কবে আসবে ‘ ওয়ান্ডার ওম্যান থ্রি’?
‘ওয়ান্ডার ওম্যান’ খ্যাত অভিনেত্রী গল গ্যাদত। ডিসি কমিকসের কাল্পনিক সুপারহিরোইন ওয়ান্ডার ওম্যানের ওপর ভিত্তি করে চরিত্রটি নির্মিত। এই চরিত্রটি নিয়ে প্রথম সিনেমা মুক্তি পায় ২০১৭ সালে ‘ওয়ান্ডার ওম্যান’ নামে।
প্রথম কিস্তির সাফল্যের পর গেলো বছর মুক্তি পায় ‘ওয়ান্ডার ওম্যান ১৯৮৪’। এবার সিনেমাপ্রেমীরা উৎসুক হয়ে আছেন এটা জানতে, কবে ‘ওয়ান্ডার ওম্যান থ্রি’ আসবে।
‘ওয়ান্ডার ওম্যান ১৯৮৪’-এর প্রেস ট্যুরের সময় সিনেমার পরিচালক প্যাটি জেনকিন্স ‘ওয়ান্ডার ওম্যান থ্রি’ নিয়ে অনিশ্চিত ছিলেন। এক পর্যায়ে তিনি বলেছিলেন, তিনি নিশ্চিত নন সিনেমাটি তৈরি করবেন কি না! আরও বলেছিলেন, আমি মনে করি না যে আমি সামনে ওয়ান্ডার ওম্যান থ্রি তৈরি করবো। তাই আমাকে অপেক্ষা করতে হবে। দেখতে হবে যে আমরা পৃথিবীতে বর্তমানে কোন অবস্থানে আছি। বর্তমান পরিস্থিতির কথা তো আপনারা জানেনই।
সম্প্রতি এই বিষয়ে ইনস্টাইলের সঙ্গে কথা হয় গ্যাদতের। তিনি নিশ্চিত করেন যে দর্শকরা ‘ওয়ান্ডার ওম্যান থ্রি’ দেখতে পাবে। ডিসিইইউ (ডিসি এক্সটেন্ডেড ইউনিভার্স) ফ্র্যাঞ্চাইজির তৃতীয় সিনেমাটি কবে আসবে জানতে চাইলে অভিনেত্রী বলেন, বর্তমানে আমরা স্ক্রিপ্ট তৈরি করছি। সম্ভবত এক বছরের মধ্যে কাজ শুরু করবো।
গল্পের প্লট সম্পর্কে জানতে চাইলে অভিনেত্রী মজা করে বলেন, না! এ নিয়ে বলবো না। তাহলে লোকেরা ছাদে এসে আমাকে তুলে নিয়ে যাবে।
অভিনেত্রী আরও বলেন, ‘ওয়ান্ডার ওম্যান ১৯৮৪’ প্রমোট করার সময় জানতে চাওয়া হয় তৃতীয় সিনেমায় আমি কাজ করবো কি না! গল্পটি যদি দুর্দান্ত হয় তাহলে আমি করবো। প্যাটি জেনকিন্সের সঙ্গে অবশ্যই আমি আরেকটি কাজ করতে চাই।
‘ওয়ান্ডার ওম্যান থ্রি’র মুক্তির তারিখ এখনো জানা যায়নি। গ্যাদতের ভাষ্যমতে ২০২৩ সালের মাঝামাঝি সময়ে সিনেমাটির চিত্রগ্রহণ শুরু হবে। তাহলে সিনেমাটির তৃতীয় কিস্তি ২০২৪ সালে প্রেক্ষাগৃহে আসবে।
‘ওয়ান্ডার ওম্যান থ্রি’তে লিন্ডা কার্টারকেও দেখা যাবে। যিনি সিনেমার দ্বিতীয় কিস্তিতে একটি সংক্ষিপ্ত ক্যামিও করেছিলেন।
এমএসএম / এমএসএম
তোমাকে ছাড়া একটা দিনও থাকতে পারবো না : মিমি
মিস ইউনিভার্সে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন মিথিলা
মেয়েদের নিয়ে নোংরামি ছড়ানো মানসিক অসুস্থতা: স্পর্শিয়া
একই মঞ্চে বাপ্পা মজুমদার ও মেহজাবীন মেহা
হলুদের ছোঁয়ায় নিজেকে রাঙালেন স্পর্শিয়া
শুভর নতুন গানের মডেল লিমা
‘ছাগলের তিন নাম্বার বাচ্চা থেকে আজ নায়ক হয়েছি’
নেহা কক্করের নাম করে লাখ টাকার প্রতারণা
জন্মদিনের আবহে মুগ্ধতা ছড়ালেন মিম
প্রযোজনা সংস্থার অফিসে ভয়ংকর অভিজ্ঞতার বর্ণনা দিলেন অভিনেত্রী
‘এমনভাবে আঘাত করেছিল যা ভাষায় প্রকাশ করতে পারব না’
‘নায়িকারা রাজনীতিতে আসে পরিচিতির জন্য, আমি সেই ধারণা ভেঙেছি’