ঢাকা বৃহষ্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

সন্তানের নামও ঠিক করেছেন রাজ-পরীমণি


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১০-১-২০২২ বিকাল ৫:৪২

চিত্রনায়িকা পরীমণি মা হচ্ছেন। সোমবার (১০ জানুয়ারি) ঢাকা পোস্টের কাছে তিনি নিজেই খবরটি নিশ্চিত করেছেন। তার সন্তানের বাবা অভিনেতা শরিফুল রাজ। গত বছরের ১৭ অক্টোবর বিয়ে করেন তারা।

এদিকে সন্তানের নামও ঠিক করে ফেলেছেন রাজ-পরীমণি। তারা জানান, মেয়ে সন্তান হলে তার নাম রাখবেন রাণী, আর ছেলে হলে নাম হবে রাজ্য।

অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি যখন চিকিৎসক নিশ্চিত করেন, তখন থেকেই আনন্দের জোয়ারে ভাসছেন পরীমণি। তিনি বলেন, ‘খবরটা শুনে রাজ আমাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিয়েছিল। আমাদের সন্তানের হার্ট বিট শুনেছি আমরা। মনে হচ্ছে আমি পৃথিবীর সব থেকে শক্তিশালী নারী। আমার সত্যি সত্যি ডানা মেলে উড়তে ইচ্ছে করছে। এ অনুভূতি প্রকাশ করা যায় না, বলে লিখে বোঝানো যায় না। আমার জীবনের সেরা উপহারটি সৃষ্টিকর্তার কাছ থেকে পেতে যাচ্ছি।’

উল্লেখ্য, গত বছর নির্মাতা গিয়াসউদ্দিন সেলিমের পরিচালনায় ‘গুনিন’ সিনেমায় কাজ করতে গিয়ে ঘনিষ্ঠ হন পরীমণি ও রাজ। এরপর ভালোলাগ, ভালোবাসা এবং বিয়ে। চার মাসের মাথায় সন্তানের খবরসহ বিয়ের বিষয়টি প্রকাশ্যে আনলেন।

শাফিন / শাফিন

তোমাকে ছাড়া একটা দিনও থাকতে পারবো না : মিমি

মিস ইউনিভার্সে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন মিথিলা

মেয়েদের নিয়ে নোংরামি ছড়ানো মানসিক অসুস্থতা: স্পর্শিয়া

একই মঞ্চে বাপ্পা মজুমদার ও মেহজাবীন মেহা

হলুদের ছোঁয়ায় নিজেকে রাঙালেন স্পর্শিয়া

শুভর নতুন গানের মডেল লিমা

‘ছাগলের তিন নাম্বার বাচ্চা থেকে আজ নায়ক হয়েছি’

নেহা কক্করের নাম করে লাখ টাকার প্রতারণা

জন্মদিনের আবহে মুগ্ধতা ছড়ালেন মিম

প্রযোজনা সংস্থার অফিসে ভয়ংকর অভিজ্ঞতার বর্ণনা দিলেন অভিনেত্রী

‘এমনভাবে আঘাত করেছিল যা ভাষায় প্রকাশ করতে পারব না’

‘নায়িকারা রাজনীতিতে আসে পরিচিতির জন্য, আমি সেই ধারণা ভেঙেছি’

শরীর নিয়ে আপত্তিকর মন্তব্য, অনুষ্ঠানেই প্রতিবাদ জানালেন অভিনেত্রী