অর্জুন-মালাইকার সম্পর্ক ভেঙে গেল?
প্রায় অর্ধ যুগ ধরে প্রেম করছেন বলিউড অভিনেতা অর্জুন কাপুর ও অভিনেতা মালাইকা আরোরা। তবে তাদের সম্পর্কটি প্রকাশ্যে এসেছে বছর তিনেক হলো। এখন তারা প্রকাশ্যেই সব স্বীকার করেন। একে-অপরের সঙ্গে ঘনিষ্ঠ ছবি শেয়ার করেন। থাকেনও একসঙ্গে।
কিন্তু হঠাৎ গুঞ্জন ছড়াল, অর্জুন-মালাইকার সম্পর্ক ভেঙে গেছে। এক সপ্তাহ ধরে তাদের মধ্যে কোনো যোগাযোগ নেই। একসঙ্গে তাদেরকে দেখা যাচ্ছে না। এ থেকেই গুঞ্জনের সূচনা।
দু’জনের ঘনিষ্ঠ একটি সূত্র গণমাধ্যমে জানায়, ‘প্রায় ছ’দিন পেরিয়েছে মালাইকা বাড়ির বাইরে পা রাখেননি। এক্কেবারে নিভৃতবাসে। শুনছি মালাইকা খুব ভেঙে পড়েছে, এখনই দুনিয়ার মুখোমুখি হতে চায় না সে। তিন দিন আগেই বোন রিয়া কাপুরের বাড়িতে ডিনার ডেটে এসেছিল অর্জুন, মালাইকার বাড়ির খুব কাছে রিয়ার বাড়ি, তবে অর্জুন এখানে আসেনি। এমনটা ঘটেই না।’
তবে কারো কারো মতে, অর্জুন-মালাইকার মধ্যকার এই দূরত্ব করোনাভাইরাসের কারণে। তাদের মধ্যে কেউ একজন করোনায় আক্রান্ত হয়েছেন। এজন্যই নিভৃতবাসে রয়েছেন।
নতুন বছর উপলক্ষে কিছুদিন আগেই অর্জুন-মালাইকা ঘুরে এসেছেন মালদ্বীপ থেকে। একান্তে আনন্দঘন সময় কাটিয়েছেন। কিন্তু দেশে ফেরার পর থেকে সেভাবে তাদেরকে একসঙ্গে দেখা যায়নি।
উল্লেখ্য, অর্জুনের চেয়ে মালাইকা আরোরা বয়সে ১২ বছরের বড়। ১৯৯৮ সালে অভিনেতা-নির্মাতা আরবাজ খানকে বিয়ে করেছিলেন মালাইকা। তার একটি পুত্র সন্তানও রয়েছে। ২০১৭ সালে দীর্ঘ ১৭ বছরের সংসারের ইতি টানেন অভিনেত্রী। শোনা যায়, অর্জুনের সঙ্গে প্রেমের কারণেই আরবাজের ঘর ছেড়েছেন মালাইকা। কিন্তু সমস্ত গুঞ্জন, বিতর্ক ছাপিয়ে প্রেমে ডুবে ছিল এ যুগল।
শাফিন / শাফিন
তোমাকে ছাড়া একটা দিনও থাকতে পারবো না : মিমি
মিস ইউনিভার্সে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন মিথিলা
মেয়েদের নিয়ে নোংরামি ছড়ানো মানসিক অসুস্থতা: স্পর্শিয়া
একই মঞ্চে বাপ্পা মজুমদার ও মেহজাবীন মেহা
হলুদের ছোঁয়ায় নিজেকে রাঙালেন স্পর্শিয়া
শুভর নতুন গানের মডেল লিমা
‘ছাগলের তিন নাম্বার বাচ্চা থেকে আজ নায়ক হয়েছি’
নেহা কক্করের নাম করে লাখ টাকার প্রতারণা
জন্মদিনের আবহে মুগ্ধতা ছড়ালেন মিম
প্রযোজনা সংস্থার অফিসে ভয়ংকর অভিজ্ঞতার বর্ণনা দিলেন অভিনেত্রী
‘এমনভাবে আঘাত করেছিল যা ভাষায় প্রকাশ করতে পারব না’
‘নায়িকারা রাজনীতিতে আসে পরিচিতির জন্য, আমি সেই ধারণা ভেঙেছি’