ঢাকা মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

বশেমুরবিপ্রবিতে উপাচার্য বরাবর পুরকৌশল বিভাগের স্মারকলিপি


খাদিজা জাহান তান্নি, বশেমুরবিপ্রবি photo খাদিজা জাহান তান্নি, বশেমুরবিপ্রবি
প্রকাশিত: ১৩-১-২০২২ রাত ১১:২২
ল্যাব, শিক্ষক ও শ্রেণিকক্ষ সংকটসহ নানাবিধ সমস্যা সমাধানের লক্ষ্যে ছয়দফা দাবি জানিয়ে উপাচার্য বরাবর স্মারকলিপি জমা দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) পুরকৌশল বিভাগের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) বেলা ২ টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.একিউএম মাহবুবের কাছে স্মারকলিপি দেন তারা। 
 
স্মারকলিপিতে বলা হয়েছে, সিনিয়র শিক্ষক (সর্বনিম্ন সহযোগী অধ্যাপক), স্থায়ী শিক্ষক, ল্যাব ও শ্রেনীকক্ষ সংকটসহ নানাবিধ সমস্যা নিয়ে দীর্ঘদিন যাবত প্রশাসনের আশ্বাস পেয়ে আসছি। ফলস্বরুপ ২০২১ সালের ১৭ নভেম্বর হতে সেমিস্টার ফাইনাল পরীক্ষা বর্জন করে অবস্থান কর্মসূচী পালন করে আসছি। 
 
আরও বলা হয়েছে, করোনায় দীর্ঘদিন যাবত শিক্ষা কার্যক্রম হতে বিচ্ছিন্ন থাকায় অনেক শিক্ষার্থী মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর বিশ্ববিদ্যালয় খোলা সত্ত্বেও নানাবিধ সমস্যা জনিত কারণে শিক্ষা কার্যক্রম অব্যহত রাখতে ব্যহত হলে শিক্ষার্থীদের মানসিক অবস্থা আরও ক্ষুন্ন হয়। এছাড়া পারিবারিক বিভিন্ন চাপের কারণে শিক্ষার্থীদের মানসিক অবস্থার দিন দিন অবনতি হচ্ছে। ফলস্বরূপ শিক্ষার্থীদের মধ্যে আত্মহত্যার প্রবণতা দেখা দিয়েছে। এরুপ অবস্থায় প্রশাসনের আশ্বাসের উপর আস্থা হারাচ্ছে শিক্ষার্থীরা। 
 
স্মারকলিপিতে উল্লেখিত দাবিগুলোর মধ্যে-১.সিনিয়র শিক্ষক (সর্বনিম্ন সহযোগী অধ্যাপক) নিয়োগ অবধি পুরকৌশল বিভাগের সভাপতি হিসেবে মাননীয় উপাচার্য মহোদয়কে দায়িত্ব নিতে হবে, ২.স্থায়ীভাবে নিয়োগপ্রাপ্ত নতুন শিক্ষকদের দ্বারা ২০২০ সালের বিভাগীয় সকল বর্ষের প্রথম সেমিস্টারের রিভিউ ক্লাস সশরীরে এবং পড়ানো সিলেবাসের আলোকে নতুন প্রশ্নপত্র প্রণয়ন সাপেক্ষে বিভাগীয় সকল কার্যক্রম সচল করতে হবে, ৩.পুরকৌশল বিভাগের সকল বর্ষের বর্জনকৃত পরীক্ষা নতুন নিয়োগকৃত স্থায়ী শিক্ষকদের উপস্থিতিতে পুনরায় নেওয়ার ব্যবস্থা করতে হবে, ৪.পুরকৌশল বিভাগের ২০২০ সালের সকল বর্ষের প্রথম সেমিস্টারের মিডটার্ম, এসাইনমেন্ট, ডাইভা, প্রেজেন্টেশন ও উপস্থিতির মার্কস করোনা পরিস্থিতি এবং বিভাগীয় নানা সমস্যা বিবেচনা করে সন্তোষজনক মার্কস প্রদান নিশ্চিত করতে হবে, ৫. ল্যাবের কার্যক্রম কুয়েটে কিভাবে কার্যকর হবে অনতিবিলম্বে তার পরিপূর্ণ রূপরেখা দিতে হবে, ৬. পর্যাপ্ত শ্রেণীকক্ষের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। 
 
২০ জানুয়ারির মধ্যে সমস্যা সমাধান ও দাবি মেনে নেয়া না হলে কঠোর কর্মসূচির আল্টিমেটাম দেন পুরকৌশল বিভাগের শিক্ষার্থীরা।

এমএসএম / এমএসএম

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ১৬ অক্টোবর

শিক্ষা ভবন অভিমুখে সাত কলেজ শিক্ষার্থীদের পদযাত্রা আজ

জবি তরুণ কলাম লেখক ফোরামের দায়িত্বে ইমন-সোহান

নিজ বিশ্ববিদ্যালয়ে বৈষম্যের শিকার শিক্ষার্থীরা, মাত্র ৮ শতাংশ শিক্ষক জবিয়ান

ইউনিসেফের ‘জেনইউ’ প্রোগ্রামে যুক্ত হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়

খাতা দেখা শেষ, ১৮ অক্টোবরের আগেই এইচএসসির ফল

মেডিকেলে ভর্তি পরীক্ষা ১২ ডিসেম্বর

মাতামুহুরি নদীতে গোসলে নেমে সাবেক চবি শিক্ষার্থীর মৃত্যু

রাজনৈতিক দুষ্টচক্র শিক্ষাপ্রতিষ্ঠান দখলে নিয়েছে: শিক্ষা উপদেষ্টা

শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় এনটিআরসিএর বড় সিদ্ধান্ত

সাইবার বুলিং ও নিরাপত্তাহীনতায় চাকসু নির্বাচনে সীমিত নারী প্রার্থীর অংশগ্রহণ

বিশ্ববিদ্যালয় থেকে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর লক্ষাধিক টাকার টাইলস আত্মসাত

পিডি নিয়োগে প্রথম হয়েও বাদ শেকৃবি অধ্যাপক , নিয়ম ভেঙে প্রকল্প পেলেন সাবেক ছাত্রলীগ নেতা