ঢাকা বৃহষ্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

করোনা আক্রান্ত ‘কাটাপ্পা’র অবস্থার অবনতি, হাসপাতালে ভর্তি!


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১১-১-২০২২ দুপুর ১১:১৩

ভারতে করোনাভাইরাসের সংক্রমণ আবারও হু হু করে বাড়ছে। রেহাই পাননি বিনোদন জগতের তারকারাও। একের পর এক আসছে তারকাদের করোনা শনাক্তের খবর। ইতোমধ্যে বেশ কয়েকজন তারকার শরীরে ধরা পড়েছে করোনা। ‘বাহুবলী’ সিনেমার ‘কাটাপ্পা’ অর্থাৎ জনপ্রিয় দক্ষিণী তারকা সত্যরাজের করোনা ধরা পড়ার খবর এসেছে আগেই। এখন শোনা যাচ্ছে, এ অভিনেতার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

সূত্রের খবর, বেশ কয়েকদিন আগেই সত্যরাজের করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে। তারপর থেকে হোম আইসোলেশনেই ছিলেন তিনি। কিন্তু পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে চেন্নাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়। আপাতত সেখানেই ৬৭ বছর বয়সী এ অভিনেতার চিকিৎসা চলছে।

যদিও অভিনেতার হাসপাতালে ভর্তির বিষয়ে পরিবারের পক্ষ থেকে প্রকাশ্যে এখনও কিছু জানানো হয়নি। তবে শোনা যাচ্ছে, সত্যরাজের শারীরিক অবস্থা এখন অনেকটাই স্থিতিশীল। তবে আগামী কয়েকটা দিন চিকিৎসকদের পর্যবেক্ষণেই কাটাতে হবে তাকে।

ছোটবেলা থেকেই এম জি রামাচন্দ্রন ও রাজেশ খান্নার অন্ধভক্ত ছিলেন সত্যরাজ। প্রথমে ভিলেন এবং পার্শ্ব-চরিত্র হিসেবে ক্যারিয়ার শুরু করেন। পরে একাধিক ছবিতে নায়কের ভূমিকাতেও দেখা যায় তাকে। তামিল, তেলুগু, মালয়ালম সিনেমায় প্রায় ছয় দশক ধরে অভিনয় করছেন সত্যরাজ।

‘বাহুবলী’ সিনেমার ‘কাটাপ্পা’র চরিত্র সত্যরাজকে তুমুল জনপ্রিয় করে তোলে। বিশেষ করে সিনেমার প্রথব পর্ব ব্লকবাস্টার হওয়ার পর। কেন বাহুবলীকে হত্যা করেছিল কাটাপ্পা? এ প্রশ্নে তোলপাড় হয় কাশ্মীর থেকে কন্যাকুমারী। সে প্রশ্নের উত্তর অবশ্য ‘বাহুবলি : দ্য কনক্লুশন’ ছবিতে পাওয়া গিয়েছিল। এর আগেও হিন্দি সিনেমায় অভিনয় করেছেন সত্যরাজ। শাহরুখ খান অভিনীত ‘চেন্নাই এক্সপ্রেস’ ছবিতে দীপিকা পাড়ুকোনের বাবার ভূমিকায় দেখা গিয়েছিল তাকে। অভিনেতার দ্রুত আরোগ্য কামনায় প্রার্থনা করছেন অনুরাগীরা।

শাফিন / শাফিন

তোমাকে ছাড়া একটা দিনও থাকতে পারবো না : মিমি

মিস ইউনিভার্সে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন মিথিলা

মেয়েদের নিয়ে নোংরামি ছড়ানো মানসিক অসুস্থতা: স্পর্শিয়া

একই মঞ্চে বাপ্পা মজুমদার ও মেহজাবীন মেহা

হলুদের ছোঁয়ায় নিজেকে রাঙালেন স্পর্শিয়া

শুভর নতুন গানের মডেল লিমা

‘ছাগলের তিন নাম্বার বাচ্চা থেকে আজ নায়ক হয়েছি’

নেহা কক্করের নাম করে লাখ টাকার প্রতারণা

জন্মদিনের আবহে মুগ্ধতা ছড়ালেন মিম

প্রযোজনা সংস্থার অফিসে ভয়ংকর অভিজ্ঞতার বর্ণনা দিলেন অভিনেত্রী

‘এমনভাবে আঘাত করেছিল যা ভাষায় প্রকাশ করতে পারব না’

‘নায়িকারা রাজনীতিতে আসে পরিচিতির জন্য, আমি সেই ধারণা ভেঙেছি’

শরীর নিয়ে আপত্তিকর মন্তব্য, অনুষ্ঠানেই প্রতিবাদ জানালেন অভিনেত্রী