ঢাকা সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫

টিকা পেয়েছে ৩৮ লাখ স্কুল শিক্ষার্থী


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩-১-২০২২ দুপুর ১০:৫৮

করোনাভাইরাসের সংক্রমণ রোধে সারা দেশে এখন পর্যন্ত প্রায় ৩৮ লাখ স্কুল শিক্ষার্থী টিকার আওতায় এসেছে। তাদের অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম, সিনোভ্যাক, ফাইজার এবং মডার্নার টিকা দেয়া হয়েছে। স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারা দেশে এখন পর্যন্ত ৩৭ লাখ ৯৭ হাজার ৫৩৪ স্কুল শিক্ষার্থী টিকার প্রথম ডোজ পেয়েছে। দ্বিতীয় ডোজ পেয়েছে ৪ লাখ ৩৯ হাজার ৯৬৪ জন। এতে আরও বলা হয়, গত রোববার ৩ লাখ ৮২ হাজার ৪৫০ জনকে টিকার প্রথম ডোজ এবং ৪ লাখ ৭৭ হাজার ৫০৮ জনকে টিকার দ্বিতীয় ডোজ দেয়া হয়েছে। এদের মধ্যে ১ লাখ ৫৮ হাজার ৩৮৪ জন শিক্ষার্থীকে প্রথম ডোজ এবং ৬৮ হাজার ৫৪ জন নিয়েছেন দ্বিতীয় ডোজ। সব মিলিয়ে এখন পর্যন্ত প্রথম ডোজ দেয়া হয়েছে ৭ কোটি ৪৪ লাখ ৮৩ হাজার ৭২ জনকে আর দ্বিতীয় ডোজ পেয়েছেন ৫ কোটি ২৮ লাখ ৪৩ হাজার ৩৫৫ জন।

এদিকে, করোনা প্রতিরোধে দেশে এখন পর্যন্ত ১ লাখ ১৪ হাজার ৭৪০ জন বুস্টার ডোজ নিয়েছেন। রোববার রাজধানীসহ সারা দেশে বুস্টার ডোজ নিয়েছেন ৩৭ হাজার ৬৭৫ জন। এর আগে গত ২৮ ডিসেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে টিকার বুস্টার ডোজের কার্যক্রম।

এর আগে গত ১৯ ডিসেম্বর দেশে পরীক্ষামূলক বুস্টার ডোজ কার্যক্রম শুরু হয়। সেখানে প্রথমে বুস্টার ডোজ নেন দেশে প্রথম করোনার টিকা গ্রহণকারী কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু ভেরোনিকা ডি কস্টা। বুস্টার ডোজ দেওয়ার ক্ষেত্রে স্বাস্থ্য অধিদফতর ফাইজার, অ্যাস্ট্রাজেনেকা ও মডার্নার টিকা বেছে নিয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের পাঠানো তথ্য বলছে, রোববার ঢাকা মহানগরীতে ১১ হাজার ৪৬৬ জনসহ ঢাকা বিভাগে ১৬ হাজার ৭৪৭ জন, ময়মনসিংহ বিভাগে ১ হাজার ৫১৬ জন, চট্টগ্রাম বিভাগে ২ হাজার ৪২৭ জন, রাজশাহী বিভাগে ২ হাজার ৮৬১ জন, রংপুর বিভাগে ৫ হাজার ৩৫০ জন, খুলনা বিভাগে ৬ হাজার ৩৫৯ জন, বরিশাল বিভাগে ৯৯৩ জন এবং সিলেট বিভাগে ১ হাজার ৪২২ জন বুস্টার ডোজ নিয়েছেন।

জামান / জামান

স্বাস্থ্যখাতে ‘দুর্নীতির হোতা’ মিঠু গ্রেপ্তার

ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু

চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু ১০০ ছুঁইছুঁই

সংখ্যা নিয়ে বিভ্রান্তি, নতুন ব্যাখ্যায় নিহত ৩৪

বিএসএমএমইউয়ে নতুন নামের ব্যানার, বাদ বঙ্গবন্ধু শেখ মুজিব

মেডিকেলে থাকছে মুক্তিযোদ্ধা কোটা, যাচাই-বাছাই ২৯ জানুয়ারি পর্যন্ত

ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৭ রোগী

ডেঙ্গুতে ঢাকায় কর্মক্ষম মানুষের মৃত্যু বেশি

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, শনাক্ত ৮৮৮

বেসরকারি মেডিকেল শিক্ষায় অশনি সংকেত অটোমেশন; ক্ষুব্ধ অভিভাবকরা

ইডেন মাল্টি কেয়ার হাসপাতালের বিরুদ্ধে অপচিকিৎসার অভিযোগ

ক্যানসার রহস্যের জট খোলার নতুন ‘সূত্রের’ সন্ধান মিলেছে

বাংলাদেশ ডেন্টাল সোসাইটির ইসি গঠনে সাত সদস্য বিশিষ্ট সার্চ কমিটি