ঢাকা বৃহষ্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

ফেসবুক-ইনস্টা-ইউটিউব থেকে কত আয় শ্রীলেখার?


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৮-১-২০২২ দুপুর ১১:৫

তিনি অভিনেত্রী, তিনি ইউটিউবার, সোশ্যাল মিডিয়ায় ইনফ্লুয়েন্সার। কথা হচ্ছে অভিনেত্রী শ্রীলেখা মিত্রকে নিয়ে। তিনি একটা পোস্ট করলে ভাইরাল হয় ঝড়ের গতিতে। নিত্যদিন শ্রীলেখা মিত্র থাকেন সংবাদ শিরোনামে। যার কারণে ইন্ডাস্ট্রির অনেকের আলোচনার বিষয় হয়েছেন। অন্তত এমনটাই জানিয়েছেন অভিনেত্রী। 

তবে শ্রীলেখা মিত্র যাই করেন তাই যেন হেডলাইন। তবে বিতর্কেও পড়তে হয়েছে তাকে। স্পষ্টবক্তা বলে বেশ দুর্নামও রয়েছে। নিজেকে ভীষণ রকম ‘কেবলা’-ই বলে থাকেন শ্রীলেখা। তার অনুরাগী যেমন রয়েছেন, তাকে নিয়ে নিন্দা মন্দ করার লোকের সংখ্যা কম নয়। তবে তিনি সদা পজিটিভ। 

কিন্তু জানেন কি এই সোশ্যাল মিডিয়া সেনসেশন শ্রীলেখা মিত্র ফেসবুক, ইউটিউব থেকে ঠিক কত টাকা আয় করেন?

শ্রীলেখা মিত্রের ফেসবুকের ফলোয়ার সংখ্যা প্রায় ২ লাখ ৯১ হাজার ৩৩৯। ইনস্টাগ্রামে শ্রীলেখার ফলোয়ার প্রায় তিন লাখের উপরে। নিজের ইউটিউব চ্যানেলও শুরু করেছেন অভিনেত্রী। নাম ‘আমি শ্রীলেখা’। সেখানে সাবস্ক্রাইবার প্রায় ৯২ হাজার। 

জানা গেছে, অভিনেত্রীর ইউটিউব থেকে এককালীন আয় হয়েছিল প্রায় ১ লাখ টাকা। তার সবচেয়ে ভিউ হয়েছে যে ভিডিওটি সেটি হলো ‘Nude For The Dude’। 

এছাড়াও শিলাজিতের সঙ্গে ‘Love Na Bite’ ভিডিওটি বেশ ভিউ পায়। অভিনেত্রী ইউটিউব চ্যানেলটি খোলার ১৫ দিনের মধ্যেই মিনিটাইজেশন পায়। ইউটিউবে থেকে তার আয় এক এক মাসে একেক রকম। তবে ডলারের সঙ্গে টাকার যখন যেরকম আনুপাতিক পার্থক্য থাকে তখন সেরকম আয় হয় অভিনেত্রীর।

ফেসবুক কিংবা ইউটিউবের মাধ্যমে কনটেন্ট ক্রিয়েটররা যে মোটা টাকা আয় করেন তা সকলেই জানেন। প্রতিটি সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রেই মনিটাইজেশনের অপশন রয়েছে। তবে অভিনেত্রীর আক্ষেপ তার ফেসবুক ও ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যা তিন লাখের কাছাকাছি থাকলেও এখনও মনিটাইজেশন অপশন অন করেননি অভিনেত্রী। তার কথায়, ‘আমি তো ভীষণ ক্যাবলা। এগুলো কিছুই জানতাম না। এখন ভাবনা-চিন্তা করব।’

শাফিন / শাফিন

তোমাকে ছাড়া একটা দিনও থাকতে পারবো না : মিমি

মিস ইউনিভার্সে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন মিথিলা

মেয়েদের নিয়ে নোংরামি ছড়ানো মানসিক অসুস্থতা: স্পর্শিয়া

একই মঞ্চে বাপ্পা মজুমদার ও মেহজাবীন মেহা

হলুদের ছোঁয়ায় নিজেকে রাঙালেন স্পর্শিয়া

শুভর নতুন গানের মডেল লিমা

‘ছাগলের তিন নাম্বার বাচ্চা থেকে আজ নায়ক হয়েছি’

নেহা কক্করের নাম করে লাখ টাকার প্রতারণা

জন্মদিনের আবহে মুগ্ধতা ছড়ালেন মিম

প্রযোজনা সংস্থার অফিসে ভয়ংকর অভিজ্ঞতার বর্ণনা দিলেন অভিনেত্রী

‘এমনভাবে আঘাত করেছিল যা ভাষায় প্রকাশ করতে পারব না’

‘নায়িকারা রাজনীতিতে আসে পরিচিতির জন্য, আমি সেই ধারণা ভেঙেছি’

শরীর নিয়ে আপত্তিকর মন্তব্য, অনুষ্ঠানেই প্রতিবাদ জানালেন অভিনেত্রী