মাদকবিরোধী সংগঠন 'উপলব্ধি' বশেমুরবিপ্রবি শাখার নতুন কমিটি ঘোষণা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) মাদক বিরোধী সামাজিক সংগঠন- উপলব্ধি'র নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটির সভাপতি মনোনীত হয়েছেন বিএমবি বিভাগের আল-আমিন শাহ্ এবং সাধারণ সম্পাদক আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের নাজমুল হুসাইন।
শুক্রবার (৭ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে আগামী তিনমাসের জন্যে কমিটি অনুমোদন দেয়া হয়েছে। এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন জুয়েল মাহমুদ জীবন।অন্য নির্বাচন কমিশনাররা হলেন মোঃ ফরিদুল ইসলাম, মোঃ রেজওয়ান কিবরিয়া।
নবগঠিত কমিটির অন্যান্যদের মধ্যে রয়েছেন সহ-সভাপতি বিএমবি বিভাগের আরিফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক এফএমবি বিভাগের জি.এম রাশেদ, যুগ্ম সাধারণ সম্পাদক এফএমবি বিভাগের ওমর ফারুক, প্রধান সমন্বয়ক ও মিডিয়া প্রধান আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের মোঃ জুয়েল মাহমুদ জীবন, সাংগাঠনিক সম্পাদক সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ফরিদুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক এফএমবি বিভাগের আবু সাইদ, সহ-সাংগঠনিক সম্পাদক এফএমবি বিভাগের জাহাঙ্গীর আলম, সহ-সাংগঠনিক সম্পাদক মার্কেটিং বিভাগের সাকিল আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক আল-আমিন, কোষাধ্যক্ষ সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের মোঃ রেজওয়ান কিবরিয়া, দপ্তর সম্পাদক এফএমবি বিভাগের জাহিদ হাসান, প্রচার সম্পাদক আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অনন্যা রহমান, সহ-প্রচার সম্পাদক বিজিই বিভাগের আফিল খান, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শেখ ওয়াকিল আহমেদ, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের মোঃ সাইফুল ইসলাম।
কমিটির সভাপতি আল-আমিন শাহ বলেন, 'উপলব্ধি' বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাদকের বিরুদ্ধে কুফল এবং এর খারাপ প্রভাব সম্পর্কে জনসচেতনতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। আমরা সামনে আমাদের ক্যাম্পাসে মাদকের বিরুদ্ধে জোর কার্যক্রম চালিয়ে যাবো ইনশা-আল্লাহ।
নব মনোনীত সাধারণ সম্পাদক নাজমুল হুসাইন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদককে জিরো টলারেন্স এ নিয়ে আসার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছেন এবং সেটা অব্যাহত রেখেছেন। এই যুগোপযোগী কাজকে সাধুবাদ জানিয়ে আরও গতিশীল করার লক্ষ্যে আমাদের সংগঠন 'উপলদ্ধি', বশেমুরবিপ্রবি শাখা কাজ করে যাবে। আমি ও আমার সংগঠনের সকলে এই বিষয়ে বদ্ধপরিকর যে, বিশ্ববিদ্যালয়সহ দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো যেন মাদকের সাথে জড়িয়ে না যায়। আমরা এই লক্ষ্যে কাজ করে যাবো এবং তারুণ্যকে কাজে লাগিয়ে আমাদের স্লোগান হবে "মাদকের অবসান হোক তারুণ্যের উদ্যমে"।
প্রসঙ্গত, "মাদকের অবসান হোক তারুণ্যের উদ্যমে" স্লোগানকে সামনে রেখে ২০১৯ সাল থেকে 'উপলব্ধি' বশেমুরবিপ্রবি শাখা মাদকের বিরুদ্ধে জনসচেতনতায় কাজ করে যাচ্ছে।
শাফিন / শাফিন

জাককানইবি ছাত্রদলনেতা মামুনের নেতৃত্বে ডাইনিং-এ ভাত ফ্রি করার দাবিতে আবেদন

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ১৬ অক্টোবর

শিক্ষা ভবন অভিমুখে সাত কলেজ শিক্ষার্থীদের পদযাত্রা আজ

জবি তরুণ কলাম লেখক ফোরামের দায়িত্বে ইমন-সোহান

নিজ বিশ্ববিদ্যালয়ে বৈষম্যের শিকার শিক্ষার্থীরা, মাত্র ৮ শতাংশ শিক্ষক জবিয়ান

ইউনিসেফের ‘জেনইউ’ প্রোগ্রামে যুক্ত হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়

খাতা দেখা শেষ, ১৮ অক্টোবরের আগেই এইচএসসির ফল

মেডিকেলে ভর্তি পরীক্ষা ১২ ডিসেম্বর

মাতামুহুরি নদীতে গোসলে নেমে সাবেক চবি শিক্ষার্থীর মৃত্যু

রাজনৈতিক দুষ্টচক্র শিক্ষাপ্রতিষ্ঠান দখলে নিয়েছে: শিক্ষা উপদেষ্টা

শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় এনটিআরসিএর বড় সিদ্ধান্ত

সাইবার বুলিং ও নিরাপত্তাহীনতায় চাকসু নির্বাচনে সীমিত নারী প্রার্থীর অংশগ্রহণ

বিশ্ববিদ্যালয় থেকে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর লক্ষাধিক টাকার টাইলস আত্মসাত
Link Copied