ঢাকা শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

কুবি রেজিস্ট্রারের অপসারণের দাবি কর্মকর্তা-কর্মচারীদের


কুবি প্রতিনিধি photo কুবি প্রতিনিধি
প্রকাশিত: ২০-১-২০২২ দুপুর ১১:৩
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) রেজিস্ট্রারের বিরুদ্ধে কর্মকর্তাদের পদোন্নতিতে বঞ্চিত করা, জামায়াত-শিবিরপন্থীদের সুবিধা প্রদান, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন নিয়োগে দুর্নীতিসহ নানা অভিযোগ তুলে রেজিস্ট্রার কার্যালয়ে অনির্দিষ্টকালের জন্য তালা ঝুলিয়ে দিয়েছে বিশ্ববিদ্যালয়টির কর্মকর্তা-কর্মচারীরা।
 
 বুধবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় রেজিস্ট্রার কার্যালয়ে এসব বিষয় নিয়ে উত্তপ্ত হয়ে উঠে। সূত্র মতে জানা যায়, বুধবার সন্ধ্যায় অফিসার্স এসোসিয়েশন, তৃতীয় শ্রেণির কর্মচারী সমিতিসহ কর্মকর্তা ও কর্মচারীদের সকল সংগঠন থেকে রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহেরের কার্যালয়ে উপস্থিত হয়। এসময় রেজিস্ট্রারের সাথে কর্মকর্তা-কর্মচারীদের ব্যাপক উচ্চবাচ্য হয়। পরবর্তীতে রেজিস্ট্রার তাঁর কক্ষ থেকে বের হয়ে গেলে রেজিস্ট্রার দপ্তরে তালা ঝুলিয়ে প্রশাসনিক ভবনে আন্দোলন করেন তারা।
 
আন্দোলনকরীদের সাথে কথা বলে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক হয়েও দীর্ঘদিন অনধিকার চর্চার মতো  দখলে রেখেছেন রেজিস্ট্রার পদটি। পদ নেয়ার পর অন্যান্য কর্মকর্তাদের মতো নিয়মিত অফিস করতেও দেখা যায় না তাকে। নিজের বানানো সাপ্তাহিক রুটিন মোতাবেক অফিস করেন তিনি। এছাড়া নিজের খেয়াল খুশি মতো নিজের পছন্দের লোককে প্রমোশন দিয়েছেন আবার অনেকের প্রমোশন আটকেও রেখেছেন। 
 
আন্দোলন চলাকালে আন্দোলনকারীদের মধ্যে এক  কর্মকর্তা বিশ্ববিদ্যালয়ের বর্তমান রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহেরকে উদ্দেশ্যে করে  বলেন, আপনি শিক্ষক, কর্মকর্তাদের চেয়ারে বসে আমাদের কর্মকর্তাদের পদোন্নতি না দেয়া, নিজের ইচ্ছানুযায়ী যা খুশি তাই করা, জামায়াত-বিএনপিপন্থীদের বিশেষ সুবিধা দেয়াসহ অনেক অনিয়ম করেছেন।রেজিস্ট্রার বিষয়ে তালা দেয়ার বিষয়ে জানতে চাইলে আন্দোলনকারীরা বলেন, আমরা রেজিস্ট্রার কার্যালয় তালা দিয়েছি যাতে এখান থেকে গুরুত্বপূর্ণ ফাইল নথিপত্র সরাতে না পারে। নামপ্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, অন্যান্য দপ্তরগুলোর কার্যক্রমগুলো যথারীতি চললেও রেজিস্ট্রার কার্যালয়ে  আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কার্যালয় অনির্দিষ্টকালের জন্য তালা মারা থাকবে।
 
এছাড়াও কর্মকর্তা ও কর্মচারীদের সকল সংগঠন থেকে রেজিস্ট্রারের অপসারণের দাবিতে উপাচার্য বরাবর লেখা  গণস্বাক্ষর সম্বলিত বিভিন্ন স্মারকলিপি সাংবাদিকদের কাছে প্রদান করেন কর্মকর্তারা-কর্মচারী নেতারা।কর্মকর্তারা তাদের স্মারকলিপিতে প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা আনয়নের লক্ষ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইন, ইউজিসির নির্দেশনা মোতাবেক কর্মকর্তা থেকে রেজিস্ট্রার নিয়োগের দাবি জানান। 
 
অন্যদিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কর্মচারী পরিষদ স্মারকলিপিতে অভিযোগ জানিয়ে বলে, অধ্যাপক ড. মোঃ আবু তাহের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) হিসাবে দায়িত্ব গ্রহণের পর থেকে কর্মচারীদের প্রতি অশোভন আচরণ ও হেনস্তা করার পাশাপাশি বিভক্তির রাজনীতি করে আসছেন। এছাড়াও বিভিন্ন অজুহাতে তিনি প্রায়ই কর্মস্থলে অনুপস্থিত থাকেন। স্মারকলিপিতে রেজিস্ট্রারের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, স্বজনপ্রীতি ও জামাত-শিবিরের মদদপুষ্ট হয়ে কাজ করার অভিযোগ করা হয়। 
 
এই বিষয়ে রেজিস্ট্রার (অতিরিক্ত দ্বায়িত্ব) অধ্যাপক ড. মোঃ আবু তাহেরের কাছে জানতে চাইলে তিনি বলেন, তাদের যে দাবি তারা উপাচার্যকে জানাক আর আমার কাছে যা বলেছে তা আমিও উপাচার্যকে জানাবো। এখানে আমার করার কিছু নেই আমিতো আর দাবি দাওয়া পূরণ করতে পারি না।

শাফিন / শাফিন

স্কুলে ভর্তিতে ৬৩ শতাংশই কোটা, অভিভাবকদের আপত্তি

বাকৃবিতে গরুর মাংস উৎপাদনে চতুর্থ শিল্পবিপ্লব প্রযুক্তি বিষয়ক কর্মশালা

জকসুর মনোনয়নপত্র বিতরণ শুরু কাল

ইবিতে 'মানবতা ও ইসলাম' শীর্ষক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত

দুুুই হাজারের অধিক শিক্ষার্থীকে নিয়ে জবি শিবিরের ‘রান উইথ শিবির’ কর্মসূচি

ইবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক কমিটি গঠন

প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি শুরু, ৬৫ হাজার স্কুলে ক্লাস বন্ধ

ইবিতে কুরুচিপূর্ণ মন্তব্য করা শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ জমা

জকসু নির্বাচন ছবি যুক্ত ভোটার তালিকার পরিকল্পনা নির্বাচন কমিশনের

ডিজিটাল লেনদেনে আগ্রহ বাড়াতে বাকৃবিতে বাংলাদেশ ব্যাংকের সেমিনার

১৬ নভেম্বর এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ

ইবিতে সাংবাদিক লাঞ্চিতের ঘটনায় তিন শিক্ষার্থী বহিষ্কার

জবিস্থ চট্টগ্রাম জেলা ছাত্রকল্যাণের নেতৃত্বে আরাফাত-নোমান