মুখ খুললেন জ্যাকুলিন, বললেন ‘খুব খারাপ সময় কাটাচ্ছি’
ভারতের আলোচিত প্রতারক সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকার কারণে অনেকদিন ধরে বিতর্কে রয়েছেন বলিউডের তারকা অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। তাদের একাধিক অন্তরঙ্গ ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। শনিবারও (৮ জানুয়ারি) একটি ছবি ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। যেখানে দেখা যায়, সুকেশের বুকে মাথা রেখে চোখ বুজে হাসছেন। আর সুকেশ তাকে চুমু খাচ্ছেন।
প্রতারকের সঙ্গে ঘনিষ্ঠতার জেরে আইনি ঝামেলায়ও পড়েছেন জ্যাকুলিন। তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এসব বিষয় নিয়ে এতদিন চুপ ছিলেন অভিনেত্রী। অবশেষে মুখ খুললেন। জানালেন তার বক্তব্য।
ইনস্টাগ্রামে দেওয়া এক বিবৃতিতে জ্যাকুলিন বলেন, ‘এই দেশের প্রত্যেকটি মানুষ আমাকে ভালোবাসা এবং সম্মানে ভরিয়ে দিয়েছে। মিডিয়ার বন্ধুরাও তাদের মধ্যে আছেন, যাদের কাছ থেকে আমি অনেক শিখেছি। বর্তমানে খুব খারাপ সময় কাটাচ্ছি। কিন্তু আমি নিশ্চিত, আমার বন্ধু এবং অনুরাগীরা আমাকে এটি কাটিয়ে উঠতে দেখবেন।’
সংবাদমাধ্যমের প্রতি অনুরোধ জানিয়ে জ্যাকুলিন বলেন, ‘সংবাদমাধ্যমের বন্ধুদের অনুরোধ করব, আমার গোপনীয়তাকে লঙ্ঘন করে ব্যক্তিগত মুহূর্তের কোনো ছবি প্রকাশ কিংবা প্রচার করবেন না। নিজের ভালোবাসার মানুষের ছবি হলে এমন করতে পারতেন না। আমি জানি আমার ক্ষেত্রেও আপনারা একই কাজ করবেন। আশা রাখি সুবিচার পাব।’
উল্লেখ্য, সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে ২০০ কোটি রুপির মানি লন্ডারিং মামলা চলমান রয়েছে। এছাড়া আরও একাধিক প্রতারণায় কোটি কোটি রুপি হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ। এই মামলার তদন্তের স্বার্থে জ্যাকুলিনকে তলব করে ভারতের ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।
জিজ্ঞাসাবাদের পর গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসে। তার সঙ্গে সুকেশের ঘনিষ্ঠতার বিষয়টিও সামনে আসে। তাই জ্যাকুলিনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়।
শাফিন / শাফিন
তোমাকে ছাড়া একটা দিনও থাকতে পারবো না : মিমি
মিস ইউনিভার্সে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন মিথিলা
মেয়েদের নিয়ে নোংরামি ছড়ানো মানসিক অসুস্থতা: স্পর্শিয়া
একই মঞ্চে বাপ্পা মজুমদার ও মেহজাবীন মেহা
হলুদের ছোঁয়ায় নিজেকে রাঙালেন স্পর্শিয়া
শুভর নতুন গানের মডেল লিমা
‘ছাগলের তিন নাম্বার বাচ্চা থেকে আজ নায়ক হয়েছি’
নেহা কক্করের নাম করে লাখ টাকার প্রতারণা
জন্মদিনের আবহে মুগ্ধতা ছড়ালেন মিম
প্রযোজনা সংস্থার অফিসে ভয়ংকর অভিজ্ঞতার বর্ণনা দিলেন অভিনেত্রী
‘এমনভাবে আঘাত করেছিল যা ভাষায় প্রকাশ করতে পারব না’
‘নায়িকারা রাজনীতিতে আসে পরিচিতির জন্য, আমি সেই ধারণা ভেঙেছি’