ঢাকা বৃহষ্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

জবিতে জুনিয়র দিয়ে সিনিয়রদের মারধরের অভিযোগ, থানায় জিডি


ইউছুব ওসমান, জবি  photo ইউছুব ওসমান, জবি
প্রকাশিত: ৩০-১২-২০২১ রাত ১১:৮

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের সাধারণ শিক্ষার্থীদের ওপর দফায় দফায় হামলা চালিয়েছে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের জুনিয়র কর্মীরা। এতে ওই বিভাগের সাজেদুল ইসলাম সুকর্ণ, মাহমুদুল হাসান ও হাবিবুল্লাহ মেজবুল্লাহ আকাশ নামে তিন শিক্ষার্থী আহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) নিরাপত্তা চেয়ে কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন আহত শিক্ষার্থীরা।

ডায়রিতে শিক্ষার্থীরা অভিযোগ করেন, আমাদের ব্যাচের মেসেঞ্জার গ্রুপে এক মেয়ে শিক্ষার্থীকে নিয়ে আয়মান সাজিদ কুরুচিপূর্ণ মন্তব্য করলে আমরা ব্যাচের শিক্ষার্থীরা প্রতিবাদ করলে আমাদের ওপর হামলা চালায়। হামলাকারীরা হলো- অর্থনীতি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী মীর মুকিত, মনোবিজ্ঞান বিভাগের মুনজির, ভূমি ব্যবস্থাপনা ও আইন বিভাগের আসিফ, ইতিহাস বিভাগের সজিব, অর্থনীতি বিভাগের সোহান ও তমালসহ অজ্ঞাত ৫-৬ জন।

তারা গত ২৯ ডিসেম্বর দুপুর ১টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বর ও মূল গেইটের সামনে অকথ্য ভাষায় গালিগালাজ সহ কিল-ঘুষি, লাথি মেরে বেদনাদায়ক ফুলা জখম করে। অন্যান্য সহযোগীরা এগিয়ে ‍এলে উক্ত বিবাদীরা আমাদের বিভিন্ন হুমকি ও ভয়ভীতি দেখায়। মঙ্গলবার রাতে সাংবাদিকতা বিভাগের ১৩ ব্যাচের মেসেঞ্জার গ্রুপে এক মেয়ে শিক্ষার্থী ও তার স্বামীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন সাজিদ। এ সময় ব্যাচের সবাই সাজিদকে পরদিন বুধবার পরীক্ষা শেষে সবার সামনে ক্ষমা চাইতে বলেন। কিন্তু বুধবার বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বরে সকল শিক্ষার্থী এলে সাজিদ ও রাসেল জবি ছাত্রলীগের সম্মেলন কমিটির আহ্বায়ক আশরাফুল ইসলাম টিটনের অনুসারী ছাত্রলীগ নেতাকর্মীদের নিয়ে এসে শিক্ষার্থীদের ওপর হামলা করে। হামলার ঘটনায় প্রক্টর অফিসে তারা লিখিত অভিযোগ করেন।

হামলাকারী রাসেল, সাজিদ ও তৈয়ব আলী পাল্টা অভিযোগ করে বলেন, সুকর্ণ ও মাহমুদ মেসেঞ্জার গ্রুপে মারধর করার হুমকি দেয়। এ সময় প্রক্টর তৈয়ব আলীর পরিচয় জানতে চাইলে তিনি বিলেন, আমি ক্যাম্পাসে আশরাফ ভাইয়ের দল লিড করি। আমাদের ছোট ভাইরা মার খেয়েছে। তাই আমি অভিযোগ দিতে এসেছি।

অভিযোগ করে প্রক্টর অফিস থেকে বের হওয়ার পর ছাত্রলীগের কর্মীরা আবার হামলা করে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক মেয়ে শিক্ষার্থী জানান, আমাদের ব্যাচের তুচ্ছ ঘটনা মীমাংসা হয়ে গেছিল। কিন্তু আমাদেরই বন্ধু রাসেল ও সাজিদের প্ররোচনায় ছাত্রলীগের অনুসারী ছেলেরা এসে আমাদের বন্ধুদের ওপরই হামলা করে। প্রথমবার মারার পর মনে করলাম ঘটনা ওখানেই শেষ হবে কিন্তু একটু পরে যখন আমরা ছেলে-মেয়ে সবাই একসাথে ছিলাম তখন আমাদের বন্ধুদের নির্মমভাবে আবার মারতে থাকে। আমরা মেয়েরা ভয়ে ক্যান্টিনের দিকে চলে আসি। আমাদের কাছে মারার ভিডিও ফুটেজও আছে।

এ বিষয়ে জিডিতে অভিযুক্ত আয়মান সাজিদের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমাদের মধ্যে সবকিছু মিটে গেছে। মীমাংসা হয়ে যাবে। জিডির বিষয়ে তিনি বলেন, আমরাও একটা জিডি করব হত্যার হুমকি নিয়ে।

জিডির বিষয়ে সদরঘাট পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নাহিদুল ইসলাম বলেন, জিডির সকল কাগজপত্র পেয়েছি। ঘটনার সুষ্ঠু তদন্ত করে দেখছি আমরা।

এদিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল জানান, আমরা দুটি অভিযোগ ও জিডির একটি কপি পেয়েছি। ঘটনার ভিডিও এবং সিসিটিভি ফুটেজ দেখে আমরা ব্যবস্থা নেব।

শাফিন / জামান

ইবিতে ইকসু গঠনতন্ত্র প্রণয়নে ১১ সদস্যের কমিটি গঠন

প্রকৌশল শিক্ষার্থীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলছে

শিক্ষার্থীদের অধিকার ও রেজিস্টারের পদত্যাগের দাবিতে চবি ছাত্রদলের বিক্ষোভ৷

সামুদ্রিক শৈবাল দিয়ে পুষ্টিকর স্যুপ উদ্ভাবন শেকৃবির গবেষকের

প্রকৌশল শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ

নজরুলকে নিয়ে যথাযথ গবেষণা হয়নি: কবির মৃত্যুদিবসে জাককানইবি ভিসি

হত্যাচেষ্টা মামলায় ডাকসু ভিপি প্রার্থী জালাল গ্রেপ্তার

জবির সিন্ডিকেটে জকসু সংবিধির প্রস্তাব গৃহীত

রুমমেটকে ছুরিকাঘাত, ডাকসু ভিপি প্রার্থী জালাল হল থেকে বহিষ্কার

ইবিতে নভেম্বরে ইকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা

ডিআইইউতে হল থেকে হাতেনাতে গাঁজা উদ্ধার, কিন্তু তদন্তে লাগবে ১২ দিন

কম্বাইন্ড ডিগ্রি দাবিতে অচলাবস্থা, উদ্বেগে বাকৃবির পশুপালন অনুষদের শিক্ষকরা

ইবিতে আ'লীগপন্থী শিক্ষকের বহিষ্কারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ