম্বরে ইকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা

ডিআইইউতে হল থেকে হাতেনাতে গাঁজা উদ্ধার, কিন্তু তদন্তে লাগবে ১২ দিন

কম্বাইন্ড ডিগ্রি দাবিতে অচলাবস্থা, উদ্বেগে বাকৃবির পশুপালন অনুষদের শিক্ষকরা
